West Bengal Weather Report | বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি! নবমীতে বৃষ্টির সম্ভাবনা! পুজো কাটতেই জাঁকিয়ে শীত?

Friday, October 20 2023, 1:35 pm
highlightKey Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী পুজোর মধ্যেই বদলাতে চলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া। নিম্নচাপের জন্য নবমী থেকে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। তবে পুজো কাটতেই শীতকালের সূচনা হতে পারে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর।


পুজোর মরশুমে ফের কি 'অসুর' হতে চলেছে বৃষ্টি? এখন প্রশ্ন সকল বঙ্গবাসীর। প্রথমে চলতি দুর্গোৎসবে আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাস দিলেও, বর্তমানে কালো মেঘ দেখছেন আবহাওয়াবিদ। পুজোর মধ্যেই পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal) বদল হতে চলেছে বলে পূর্বাভাস দিলো হাওয়া অফিস। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরী হচ্ছে নিম্নচাপ। যার প্রভাবেই নবমী থেকে বৃষ্টিতে ভিজতে চলেছে বঙ্গ।

পশ্চিমবঙ্গের আবহাওয়া  বদল হতে চলেছে বলে পূর্বাভাস দিলো হাওয়া অফিস
পশ্চিমবঙ্গের আবহাওয়া  বদল হতে চলেছে বলে পূর্বাভাস দিলো হাওয়া অফিস

পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবরWest Bengal Weather News) অনুযায়ী, মূলত উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস প্রবেশ করছে দক্ষিণবঙ্গের নিচু এলাকায়। এর প্রভাবে ২০সে অক্টোবরের মধ্যে অর্থাৎ ষষ্ঠীর মধ্যে মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। যার ফলে বদল হতে পারে পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) এবং পুজোর শেষ দিকে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনাও তৈরী হয়েছে। আজ, ১৮ই অক্টোবর, চতুর্থীর দিন পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) জানানোর সময় আবহাওয়াবিদরা জানান, এদিন বঙ্গের দুটি জেলা- দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) এবং পূর্ব মেদিনীপুরে (East Medinipur) বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টি হবে না। একেবারে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে - উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), হাওড়া (Howrah), কলকাতা (Kolkata), হুগলি (Hooghly), পুরুলিয়া (Purulia), ঝাড়গ্রাম (Jhargram), পশ্চিম মেদিনীপুর (West Medinipur), বাঁকুড়া (Bankura), পশ্চিম বর্ধমান (West Burdwan), পূর্ব বর্ধমান (East Burdwan), বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad) এবং নদিয়া (Nadia) জেলায় বৃষ্টি হবে না।

Trending Updates
আগেও ছাতা মাথায় প্রতিমা দর্শন করতে হয়েছিল ভক্তদের
আগেও ছাতা মাথায় প্রতিমা দর্শন করতে হয়েছিল ভক্তদের

অন্যদিকে, চতুর্থীতে উত্তরবঙ্গের দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পঙে (Kalimpong) হালকা বৃষ্টি হতে পারে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। এছাড়া উত্তরের বাকি ছ'টি জেলায় জলপাইগুড়ি (Jalpaiguri), কোচবিহার (Cooch Behar), উত্তর দিনাজপুর (South Dinajpur), দক্ষিণ দিনাজপুর (North Dinajpur) এবং মালদার (Malda) আবহাওয়া শুষ্ক থাকবে। ওই ছ'টি জেলায় বৃষ্টি হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে পঞ্চমীতে উত্তরবঙ্গের আরও বেশি জেলায় বৃষ্টি হবে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ পঞ্চমীর দিন উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় অবশ্য বৃষ্টি হবে না বলে জানাচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal)।

মূলত অষ্টমী পর্যন্ত সর্বত্র পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) শুষ্ক থাকবে। তবে নবমী থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। জানা গিয়েছে, কলকাতা ছাড়া দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও নবমীতে অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দশমীর দিন। হাওয়া অফিস জানিয়েছে, দশমীতেও ওই ছ’টি জেলা ভিজতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে। সেদিন বৃষ্টির সম্ভাবনা ৭০ থেকে ৮০ শতাংশ রয়েছে। পাশাপাশি দক্ষিণের বাকি জেলাগুলিতে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে দশমীতে।

শারোদোৎসব শেষ হতেই জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস হাওয়া অফিসের
শারোদোৎসব শেষ হতেই জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস হাওয়া অফিসের

বাংলা থেকে বর্ষা আনুষ্ঠানিক ভাবে বিদায় নিয়েছে। তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনাও বেশ কম। নিম্নচাপের কারণে কিছুটা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুরের হাওয়া অফিস। তবে ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার জেরে পাওয়া যাচ্ছে শীতের বার্তা। এখনই পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ ঘটেছে উত্তরের পার্বত্য এলাকায়। এই ঝঞ্ঝার প্রভাবে পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে এক-দু'ফোটা বৃষ্টি হলেও, সমতল শুষ্কই থেকছে। পুজোর দিনগুলিও শুষ্ক থাকার সম্ভাবনা প্রবল। কিন্তু যেহেতু পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ ঘটেছে, ফলে জাঁকিয়ে শীত পড়তেও বেশি দিন লাগবে না বলেই জানান আবহাওয়াবিদরা। ছাংগু এবং নাথুলা ইতিমধ্যেই বরফে ঢেকেছে। নেটমাধ্যমে এই নিয়ে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহার বক্তব্য, যে ভিডিও এ দিন প্রকাশ্যে এসেছে তা বিকেলের। আবহবিদদের বক্তব্য হাওয়া সিকিম পাহাড়ে ধাক্কা খাওয়া ঝঞ্ঝাটি ঘুরিয়ে দিয়েছে। সর্বমোট বলা চলে,'মা' বাপের বাড়ি থেকে বিদায় নিতেই শীতল হয়ে উঠবে আবহাওয়া। তাপমাত্রার অনেকটা পতন ঘটে কয়েকদিনের মধ্যে জাঁকিয়ে শীত পড়বে বলেই আশা করছেন আবহাওয়াবিদরা ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File