লাইফস্টাইল

2023 Durga Puja | করুন যানজট এড়িয়ে প্যান্ডেল হপিং! জেনে নিন কোন মেট্রো স্টেশনে নামলে দেখতে পাবেন কোন মণ্ডপ!

2023 Durga Puja | করুন যানজট এড়িয়ে প্যান্ডেল হপিং! জেনে নিন কোন মেট্রো স্টেশনে নামলে দেখতে পাবেন কোন মণ্ডপ!
Key Highlights

২০২৩ দূর্গা পুজোতে ইতিমধ্যেই শহর জুড়ে রাস্তাঘাটে তীব্র যানজট। তবে সময় বাঁচিয়ে ঠাকুর দেখতে হলে বেছে নিন মেট্রো পথ। দেখুন উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিখ্যাত ঠাকুর দেখতে কোন মেট্রো স্টেশনে নামবেন।

২০২৩ দূর্গা পুজো (2023 Durga Puja) তে মেতে উঠেছে কলকাতা। আজ, ১৭ই অক্টোবর তৃতীয়াতেও বেশ ভিড় মণ্ডপে মণ্ডপে। মহালয়া থেকেই শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যা দিনের সঙ্গে সঙ্গে আরও বাড়বে। ফলে এক্ষেত্রে কলকাতাবাসীর কাছে বড় অস্ত্র পাতাল রেল। কোথাও যাওয়ার ক্ষেত্রে হোক কিংবা ঠাকুর দেখার ক্ষেত্রে, পুজোর রাস্তায় জটিল যানজটে যখন বাস-ট্রাম, ট্যাক্সি, ওলা-উবের, গাড়ি স্থানুবৎ দাঁড়িয়ে থাকে, সে সময় মেট্রো রেলে মাটির তলা কিংবা মাটির অনেক উপর দিয়ে তরতরিয়ে গন্তব্যে পৌঁছে দেবে।

পুজোতে কলকাতার মেট্রোর খবর (Kolkata Metro News) এর দিকে নজর সবার। কারণ পুজোতে রাস্তার যানজট থেকে রক্ষা করতে পারে কেবল এই মেট্রো। এই সময়ে মেট্রোতে ভিড় থাকলেও যানজট থাকে না। ফলে একবার পাতাল রেলে উঠে পড়লেই ব্যাস! নিশ্চিন্তে সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানো যায়। কলকাতা মেট্রোর রুট (Kolkata Metro Route)এর সবথেকে আকর্ষণীয় ব্যাপার হলো যে, কলকাতার উত্তর-দক্ষিণ কলকাতা মেট্রোর রুট (Kolkata Metro Route) এর বেশির ভাগ মেট্রো স্টেশন থেকে বাইরে বেরোলেই খুব কাছেপিঠে একাধিক বড় পুজো। ফলে যানজট এড়িয়ে ঠাকুর দেখতে হলে চট জলদি দেখে নিন পুজোর বিশেষ কলকাতা মেট্রোর রুট (Kolkata Metro Route)।জানুন কোন স্টেশনে বেরিয়ে কোন কোন বিখ্যাত পূজা মণ্ডপ দেখতে পাবেন।

  • নোয়াপাড়া মেট্রো স্টেশন - নোয়াপাড়া মেট্রো স্টেশনে নেমে খানিক এগোলেই উদয়ন সঙ্ঘ।
  • দমদম মেট্রো স্টেশন - দমদম মেট্রো স্ট্রেশনের কাছেই সিঁথি সর্বজনীন এবং ১৪-এর পল্লির ঠাকুর।
  • বেলগাছিয়া মেট্রো স্টেশন - এই মেট্রো স্টেশনের আশপাশে পরপর দেখতে পারবেন। বেলগাছিয়া মেট্রো স্টেশনে নামলে দেখতে পাবেন বেলগাছিয়া ওলাইচণ্ডী, টালা পার্ক, নেতাজি স্পোর্টিঁং, লেক টাউন আ্যাসোসিয়েশন, যুবক বৃন্দ, দমদম পার্ক ভারতচক্র, শ্রীভূমি স্পোর্টিঁং-এর পুজো।
  • শ্যামবাজার মেট্রো স্টেশন - শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে বাইরের রাস্তায় এলেই একে একে বেনিয়াটোলা, কুমোরটুলি পার্ক, আহিরীটোলা সর্বজনীন, শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান সর্বজনীন, তেলেঙ্গাবাগান, চালতাবাগানের পুজো।
  • গিরিশ পার্ক স্টেশন - গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমে দেখতে পাবেন সিমলা ব্যায়াম সমিতি, বিবেকানন্দ স্পোর্টিং, রবীন্দ্র কানন, পাথুরিঘাটা ৫-এর পল্লির পুজো।
  • মহাত্মা গাঁধী মেট্রো স্টেশন - মহাত্মা গাঁধী মেট্রো স্টেশন বা এমজি রোড মেট্রো স্টেশনে নামলে দেখা যাবে মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, শিয়ালদা অ্যাথলেটিক্স-এর পুজো।
  • সেন্ট্রাল মেট্রো স্টেশন - এই মেট্রো স্টেশনে নেমে দেখতে পাবেন সন্তোষ মিত্র স্কোয়ার, সুবোধ মল্লিক স্কোয়ারের পুজো।
  • চাঁদনী চক মেট্রো স্টেশন - চাঁদনী চকে নামলে দেখা যাবে জানবাজার সর্বজনীন, তালতলা সর্বজনীন, ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতির পুজো।
  • রবীন্দ্র সদন মেট্রো স্টেশন - এই স্টেশনে নেমে দেখতে পাবেন গোখলে স্পোর্টিং, চক্রবেড়িয়া সর্বজনীন।
  • নেতাজি ভবন মেট্রো স্টেশন - নেতাজি ভবনে নেমে পরপর দেখতে পারবেন  ৬৮ পল্লি, ৭৬ পল্লি, ভবানীপুর ৭৫ পল্লি, ২২ পল্লি, পদ্মপুকুর সমিতি, হরিশ পার্ক, অগ্রদূত উদয় সঙ্ঘ, ভবানীপুর স্বাধীন সঙ্ঘ।
  • যতীন দাস পার্ক মেট্রো স্টেশন - দক্ষিণের এই মেট্রো স্টেশনের কাছেই ম্যাডক্স স্কোয়ার, ২৩ পল্লি, ফরওয়ার্ড ক্লাব, মাতৃমন্দির, বকুলবাগান, যতীন দাস পার্ক পুজো।
  • কালীঘাট মেট্রো স্টেশন - এই স্টেশনের বাইরে বড় বড় পুজো। রয়েছে ত্রিধারা, চেতলা অগ্রণী, বাদামতলা আষাঢ় সঙ্ঘ, দেশপ্রিয় পার্ক, সমাজসেবী, ৬৬ পল্লি, হিন্দুস্তান পার্ক, বালিগঞ্জ কালচারাল, একডালিয়া এভারগ্রিন, সিংহি পার্ক, বোসপুকুর শীতলা মন্দির।
  • রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন - এই স্টেশনের কাছে রয়েছে সুরুচি সঙ্ঘ, শিবমন্দির, মুদিয়ালি।
  • মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশন-  টালিগঞ্জ-এর মেট্রো স্টেশন নাম খ্যাত মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশনের কাছে রয়েছে ৪১ পল্লি, অজেয় সংহতি, অশোকনগর, বড়িশা ক্লাব, বড়িশা উদয়ন পল্লি, শীতলাতলা কিশোর সঙ্ঘ।
  • মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন - এই স্টেশনের কাছে রয়েছে রিজেন্ট পার্ক, আজাদগড় সর্বজনীন।
  • গীতাঞ্জলি মেট্রো স্টেশন - গীতাঞ্জলি মেট্রো স্টেশনের কাছে রয়েছে নাকতলা উদয়ন সঙ্ঘ।
  • কবি নজরুল মেট্রো স্টেশন -  গড়িয়া বাজারের কাছে এই মেট্রো স্টেশনের কাছে রয়েছে নবদুর্গা, গড়িয়া মিতালি, তরুণ সাথী, শ্যামাপল্লি, নারকেলবাগান সর্বজনীন।
  •  শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন - এই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে দেখা যাবে পাটুলি ক্লাব।
  • কবি সুভাষ মেট্রো স্টেশন - এই মেট্রো স্টেশনের কাছে রয়েছে  সন্তোষপুর লেক পল্লি, পল্লিমঙ্গল, সন্তোষ ত্রিকোণ পার্ক।

প্রসঙ্গত, নতুন বছরের শুরুতেই জোকা থেকে তারাতলাগামী মেট্রোর চলাচল বাড়ানো হবে মাঝেরহাট পর্যন্ত। পাশাপাশি, ৪০ মিনিটের জায়গায় ১০ মিনিট অন্তর মেট্রো চলাচল করবে বলেও জানা গিয়েছে কলকাতার মেট্রোর খবর (Kolkata Metro News) সূত্রে। আরভিএনএল (RVNL) জানিয়েছে, ৮.৫ কিমি এই রেলপথে যেটুকু সিগন্যালিং-এর কাজ বাকি আছে, তা আগামী বছর অর্থাৎ ২০২৪ এর জানুয়ারির মধ্যে শেষ করা হবে। পাশাপাশি, কলকাতার মেট্রোর খবর (Kolkata Metro News)  সূত্রে জানা গিয়েছে, দুদিকের লাইনেই মাল্টি রেক অপারেশনের কাজও নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যাবে। জোকা থেকে তারাতলা পর্যন্ত ৬.৫ কিমি যাত্রাপথের ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজ চলছে। নভেম্বরে তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত ২ কিমি অংশেরও ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজ শুরু হবে।

বর্তমানে এই রুটে সারাদিনে মাত্র ২৪টি মেট্রো চালানো হয়। তবে  মাঝেরহাট স্টেশন চালু হয়ে গেলে দুদিকেই মেট্রো চলবে, যে কারণে ১০ মিনিট অন্তর মেট্রো যাত্রার সুবিধা পাবেন স্থানীয় যাত্রীরা। কলকাতার মেট্রোর খবর (Kolkata Metro News) অনুযায়ী, মাঝেরহাট স্টেশনের কাজ দ্রুততার সঙ্গে শেষ করার চেষ্টা চলছে। নতুন স্টেশনের ভিতরে এবং বাইরে বিভিন্ন সাজসজ্জার শেষ মুহূর্তের কাজ চলছে বর্তমানে। চলমান সিঁড়ির কাজও করা হচ্ছে। মেট্রো রেলের এক আধিকারিক জানান, মাঝেরহাট রেল স্টেশনের সঙ্গে এই নতুন মেট্রো স্টেশনের সংযুক্তিকরণের জন্যেই অনেকটা সময় অতিবাহিত হয়েছে। যে কারণে পুজোর মধ্যে এই লাইন চালু করার ডেডলাইন থাকলেও সেটা সম্ভব হয়নি। সে কারণেই, জানুয়ারির মধ্যেই জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত পুরো রেলপথ যাত্রীদের জন্য চালু হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।


Rabindra Jayanti | বংশের আসল পদবী ছিল না ‘ঠাকুর’! চিনে তিনি রবীন্দ্রনাথ নয় পরিচিত 'চু- চেন-তাং' নামে! জানুন কবিগুরুর সম্পর্কে অজানা তথ্য!
Hair Mask | গরমে তাপ, ধুলো থেকে রক্ষা করুন চুল! বাড়িতে বানানো হেয়ার মাস্ক ব্যবহার করে রুক্ষ-শুষ্ক চুলকে করে তুলুন প্রাণোজ্জ্বল!
World Asthma Day | অ্যাজমা বা হাঁপানি হলে কি সারাজীবন নিয়ে যেতে হবে ইনহেলার? সুস্থ্য থাকতে কী কী করবেন? জানুন হাঁপানি রোগ সম্পর্কে খুঁটিনাটি!
S Somnath | একটা সময় ছিল না হস্টেলের টাকা দেওয়ার মত সামর্থ্য, আজ তিনি ইসরো প্রধান! জানুন এস সোমনাথের সাফল্যের কাহিনী!
Stomach Health | গরমকালে এই কয়েকটা জিনিস মেনে চললেই আর হবে না পেট গরম! জানুন পেটের হাল ভালো রাখতে কী খাবেন, কী খাবেন না!
Covishield Vaccine | কোভিশিল্ড ভ্যাকসিনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আদালতে স্বীকার করলো সংস্থা! হতে পারে বিরল রোগ টিটিএস! কতটা ভয়ানক এই রোগ?
FSSAI সম্পর্কে বিস্তারিত তথ্য | Detailed information about FSSAI