হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, কোভিড আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে কলকাতায়

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

গত একসপ্তাহে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৯১ জন। এর আগের সপ্তাহে আক্রান্ত হন ২৯০জন।


রাজ্যে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। প্রায় ৩ মাস পর, ফের দৈনিক সংক্রমণের সংখ্যা ১০০ পার। কলকাতায় লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

গত দু’মাসে করোনা সংক্রমণের গ্রাফ কিছুটা নিম্নমুখী হলেও, ফের মাথাচাড়া দিচ্ছে সংক্রমণ

দীর্ঘ তিন মাস পর, ফের রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ একশো’র গণ্ডি ছাড়াল। স্বাস্থ্য দফতরের শনিবারের হেল্থ বুলেটিন বলছে, ২৪ ঘণ্টায়, রাজ্যে সংক্রমিত ১৩৯ জন। হেল্থ বুলেটিনের পেজে, নিউ পজিটিভ কেস টোটাল - ১৩৯। শুক্রবার এই সংখ্যাটা ছিল ১০৭। 

Trending Updates

গত ১১ মার্চ। রাজ্যে শেষবার দৈনিক করোনা সংক্রমণ ১০০-র গণ্ডি পেরিয়েছিল। সেদিন আক্রান্তের সংখ্যা ছিল ১০৬। গত দু’মাসে সর্বনিম্ন সংক্রমণ ছিল ১৬ এপ্রিল। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৩। MR বাঙুর হাসপাতালের সুপার শিশির নস্কর বলেন, "এর জন্য আমরাই দায়ী। আমাদের কোথাও বলা হয়নি করোনা চলে গেছে। মানুষের সচেতনতার অভাব।" 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File