Kolkata Metro Fare | হাওড়া ময়দান-সেক্টর ফাইভ 'রেট চার্ট' বসলো মেট্রো স্টেশনগুলিতে, কত ভাড়া দেবেন আপনি?
Friday, August 22 2025, 4:12 am
Key Highlightsঅবশেষে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের চূড়ান্ত ভাড়ার তালিকা বসিয়ে দেওয়া হল স্টেশন গুলিতে।
হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ চূড়ান্ত ভাড়ার তালিকা: ১) ময়দান থেকে সেক্টর ফাইভ = ৩০ টাকা। ২) করুণাময়ী মেট্রো স্টেশন = ৩০ টাকা। ৩) সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন = ৩০ টাকা। ৪) সিটি সেন্টার মেট্রো স্টেশন = ৩০ টাকা। ৫) বেঙ্গল কেমিক্যাল = ৩০ টাকা। ৬) সল্টলেক স্টেডিয়াম = ২০ টাকা। ৭) ফুলবাগান = ২০ টাকা। ৮) শিয়ালদাহ= ২০ টাকা। ৯) ভিআইপি বাজার মেট্রো স্টেশন = ৫০ টাকা। ১০) ঋত্বিক ঘটক মেট্রো স্টেশন = ৫০ টাকা। ১১) বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশন = ৫০ টাকা। আজ মেট্রো রুটের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
-  Related topics - 
 - শহর কলকাতা
 - কলকাতা মেট্রো
 - মেট্রো পরিষেবা
 - শিয়ালদহ মেট্রো
 - হাওড়া-শিয়ালদহ মেট্রো
 - মেট্রো
 - মেট্রো আধিকারিক
 - মেট্রো সময়সূচি
 - মেট্রো কর্তৃপক্ষ
 

 