Weather | সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও সোমবার থেকে বদলাবে আবহাওয়া! কেদারনাথের পথে ধস! ১২ জনের মৃত্যুর আশঙ্কা!

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

এই সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে এবং বাড়বে তাপমাত্রার পারদ। তবে নতুন সপ্তাহ থেকেই ফের বৃষ্টির আশা। ভারী বৃষ্টিপাতের জেরে গৌরীকুণ্ডে ধস। প্রাকৃতিক দুর্যোগের ফলে উদ্ধারকাজে ব্যাঘাত।


দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে কমতে চলেছে বৃষ্টির পরিমাণ, বাড়বে গরম। তবে নতুন সপ্তাহ থেকেই বৃষ্টির আশা দিলো আবহাওয়া দফতর। দিন কয়েক পর পর মাঝারি থেকে ভারী বৃষ্টি হলেও এতেই এবারের বর্ষায় বৃষ্টির যে ঘাটতি ছিল তা মিটবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে, কেদারনাথের (Kedarnath) পথে প্রাকৃতিক দুর্যোগে নাজেহাল অবস্থা। প্রবল বৃষ্টির জেরে ধসে তলিয়ে গিয়েছে বহু দোকান। আশঙ্কা করা হচ্ছে এই ঘটনায় মৃত্যু হয়েছে একাধিকের।

  কেদারনাথের  পথে প্রাকৃতিক দুর্যোগে নাজেহাল অবস্থা  
  কেদারনাথের  পথে প্রাকৃতিক দুর্যোগে নাজেহাল অবস্থা  

চলতি বছর দেশে দেরিতে ঢুকেছে বর্ষা। তবে বর্ষার আগমনের পর থেকেই বেশ প্রাকৃতিক দুর্যোগ দেখা গিয়েছে উত্তরে। তবে খুব বেশি বৃষ্টির না দেখা দেওয়ায় দক্ষিণবঙ্গে এতদিন বৃষ্টির বেশ ঘাটতি ছিল। এর প্রভাব পড়ছিলো চাষবাসে। এমনকি জুলাইয়ে বৃষ্টির জন্য হাহাকার পড়ে গিয়েছিল কলকাতায় (Kolkata)। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, জুলাই মাসে কলকাতায় বৃষ্টির ঘাটতি ছিল ৪৫ শতাংশ। যা সাত বছরে শুষ্কতম জুলাই মাস ছিল। তবে অগস্টের শুরুতেই দিন কয়েকের বৃষ্টিতে ঘাটতি বেশ কিছুটা কমেছে। গোটা মাস জুড়েই পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা জাগিয়েছে আলিপুর আবহাওয়া দফতরও (Alipore Meteorological Department)।

অগস্ট মাস জুড়ে বৃষ্টি পরিস্থিতির কিছুটা উন্নতি হবে
অগস্ট মাস জুড়ে বৃষ্টি পরিস্থিতির কিছুটা উন্নতি হবে

এই সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী ২-৩ দিনে বাড়বে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯-৩৩ ডিগ্রি সেলসিয়াস। জানা গিয়েছে, আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই। রবিবার পর্যন্ত গরম বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। তবে সোমবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, এই মাস জুড়ে ৯০ শতাংশ থেকে ৯৫ শতাংশ বৃষ্টিপাত হবে বলে আশা করা হচ্ছে।

সপ্তাহান্তে  বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি
সপ্তাহান্তে  বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি

হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Cooch Behar) ও জলপাইগুড়িতে (Jalpaiguri)। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদহ (Malda) ও দুই দিনাজপুরে।

সোমবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টি
সোমবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টি

অন্যদিকে, উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপ রূপে ছত্তিশগড়ে (Chhattisgarh) অবস্থান করছে। যা ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরছে। এরপর এটি উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশে ঢুকে শক্তিক্ষয় করবে। এ দিকে মৌসুমী অক্ষরেখা অবস্থান বদল করছে। অক্ষরেখার পশ্চিমাংশ স্বাভাবিক অবস্থানে ফিরেছে। অক্ষরেখার পূর্বের অংশ অবস্থান বদল করবে ৬ অগাস্ট রবিবার।জানা গিয়েছে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা অমৃতসর (Amritsar), কারনাল (Karnal), শাহজাহানপুর (Shahjahanpur), কানপুর (Kanpur) এবং ছত্রিশগড়ের (Chhattisgarh) নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে জামশেদপুর (Jamshedpur), বালাসোর (Balasore) হয়ে পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়ে। আগামীকাল অর্থাৎ শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরপ্রদেশ, পঞ্জাব এবং হরিয়ানাতেও। অন্যদিকে, রবিবার অতি ভারী বৃষ্টি হবে উত্তরাখন্ড, বিহার এবং ঝাড়খণ্ড।

  উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপ রূপে ছত্তিশগড়ে  অবস্থান করছে  
  উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপ রূপে ছত্তিশগড়ে  অবস্থান করছে  

প্রসঙ্গত, চলতি বছর শুরু থেকেই প্রবল দুর্যোগ চলছে কেদারনাথের পথে। ভারী বর্ষণের জেরে বারেবারে ব্যাঘাত আসছে যাত্রায়। কয়েক দিন আগেই কেদারনাথে ধ্বংসলীলা চালায় প্রাকৃতিক দুর্যোগ। সম্প্রতি ফের ভারী বৃষ্টির জেরে নেমেছে ধস। জানা গিয়েছে, ভয়াবহ ধসের ফলে কমপক্ষে তিনটি দোকান তলিয়ে গেল মন্দাকিনী নদীর (Mandakini river) গর্ভে। এর ফলে অন্তত ১২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

 ভারী বৃষ্টির জেরে 

গৌরীকুণ্ডের দাত পুলিয়া এলাকায় নেমেছে ধস
 ভারী বৃষ্টির জেরে গৌরীকুণ্ডের দাত পুলিয়া এলাকায় নেমেছে ধস

উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার (Rudraprayag district of Uttarakhand) গৌরীকুণ্ড (Gaurikund) দিয়ে কেদারনাথের যাত্রা পথ। গৌরীকুন্ড হল কেদারনাথ মন্দিরে ভ্রমণের জন্য বেস ক্যাম্প। শুক্রবার এই গৌরীকুণ্ডের দাত পুলিয়া (Daat Puliya) এলাকায় ধস নামে। ইতিমধ্যেই রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর (State Disaster Response Force) যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে। ওই এলাকায় ক্রমাগত ভারী বর্ষার কারণে পাহাড় ভেঙে বোল্ডার নেমে আসছে। অজর ফলে উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে এসডিআরএফ (SDRF)।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File