দেশের গর্ব মাধবন পুত্র বেদান্ত! সাঁতারে সোনা-রুপোর জোড়া পদক সন্তানের জয়ে গর্বিত বাবা মাধবন

Monday, April 18 2022, 12:56 pm
highlightKey Highlights

জনপ্রিয় অভিনেতা আর মাধবনের পুত্র হয়েও অভিনয় নয়, পেশা হিসেবে বেছে নিয়েছে খেলাধুলোকে। আর নিজের প্রতিভার দ্বারা দেশকে গর্বিত করল বছর ১৬-এর বেদান্ত।


অভিনেতা আর মাধবনের ছেলে জাতীয় স্তরের সাঁতারু! ২০২৬ সালের অলিম্পিক্সে ভারতের হয়ে খেলার প্রস্তুতি নিচ্ছে সে। বেশ কিছুদিন ধরেই জাতীয় সাঁতার সার্কিটে নজর কাড়ছিলেন মাধবন পুত্র। 

সাঁতারু ছেলের দক্ষতায় গর্বিত বাবা আর মাধবন, কীভাবে নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন তিনি

ড্যানিশ ওপেনের ১৫০০ মিটার ফ্রি-স্টাইল সাঁতারে রুপো জিতেছেন বেদান্ত মাধবন। সময় ছিল ১৫:৫৭:৮৬। গত শুক্রবার ছেলের জন্য গর্বিত বাবা মাধবন নিজের টুইটারে সেই ভিডিয়ো শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘সকলের আশীর্বাদ এবং ঈশ্বরের ইচ্ছায় ডেনমার্কের কোপেনহেগেনে সজন প্রকাশ এবং বেদান্ত মাধবন ভারতের হয়ে যথাক্রমে সোনা এবং রুপো জিতেছে। জাতীয় সাঁতার সংস্থা, ANSA এবং প্রদীপ স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা সকলেই খুব গর্বিত।’

Trending Updates
সোনা জয় মাধবন পুত্র বেদান্তের 
সোনা জয় মাধবন পুত্র বেদান্তের 

একই সঙ্গে 'ড্যানিশ ওপেন ২০২২'-এ ৮০০ মিটার ফ্রি-স্টাইল দ্বিতীয় পদক জিতেছেন বেদান্ত। দ্বিতীয়টি সোনার পদক। সময় ৮:১৭:২৮ সেকেন্ড। ইনস্টাগ্রামে মাধবন পুরস্কার বিতরণের ক্লিপ শেয়ার করেছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File