Weather | কালো মেঘে ঢেকেছে কলকাতা-দক্ষিণবঙ্গ! বুধবার পর্যন্ত দিনভর বৃষ্টি! ৭ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা!

Monday, August 7 2023, 10:06 am
highlightKey Highlights

সোমবার সকাল থেকেই হালকা থেকে মাঝারি বর্ষণে ভিজছে কলকাতা সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গ। আগামী ২৪ ঘন্টা সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়ায় নিষেধাজ্ঞা। গোটা মাস জুড়েই চলবে ভালো বৃষ্টিপাত।


অগাস্ট মাসের শুরু থেকেই ভালো বৃষ্টি হচ্ছে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গে। রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আগেই দিয়েছিলো আবহাওয়া দফতর। সেইমতো সোমবার সকাল থেকেই লাগাতার হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজছে শহর সহ দক্ষিণের একাধিক জেলা। পূর্বাভাস অনুযায়ী, পরশুদিন অর্থাৎ আগামী বুধবার পর্যন্ত এরকমই গোটা দিনই বিক্ষিপ্ত বৃষ্টি হবে।

 সোমবার সকাল থেকেই লাগাতার হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজছে শহর সহ দক্ষিণের একাধিক জেলা
 সোমবার সকাল থেকেই লাগাতার হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজছে শহর সহ দক্ষিণের একাধিক জেলা

আবহাওয়া দফতর সূত্রে খবর, সোম ও মঙ্গল অবিরাম বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। বুধবারও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে সাত জেলায় ভারী বৃষ্টিপাতের (Heavy Rain) সম্ভাবনা রয়েছে। প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখার প্রভাবে সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কয়েক জেলায়। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (North and South 24 Parganas), নদিয়া (Nadia),  মুর্শিদাবাদ (Murshidabad), বীরভূম (Birbhum) এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান (East and West Burdwan) জেলায়। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায়। বুধবারেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণের বেশ কয়েক জেলায়।

মৌসুমী অক্ষরেখার প্রভাবে সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কয়েক জেলায়
মৌসুমী অক্ষরেখার প্রভাবে সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কয়েক জেলায়

এদিন কলকাতায় মূলত মেঘলা আকাশই থাকবে। তবে শহরে আগামী দু-তিন দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির কারণে শহরে তাপমাত্রা কমবে দুই থেকে তিন ডিগ্রি। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৫.৩ মিলিমিটার। দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি থাকবে। মঙ্গলবারও সারাদিন এমনই আবহাওয়া থাকবে বলে খবর। জানা গিয়েছে, কলকাতা বাদেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমবে।

কলকাতায় আগামী দু-তিন দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে
কলকাতায় আগামী দু-তিন দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে

অন্যদিকে, উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং (Darjeeling),কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Cooch Behar) ও জলপাইগুড়িতে (Jalpaiguri) বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা (Malda) ও দুই দিনাজপুরেই (Dinajpur)। সোম ও মঙ্গল এই দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। এদিন অর্থাৎ সোমবার অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। মঙ্গলবারে অতি ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকা দার্জিলিং এবং কালিম্পং জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে।

আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বেশি থাকবে
আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বেশি থাকবে

আবহাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে নতুন করে কোনও নিম্নচাপ তৈরি না-হলেও আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বেশি থাকবে। মৌসুমি অক্ষরেখার অবস্থানজনিত কারণেই বৃষ্টি বাড়ছে। এদিন অক্ষরেখাটি মালদহের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত ছিল। যা ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে সরে যাবে। অক্ষরেখার অংশ কয়েকদিন দক্ষিণবঙ্গের উপর থাকবে বলে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা।

ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে

উল্লেখ্য,  বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ কয়েকদিন আগে বাংলাদেশ (Bangladesh) উপকূল অতিক্রম করে দক্ষিণবঙ্গের উপর চলে আসে। এর প্রভাবে বেশ কিছুদিন পর ৩০-৩১ জুলাই বেশি মাত্রায় বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গের সব জেলায়। তবে বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় ওই সময় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম ছিল। এবার সেটা কিছুটা পূরণ হবে বলে আবহাওয়াবিদরা আশা করছেন। চলতি মাস অর্থাৎ অগাস্ট মাসের শুরু থেকেই ভালোই বর্ষণে ভিজছে দক্ষিণবঙ্গ। কেবল মাসের শুরুর দিকেই নয়, গোটা মাস জুড়েই ভালো পরিমাণ বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এতো পরিমাণ বৃষ্টির জন্য চাষবাস, বিশেষ করে আমন ধানের চাষের পক্ষে ভালো হয়েছে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File