Invention of India | 'শূন্য' থেকে 'শ্যাম্পু', 'প্লাস্টিক সার্জারি'র মতো অসংখ্য জিনিস সৃষ্টি হয় ভারতে!
'শূন্য' ছাড়াও ভারতে আবিষ্কার হয়েছে 'বোতাম', 'স্কেল', 'বোর্ড গেম' এমনকি 'শ্যাম্পু'ও তৈরী হয় ভারতেই। জানুন আর কী কী জিনিসের আবিষ্কারস্থল ভারত। দেখুন ভারতীয় শ্রেষ্ঠ আবিষ্কারের তালিকা।
ঐতিহ্য, সংস্কৃতি,শিল্প, খাবার, স্থাপত্য এরকম নানান কারণে বিশ্বব্যাপী সুখ্যাতি ভারতের (India)। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ক্রমাগত ডিজিটাল (Digital) ও প্রযুক্তিগত দিক থেকে উন্নত হওয়ার পথে এক এক ধাপ করে এগোলেও, এখনও ডেভেলপিং (Developing Country) অর্থাৎ ক্রমশ উন্নত দেশের তালিকার মধ্যেই পরে ভারত। বর্তমানে ভারতীয়দের সৃষ্ট অসংখ্য জিনিস বা বিষয় গোটা বিশ্ব তথা গোটা মানবজাতির উন্নতির জন্য খুলে দিচ্ছে নয়া পথ। তবে এটি আজকের ঘটনা নয়। বহু যুগ ধরেই ভারতের আবিষ্কার কল্যাণ করে আসছে মানবজাতিকে। যেমন আমরা সকলেই জানি ভারতের অন্যতম সৃষ্ট বিষয়ের মধ্যে অন্যতম হলো 'শূন্য' (Zero)। তবে কেবল এই সংখ্যাই নয়, এরকম ভারতের সৃষ্ট হাজারো জিনিস আছে যা আমি, আপনি রোজই ব্যবহার করে থাকি।
ভারতের শ্রেষ্ঠ আবিষ্কার । Greatest Invention of India :
আমরা প্রতিদিনই এমন বহু জিনিস ব্যবহার প্রাথমিকভাবে অন্য দেশে আবিষ্কৃত হয়েছে বলে মনে হলেও, আদতে কিন্তু তার সৃষ্টি ভারতে। এই সৃষ্টি দ্বারা কেবল ভারতীয়রাই নয়, উপকৃত হচ্ছেন গোটা বিশ্বের সকল ব্যক্তিই। এক নজরে দেখে নিন, ভারতের শ্রেষ্ঠ আবিষ্কারের মধ্যে রয়েছে কোন জিনিষগুলি।
শূন্য । Zero :
ভারতীয়দের শ্রেষ্ঠ আবিষ্কারের কথা তুলতেই যে জিনিষটা সবার প্রথমে আসে তা 'হলো শূন্য'। ভারতীয় আবিষ্কারের মধ্যে সবচেয়ে বড়, অন্যতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ঘাটন হল এই পরিসংখ্যান। ভারতীয় গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট (Aryabhatta) দ্বারা আবিষ্কার হয় শূন্যর। বর্তমানে গণিত থেকে শুরু করে প্রায় সব কিছুতেই অতুলনীয় ভূমিকা শূন্যের। সংখ্যার নিম্নেও একটি বিন্দুর আবিষ্কারের জন্যই সৃষ্টি হয় শূন্যের।
ইউএসবি - ইউনিভার্সাল সিরিয়াল বাস । USB - Universal Serial Bus
বর্তমানে ইউএসবি ডিভাইসের সঙ্গে আমরা প্রায় সকলেই পরিচিত। এই ছোট্ট ডিভাইসের মাধ্যমে প্রচুর পরিমাণে ডেটা সঞ্চয় এবং স্থানান্তর করা যায়। আমরা অনেকেই এই ডিভাইসকে পেনড্রাইভ (Pendrive) নামেও চিনি। প্রতিদিন অসংখ্য মানুষ কম্পিউটার বা ল্যাপটপ থেকে ডেটা ট্রান্সফার (Data Transfer) বা ডেটা সঞ্চয় করতে ইউএসবির ব্যবহার করেন। হালকা ওজনের ছোট্ট এই পোর্টেবল ডিভাইস কিন্তু বিদেশী দেশের সৃষ্ট জিনিস বলে মনে হলেও, আসলে কিন্তু এক ভারতীয়র সৃষ্টি। ১৯৯৪ সালে ভারতীয়-আমেরিকান কম্পিউটার স্থপতি অজয় ভি. ভাট (Ajay V Bhatt) ইউএসবির আবিস্কার করেন।
তুলা চাষ । Cotton Cultivation :
ভারতে ইংরেজদের শাসনের ফলে এদেশের সংস্কৃতির মধ্যে অনেক পরিবর্তন ঘটেছে। খাবার থেকে শুরু করে কথা বলা, জীবন পরিচালনা করার ধরণ নানান জিনিসেই প্রভাব ফেলেছে বিদেশী কালচার (Culture)। এর মধ্যে অন্যতম হলো জমাকাপড়। বর্তমানে শার্ট, জিন্স, টপ ইত্যাদিই পরিধান করেন দেশের অধিকাংশ মানুষ। জামাকাপড়ের ধরণের পরিবর্তন হলেও এখন ভারতীয় থেকে শুরু করে বিশ্বের সকলেরই প্রথম পছন্দ হলো সুতির কাপড়। গরম হোক কিংবা বর্ষা, সব ঋতুতেই আরামদায়ক পোশাক হলো সুতির জামাকাপড়। আর এই সুতির চাষ কিন্তু শুরু করে ভারতই। এছাড়াও প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে বড় অস্ত্রোপচারেও লাগে তুলো। এই তুলোর চাষও প্রথম শুরু করে ভারত।
শ্যাম্পু । Shampoo :
ভারতের শ্রেষ্ঠ আবিষ্কারের মধ্যে অন্যতম আরেক জিনিস হলো শ্যাম্পু। অনেকের কাছে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। বিশ্বব্যাপী অসংখ্য মানুষের নিত্যদিনের ব্যবহৃত জিনিস হলো শ্যাম্পু। এখন লক্ষাধিক শ্যাম্পু কোম্পানি প্রতিনিয়তই নানা রকমের শ্যাম্পু বাজারে আনছে। চুলের ধরণ বা চুলের সমস্যার ওপর নির্ভর করে শ্যাম্পু ব্যবহার করে থাকেন অনেকে। অনেক উন্নত এবং বছর খানেক আগের সৃষ্ট বলে মনে হলেও শ্যাম্পুর সৃষ্টি কিন্তু মুঘল সাম্রাজ্যের (Mughal Empire) সময়ে। তৎকালীন সময়ে অর্থাৎ প্রায় ১৭৬২ সাল নাগাদ বাংলার নবাবদের জন্য মাথার মালিশের তেল হিসাবে প্রথম ব্যবহার করা হয়েছিল 'চাম্পি'। যা সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়েছে শ্যাম্পুতে। মুঘল রাজাদের জন্য ব্যবহৃত 'চাম্পি' থেকেই কিন্তু এসেছে 'শ্যাম্পু' শব্দটি।
বোতাম । Button :
হ্যাঁ! শ্যাম্পুর মতো আমাদের নিত্যব্যবহৃত আসবাবের মতো বোতামও ভারতের সৃষ্টি। ২ হাজার খ্রিস্টপূর্বাব্দে মহেঞ্জোদারোতে (Mohenjo-Daro) সিন্ধু-উপত্যকার সভ্যতার (Indus Valley Civilization) আবিষ্কার বোতাম। প্রায় ৫ হাজার বছর আগে সৃষ্ট গোল আকৃতির মধ্যে ছোট ছোট গর্ত। ঐতিহাসিকদের অনুমান, মূলত অলঙ্করণের জন্যেই ব্যবহার করা হতো বোতামের। তবে সময়ের সঙ্গে সঙ্গে এটির ব্যবহার শুরু হয় পোশাকেও। এখন বর্তমানে জামা থেকে শুরু করে ব্যাগ, নানা রকম আসবাবেও ব্যবহার করা হয় বোতাম।
ছানি অস্ত্রোপচার । Cataract Surgery :
ভারতীয় আবিষ্কারের মধ্যে আরেকটি যুগান্তকারী আবিষ্কার হল ছানি অস্ত্রোপচার। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে সুশ্রুত (Sushruta) ছানি অস্ত্রোপচারের জন্য পরিচিত ছিলেন। তিনি চোখের লেন্সটি (Eye Lense) আলগা করে তারপর চোখের পিছনে ছানি ঠেলে দিতেন একটি বাঁকা সুই ব্যবহার করে। এরপর চোখকে ব্যান্ডেজ করার আগে উষ্ণ মাখন দিয়ে ভিজিয়ে রাখতেন যতক্ষণ না তারা সুস্থ হয়। সুশ্রুতের ছানি অস্ত্রোপচারের ধারণা থেকেই বর্তমানে এই অস্ত্রোপচার করা হয়।
যোগব্যায়াম । Yoga :
বর্তমানে শরীর সুস্থতা বজায় রাখার জন্য সব থেকে উপকারী ও সহজ উপায় হলো যোগব্যায়াম। বিশ্বব্যাপী অসংখ্য মানুষ যুক্ত হয়েছেন যোগব্যায়ামের সঙ্গে। এই জিনিসের সৃষ্টি হয় ভারতে। শরীরের সঙ্গে মানসিক স্বাস্থ্যের জন্য যোগব্যায়াম অতুলনীয় ভূমিকা পালন করে। এই ব্যায়ামের সূচনা হয় বহু খ্ৰীষ্টপূর্বাব্দ থেকে। যা এখন বিশ্বের কোণায় কোণায় ছড়িয়ে পড়েছে।
প্লাস্টিক সার্জারি । Plastic Surgery :
অবিশ্বাস্য লাগলেও, প্লাস্টিক সার্জারির ধারণাও কিন্তু সৃষ্টি ভারতেই। ২ হাজার খ্রিস্টপূর্বাব্দে ভারত দ্বারা প্লাস্টিক সার্জারি উদ্ভাবিত হয়েছিল। পুরাণ মতে, শিবের মৃত ছেলে গণেশের মাথার পরিবর্তে হাতির মাথা লাগানো হয়। ধারণা করা হয়, এর থেকেই প্লাস্টিক সার্জারির উদ্ভাবন বলে অনেকে মনে করেন।
আয়ুর্বেদ । Ayurveda
যোগব্যায়ামের পাশাপাশি আয়ুর্বেদিক চিকিৎসাও এখন বিশ্বব্যাপী খুবই প্রচলিত। এর সৃষ্টিও ভারতেই। ভারতে ৫ হাজার বছরেরও বেশি সময় আগে মেডিসিনের জনক, চরক (Charak) দ্বারা উদ্ভাবন হয় আয়ুর্বেদের। কোনোরকম রাসায়নিক পদার্থ বা কঠিন চিকিৎসা ছাড়াই আয়ুর্বেদিক চিকিৎসা এখন হয়ে উঠেছে অন্যান্য চিকিৎসার বিকল্প।
বোর্ড গেম । Board Game :
'চেক মেট'! কথাটা শুনলেই অবশ্যই দাবা বা 'চেস'-র (Chess) কথা মাথায় আসে। মাথায় আসে বুদ্ধির খেলা। অনেকে মনে করেন এই 'চেস' খেলা ইংরেজদের আবিষ্কার হলেও আসলে কিন্তু এটিও ভারতের আবিষ্কার। এমনকি বিশ্বে যত বোর্ড গেম রয়েছে সবের সূত্রপাত কিন্তু ভারত থেকেই। দাবা (Chess), সাপ-লুডো (Snake-Ludo) থেকে শুরু হয় বোর্ড গেমের পথচলা। দাবা খ্রিস্টীয় ৬ষ্ঠ শতাব্দীতে গুপ্ত যুগে ‘অষ্টপদ’ নামে উদ্ভূত হয়েছিল। ১৩ শতকের কবি জ্ঞানদেব 'সাপ এবং মই' বা 'সাপ লুডো' আবিষ্কার করেছিলেন, যা মূলত 'মোক্ষপাত' নামে পরিচিত। ভারতে ব্রিটিশ শাসন আমলে, এই প্রাচীন ভারতীয় খেলাগুলিই অন্যরূপে ছড়িয়ে পরে ব্রিটেন, ইংল্যান্ডে।
যোগব্যায়াম থেকে শুরু করে বোতাম, শ্যাম্পুর মতো 'রুলার' (Ruler) অর্থাৎ স্কেল, চাঁদে জলের হদিশ, তারবিহীন যোগাযোগ ব্যবস্থা এরকম অসংখ্য জিনিসের আবিষ্কার হয়েছে ভারতে। বিশ্বের প্রথম সারির দেশগুলির সঙ্গে এখনও উন্নত দেশের তালিকায় নামভুক্ত করার জন্য লড়াই করে চলেছে ভারত। কিন্তু বলাইবাহুল্য, ভারতের এসকল সৃষ্টি, আবিষ্কার ছাড়া গোটা মানবজাতিই কিন্তু এতো এগোতে পারতো না।