Gagan Narang | মেরি কমের বদলে গগন! প্যারিস অলিম্পিকে শেফ দ্য মিশন হিসেবে যাচ্ছেন গগন নারাং!
Tuesday, July 9 2024, 6:17 am
Key Highlightsপ্যারিস অলিম্পিকে শেফ দ্য মিশন হিসেবে যাচ্ছেন গগন নারাং। গগন নারাং ডেপুটি চিফ দ্য মিশন ছিলেন।
প্যারিস অলিম্পিকে শেফ দ্য মিশনের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন মেরি কম। এবার তাঁর পরিবর্তে প্যারিস অলিম্পিকে শেফ দ্য মিশন হিসেবে যাচ্ছেন গগন নারাং। গগন নারাং ডেপুটি চিফ দ্য মিশন ছিলেন। তিনি চার বারের অলিম্পিয়ান। ২০১২ সালে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জও পান। সেই গগন নারাং শেফ দ্য মিশন হিসেবে প্যারিসে যাচ্ছেন। এছাড়াও পিটি ঊষা এদিন প্যারিসে ভারতের পতাকাবাহক হিসেবে পিভি সিন্ধু ও শরথ কমলের নাম ঘোষণা করেন।
আরো পড়ুন : Bangla khabar
- Related topics -
- খেলাধুলা
- অলিম্পিক্স
- মেরি কম
- ভারত








