Herbal Face Pack | ঘুরতে বেরোনোর আগে ত্বকের শেষ মুহূর্তের প্রস্তুতি! বাড়িতে চট জলদি ট্যান দূর করে ত্বক করে তুলুন উজ্জ্বল!

Thursday, October 19 2023, 9:41 am
highlightKey Highlights

যারা পার্লারে গিয়ে ফেসিয়াল করতে পারেননি তারা বাড়িতেই পেতে পারেন উজ্জ্বল ত্বক। বাড়িতে বানান ট্যান অপসারণ স্ক্রাব ও হার্বাল ফেস প্যাক।


 আগামীকাল ষষ্ঠী, দেবীর বোধন। ইতিমধ্যেই প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়েছেন অসংখ্য মানুষ। তবে অনেকেই কাজের চাপে এবং অফিস থেকে ছুটি না পাওয়ার জন্য এখনও সেভাবে ঘুরতে যেতে পারছেন না। তবে কাজের ফাঁকেও পুজোর জন্য প্রস্তুতি তো নিতেই হবে। যারা ফেসিয়াল বা ত্বকের জন্য সেভাবে কিছু করতে পারেননি তাদের জন্য এখন উজ্জ্বল ত্বক পাওয়ার বড় রাস্তা হলো 'হোম রেমেডি'। অর্থাৎ বাড়িতেই ত্বকের পরিচর্যা। পুজোর মুখে লাস্ট মোমেন্টে কীভাবে ত্বককে উজ্জ্বল, মসৃন করে তুলবেন তা চট জলদি দেখে নিন।

সকলেই চান পুজোয় সুন্দর করে সেজে প্রতিমা দর্শনে বা এমনিই বাইরে ঘুরে খাওয়া দাওয়া করতে। তবে সুন্দর পোশাক, মেকআপের পাশাপাশি সকলেই চান সুন্দর ত্বক। এর জন্য অনেকেই পুজোর মাস খানেক আগের থেকে প্রস্তুতি নিতে শুরু করেন। অনেকে পার্লারে গিয়েও এর জন্য প্রস্তুতি নেন। তবে যারা পার্লারে যাওয়ার সময় পাচ্ছেন না তারা নিশ্চিন্তে বাড়িতে ফেস প্যাক (Face Pack) এবং স্ক্র্যাবার বানিয়ে ব্যবহার করতে পারেন। এই ফেস প্যাকের দ্বারা পুজোতে জেল্লাদার, দাগহীন, মসৃন ত্বক পাবেন আপনি।

পুজোর মুখে বাড়ির তৈরী ট্যান অপসারণ স্ক্রাব ও ট্যান অপসারণ প্যাক দিয়ে ত্বককে করে তুলুন উজ্জ্বল ও পরিষ্কার 
পুজোর মুখে বাড়ির তৈরী ট্যান অপসারণ স্ক্রাব ও ট্যান অপসারণ প্যাক দিয়ে ত্বককে করে তুলুন উজ্জ্বল ও পরিষ্কার 

ট্যান অপসারণ স্ক্রাব । Tan Removal Scrub :

রোদে ত্বক কম বেশি সকলেরই পড়ে। বিশেষত যারা বাইরে বেরিয়ে কাজ করেন তাদের সারা বছর ধরে ত্বকে ট্যান পরে ত্বকে কালোভাব বসে যায়। পুজোর আগে এই ট্যান দূর করতে স্ক্রাবার খুবই কার্যকর। এর জন্য আপনাকে পার্লারে গিয়ে প্রচুর অর্থব্যয় করতে হবে না বা দামি প্রসাধনীও কিনতে হবে না। সহজে বাড়িতেই তৈরী করতে পারবেন ট্যান অপসারণ স্ক্রাব (Tan Removal Scrub) বা ট্যান অপসারণ প্যাক (Tan Removal Pack)।

  নারকেল তেল ও কফি পাউডারের স্ক্রাব :

প্রথমে একচামচ নারকেল তেল নিয়ে তাতে এক চামচ কফি পাউডার ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণ হাতে নিয়ে মুখে ভালোভাবে ম্যাসাজ করুন। ম্যাসাজ করে স্ক্রাবটি মুখে ১-২ মিনিট রেখে দিন। এরপর এবার ভেজা তোয়ালে দিয়ে মুখ ভাল করে মুছে নিতে হবে। এই স্ক্রাব মুখের সব ডেড সেল (dead cells) তুলে দেবে এবং ত্বক করে তুলবে উজ্জ্বল।

লেবু এবং চিনির স্ক্রাব :

তৈলাক্ত ত্বক অর্থাৎ অয়েলি ফেস থেকে ট্যান দূর করতে লেবু এবং চিনি সবচেয়ে ভাল বলে মনে করা হয়। এই দুই উপকরণ দিয়ে ভালো স্ক্রাব বানানো যায়। এর জন্য আপনার প্রয়োজন অনুযায়ী চিনি নিয়ে তাতে লেবুর রস দিন। এবার যে যে অংশে ট্যান পড়েছে সেখানে এই মিশ্রণ লাগিয়ে বৃত্তাকার গতিতে ঘষুন। এই মিশ্রণ ১৫ মিনিট ত্বকে রেখে ধুয়ে ফেলুন। এটি ট্যান অপসারণ প্যাক (Tan Removal Pack) হিসেবেও ব্যবহার করা যায়।

মধু এবং চালের গুঁড়োর স্ক্রাব :

ট্যান অপসারণ স্ক্রাব (Tan Removal Scrub) স্ক্রাবটি ত্বকের ট্যানিং দূর করার পাশাপাশি ত্বকে একটি প্রাকৃতিক আভাও এনে দেয়। প্রয়োজন মতো মধু ও চালের গুঁড়ো মিশিয়ে এই স্ক্রাব তৈরি করুন। এবার যে যে অংশে ট্যান পড়েছে সেখানে মিশ্রণটি লাগিয়ে  বৃত্তাকার গতিতে ঘষুন। এরপর মিশ্রণটি শোকানো পর্যন্ত ট্যান অপসারণ প্যাক (Tan Removal Pack) এর মতো ত্বকে  রাখুন। তারপর জল দিয়ে ধুয়ে মিশনটিফেলুন। এই স্ক্রাবটি সংবেদনশীল ত্বকের জন্যও ভাল কাজ করে।

বাড়ির তৈরী হার্বাল ফেস প্যাক ব্যবহার করে পান ফেসিয়ালের মতো জেল্লাদার ত্বক 
বাড়ির তৈরী হার্বাল ফেস প্যাক ব্যবহার করে পান ফেসিয়ালের মতো জেল্লাদার ত্বক 

হার্বাল ফেস প্যাক । Herbal Face Pack :

ত্বক থেকে ট্যান অপসারণ করার পর ত্বককে আরও উজ্জ্বল, দাগহীন ও মসৃন করে তোলার জন্য ফেস প্যাক লাগালে মিলতে পারে সুফল। পুজোতে চকচকে হয়ে উঠবে ত্বক। এই ফেস প্যাকের জন্যও আপনাকে কোনও প্রসাধনী কিনতে হবে না। বাড়িতে তৈরী করা ফেস প্যাকের ব্যবহারেই পাবেন ফেসিয়ালের মতো উরুজল ত্বক। দেখে নিন বাড়িতে সহজে কীভাবে বানাবেন হার্বাল ফেস প্যাক (Herbal Face Pack)।

মধু ও লেবুর রসের প্যাক :

এই ফেস প্যাকের দুই উপকরণ - মধু ও পাতিলেবু এই দুটিই ত্বকের ক্ষেত্রে খুবই উপকারী। এই প্যাকটি বানানোর জন্য একটি পাত্রে ২ চা চামচ পাতিলেবুর রস ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। এবার এটি মুখে ভালো করে লাগিয়ে ১০ মিনিট রেখে অপেক্ষা করে হালকা উষ্ণ জলে ধুয়ে নিন।  ধীরে ধীরে এই মিশ্রণ ত্বককে উজ্জ্বল করে তুলবে।

দুধ, মধু ও হলুদের প্যাক :

ত্বকে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে দুধ, মধু ও হলুদ এই তিন উপাদান দারুণ কার্যকর। এই ফেস প্যাক বানানোর জন্য ২ চামচ কাঁচা দুধ, ১ চামচ মধু ও ১/৪ চামচ হলুদের গুড়ো মিশিয়ে নিন। এই ফেসপ্যাকটি মুখে লাগানোর আগে মুখ ভালো করে ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর প্যাকটি লাগিয়ে নিন। তারপর ২০ মিনিট মতো মিশ্রণটি রেখে জল দিয়ে প্যাক ধুয়ে নিন। এই প্যাকটি মুখের সঙ্গে সঙ্গে হাতে, গলায়ও লাগাতে পারেন।

মধু ও পেঁপের প্যাক :

দুই টুকরো পেঁপে চটকে নিয়ে তার মধ্যে দুই চা চামচ মধু মিশিয়ে ঘন প্যাক তৈরি করে নিন। এই মিশনটি  মুখে লাগিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন। ১৫ মিনিট ত্বকে রেখে ধুয়ে ফেলুন। এটি শুষ্ক ত্বকের জন্য বেশি উপকারী। এ ছাড়া বয়সের ছাপ দূর করতেও এই প্যাক ব্যবহার করতে পারেন।

হার্বাল ফেস প্যাকের প্রাকৃতিক উপাদান ত্বকের ক্ষতি না করে আরও স্বাস্থকর করে তোলে 
হার্বাল ফেস প্যাকের প্রাকৃতিক উপাদান ত্বকের ক্ষতি না করে আরও স্বাস্থকর করে তোলে 

চন্দনের প্যাক :

স্যান্ডেল ফেস প্যাক (Sandal Face Pack) বানানোর জন্য চন্দনের মধ্যে পরিমাণ মতো দুধ মেশান, যাতে একটি ঘন মিশ্রণ তৈরি হয়। মিশ্রণটি যেন খুব পাতলা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। এরপর দুটি উপাদান খুব ভালো করে মেশানোর পরে ইচ্ছানুযায়ী সামান্য গোলাপ জল মেশাতে পারেন। এই স্যান্ডেল ফেস প্যাক (Sandal Face Pack)টি মুখে এবং গলায় লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর মুখ ধুয়ে ফেলুন।

মুলতানি মাটি, কফি গুঁড়োর প্যাক :

এই হার্বাল ফেস প্যাক (Herbal Face Pack) খুব কার্যকর। এটি বানানোর জন্য একটি ছোট বাটিতে হাফ চামচ কফি গুঁড়ো, মুলতানি মাটি, চন্দন পাউডার, লেবুর রস, মধু মিশিয়ে নিন। এরপর এই প্যাক মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এবার তা শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন। ঠাকুর দেখতে যাওয়ার আগে এই প্যাক লাগালে মুখ উজ্জ্বল থাকবে। কোনও রকম দাগ ছোপ পড়বে না। যদি রাতে ঠাকুর দেখতে বেরোন তাহলে পরদিন সকালে উঠে অবশ্যই এই ফেসপ্যাক লাগিয়ে নেবেন।

 রুক্ষ ত্বককে বিদায় জানিয়ে উজ্জ্বলতা বাড়িয়ে তুলুন রূপের
 রুক্ষ ত্বককে বিদায় জানিয়ে উজ্জ্বলতা বাড়িয়ে তুলুন রূপের

সকাল সকাল প্যান্ডেল হপিং হোক কিংবা নাইট আউট, পুজোতে ঘুরতে যাওয়ার আগে রুক্ষ ত্বককে বিদায় জানিয়ে উজ্জ্বলতা বাড়িয়ে তুলুন রূপের। বাজারের বহু ব্র্যান্ডেড পণ্য থাকলেও তাতে চোখে পড়ার মতো লাভ হয়না। এছাড়াও রয়েছে পার্শবর্তী প্রভাবও। ফলে উজ্জ্বল, মসৃন ত্বকের জন্য বাড়িতে তৈরী ফেস প্যাক বানিয়ে ব্যবহার করুন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File