বলিউডের মাদক কাণ্ডে এবার সামনে এল অর্জুন রামপাল! অভিনেতার বাড়িতে তল্লাশি এনসিবির।

Monday, November 9 2020, 9:46 am
বলিউডের মাদক কাণ্ডে এবার সামনে এল অর্জুন রামপাল! অভিনেতার বাড়িতে তল্লাশি এনসিবির।
highlightKey Highlights

মাদক কাণ্ডে এবার প্রকাশ্যে এল আরও এক বলিউড আভিনেতা। মাদক মামলায় সরাসরি অর্জুন রামপালের মুম্বইয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো । তবে তল্লাশি অভিযানে কোনও কিছু উদ্ধার হয়েছে কিনা, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। একটি সংবাদ সংস্থা জানিয়েছে, সোমবার বলিউড অভিনেতা অর্জুন রামপালের বান্দ্রার বাড়িতে তল্লাশি চালিয়েছে এনসিবি। এ ছাড়া খার ও অন্ধেরিতেও তল্লাশি চালিয়েছেন গোয়েন্দারা। এনসিবি সূত্রে খবর, অর্জুন রামপালের এক গাড়ির চালককে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তাঁকে এনসিবির কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা যাচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File