খেলাধুলা

এএফসির জোনাল সেমিফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছে এটিকে মোহনবাগান, বড় পরিবর্তন আসতে পারে ডিফেন্সে

এএফসির জোনাল সেমিফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছে এটিকে মোহনবাগান, বড় পরিবর্তন আসতে পারে ডিফেন্সে
Key Highlights

এএফসি জোনাল সেমিফাইনালের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগান।

অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দোকে চিন্তায় রেখেছে দলের ডিফেন্স এবং গোল নষ্টের প্রবণতা। ৪৮ ঘণ্টার ব্যবধানে ৭ সেপ্টেম্বর কুয়ালালামপুর সিটি এফসি'র বিরুদ্ধে এএফসি জোনাল সেমিফাইনাল খেলতে নামবে সবুজ-মেরুন।

এএফসির ম্যাচে এটিকে মোহনবাগানের ডিফেন্সে বদল আসতে পারে। সেই ম্যাচে ফ্লোরেন্তিন পোগবার সঙ্গী হতে পারেন ব্রেন্ডন হামিল। ওই ম্যাচে চমক হিসবে সদ্য দলের সঙ্গে যোগ দেওয়া দিমিত্রিস পেত্রাতোসকে দ্বিতীয়ার্ধে ব্যবহার করতে পারেন সবুজ-মেরুন কোচ। এএফসি কাপের জন্য় জোর কদমে চলছে বাগানের প্রস্তুতি।

দলের অনুশীলনে ফুটবলারদের দুই দলে ভাগ করে খেলান কোচ। ফেরান্দোর স্ট্র্যাটেজি থেকে স্পষ্ট ডিফেন্স মেরামতি করাই তাঁর প্রধান লক্ষ্য। অনুশীলনের মধ্যে ফুটবলারদের দুই দল করে খেলানো হয়। একটি দলে জুটি বাঁধতে দেখা গিয়েছে পোগবা এবং হ্যামিলকে।হ্যামিলের চোট রয়েছে, এখনও পুরোপুরি সেই চোট তিনি কাটিয়ে উঠতে পারেননি। শনিবার পর্যন্ত ফিজিক্যাল ট্রেনারের সঙ্গে মাঠের ধারে ট্রেনিং করেন। তবে, রবিবার থেকে দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। তাঁকে সযত্নেই ব্যবহার করেছেন স্প্যানিশ কোচ। কোনও ভাবেই চোট কাটিয়ে ওঠা অস্ট্রেলীয় ডিফেন্ডারকে নিয়ে ঝুঁকি নিতে তিনি চাইছেন না।

নতুন আশা বিদেশি পেত্রাতোসের সঙ্গে এ দিন অনুশীলনে জুটি বাঁধতে দেখা যায় জনি কাউকোকে। রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়মসকে ছেড়ে দেওয়া এটিকে মোহনবাগানের পজিটিভ স্ট্রাইকার নেই। দলের মধ্যে গোল করার লোকের অভাব স্পষ্ট। সেই সমস্যা মেটাতে ফেরান্দো কাজে লাগাতে পারেন পেত্রাতোসকে। সোমবার সকালে শহরে চলে এসেছে কুয়ালালামপুর সিটি এফসি। সন্ধ্যার পর যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করবে তারা। দলটি অত্যন্ত শক্তিশালী সেট পিসে। পাশাপাশি দলটি প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলতে বেশি স্বচ্ছন্দ বোধ করে।


Trump Govt | এবার কোপ স্বাস্থ্য দফতরে, এক ধাক্কায় প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই ট্রাম্প প্রশাসনের !
Cholesterol | কফি মেশিন থেকে বারে বারে কফি খান? সাবধান! ওই মেশিনেই লুকিয়ে 'মৃত্যু ফাঁদ'!
Train Ticket Cancel | এবার অনলাইনেও বাতিল করা যাবে টিকিট কাউন্টার থেকে কাটা ট্রেনের টিকিট!
Val Kilmer | ক্যানসারের কাছে হার মানলেন 'ব্যাটম্যান'! প্রয়াত কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমার!
Medical Students | হবু ডাক্তারদের মধ্যে বেড়েছে ড্রপ আউট-সুইসাইডের প্রবণতা! মারাত্মক তথ্য দিলো ন্যাশনাল মেডিক্যাল কমিশন
Magrahat Station | মগরাহাট স্টেশনে অগ্নিকান্ড! বন্ধ রইলো ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল!
Myanmar Update | ভূমিকম্পে মৃত্যুপুরী মায়ানমার, তছনছ জনজীবন, গৃহযুদ্ধে বিরতি ঘোষণা সরকার বিরোধী পক্ষের