খেলাধুলা

Asian Games 2023 | এশিয়ান গেমসে সেঞ্চুরি পার! পদক তালিকায় চতুর্থ স্থানে ভারত!

Asian Games 2023 | এশিয়ান গেমসে সেঞ্চুরি পার! পদক তালিকায় চতুর্থ স্থানে ভারত!
Key Highlights

এশিয়ান গেমস ২০২৩ এ ১০০ এরও বেশি পদক জয় করলো ভারত। পদক জয়ী খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ ভারতের ইতিহাস! সেঞ্চুরি পদক জয় করলো দেশ! কেবল এশিয়াডে পদকের সংখ্যার নিরিখে একশো পারই নয়, পদক তালিকাতেও রেকর্ড গড়লো ভারত। এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ পদকের তালিকা নিরিখে এবার চতুর্থ স্থানে শেষ করলো দেশ।

আজ ৭ই অক্টোবর শনিবার সকালেই এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ পদকে সেঞ্চুরি করে ভারত। অর্থাৎ এবারের এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে এসেছে ১০০ এরও বেশি পদক। এদিন সকালে ভারতে মেয়েদের কবাডি টিম সোনা হয় করে। আর এটাই এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এ ভারতের ১০০তম পদক। যদিও আরও পদক নিশ্চিত করেছে দেশ। উল্লেখ্য, এই বারের এশিয়ান গেমসে ভারত জোড়া সোনা জিতেছেন কবাডিতে। এই প্রথমবার এশিয়ান গেমসে ক্রিকেট যুক্ত হয়েছে, আর তাতেও ইতিহাস গড়েছে দেশ। ক্রিকেটে এসেছে জোড়া সোনা। এছাড়া টেনিস, ব্যাডমিন্টন স্কোয়াশের মত ইভেন্টেও সোনা জিতেছেন দেশ।

এদিন এশিয়ান গেমসে ভারতের পদক সংখ্যা সেঞ্চুরি পার করার পরই এই সাফল্যে পদক জয়ীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মাধ্যমে তিনি এশিয়ান গেমসে সকল পদক জয়ী খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী মোদি লেখেন, সব খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানাই। তাদের পরিশ্রমই ভারতকে এই ঐতিহাসিক মাইল ফলকে পৌঁছতে সাহায্য করেছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী জানান আগামী ১০ই অক্টোবর ওই বিজয়ী খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সব খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানাই। তাঁদের পরিশ্রমই ভারতকে এই ঐতিহাসিক মাইল ফলকে পৌঁছতে সাহায্য করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এবার এশিয়াডে ভারতে এসেছে মোট ২৫টি সোনা, ৩৫টি রুপো ও ৪০টি ব্রোঞ্জ পদক। শনিবার সকালে আর্চারিতেও ভারত সোনা পেয়েছে। ভারতের তিরন্দাজ জ্যোতি সুরেখা সোনা পাওয়ার পর ওজেশ প্রবীণ দেওতলেও এদিন সোনা পেয়েছেন। এদিকে, তিরন্দাজ অদিতি গোপীচাঁদ পেয়েছেন ব্রোঞ্জ।


Arshad Nadeem | পিএসবির বিরোধিতা, জ্যাভলিন তারকা আরশাদের কোচকে আজীবন নির্বাসন পাকিস্তান স্পোর্টস বোর্ডের!
Smriti Mandhana | ১৮ তম ODI ম্যাচে ৫২ বছরের বিশ্ব রেকর্ড ভাঙলেন স্মৃতি মন্ধানা!
Special Train | সামনেই কালীপুজো-দিওয়ালি-ছটপুজো, বাড়তি ট্রেন ছাড়বে হাওড়া-শিয়ালদহ থেকে, ঘোষণা পূর্ব রেলের
Afghanistan–Pakistan | অশান্ত পাক-আফগান সীমান্ত ডুরান্ড লাইন, দুপক্ষের গোলা-গুলিতে মৃত ১২ পাক-সেনা
Durgapur Gang Rape | দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া গণধর্ষণকাণ্ডে পুলিশের জালে ৩, পলাতক ২
NH10 | শিলিগুড়ি থেকে গ্যাংটকের রাস্তায় ধস মেরামতির উদ্যোগ, টানা ৪ দিন বন্ধ থাকবে NH-10!
Weather Update | ছিটেফোঁটা বৃষ্টির আশঙ্কা মহানগরীতে, একনজরে কলকাতার আজকের আবহাওয়া