Kolkata Metro Fare | হাওড়া ময়দান-সেক্টর ফাইভ 'রেট চার্ট' বসলো মেট্রো স্টেশনগুলিতে, কত ভাড়া দেবেন আপনি?

Friday, August 22 2025, 4:12 am
Kolkata Metro Fare | হাওড়া ময়দান-সেক্টর ফাইভ 'রেট চার্ট' বসলো মেট্রো স্টেশনগুলিতে, কত ভাড়া দেবেন আপনি?
highlightKey Highlights

অবশেষে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের চূড়ান্ত ভাড়ার তালিকা বসিয়ে দেওয়া হল স্টেশন গুলিতে।


হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ চূড়ান্ত ভাড়ার তালিকা: ১) ময়দান থেকে সেক্টর ফাইভ = ৩০ টাকা। ২) করুণাময়ী মেট্রো স্টেশন = ৩০ টাকা। ৩) সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন = ৩০ টাকা। ৪) সিটি সেন্টার মেট্রো স্টেশন = ৩০ টাকা। ৫) বেঙ্গল কেমিক্যাল = ৩০ টাকা। ৬) সল্টলেক স্টেডিয়াম = ২০ টাকা। ৭) ফুলবাগান = ২০ টাকা। ৮) শিয়ালদাহ= ২০ টাকা। ৯) ভিআইপি বাজার মেট্রো স্টেশন = ৫০ টাকা। ১০) ঋত্বিক ঘটক মেট্রো স্টেশন = ৫০ টাকা। ১১) বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশন = ৫০ টাকা। আজ মেট্রো রুটের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File