প্রথমবার ছেলের রিলস ট্রেন্ডে সামিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! সঙ্গী ছিলেন টিনটিন দেবও

Thursday, April 14 2022, 3:33 pm
highlightKey Highlights

কিশমিশের 'তুই বলব না তুমি' গানের ট্রেন্ডে ভক্তদের পাশাপাশি তারকারাও মেতেছেন। ইন্সটা রিলস বানিয়ে এবার সেই ট্রেন্ডে দেবের সঙ্গে সামিল হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।


আগামী ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দেব ও রুক্মিণী মৈত্র অভিনীত ছবি "কিশমিশ"। ইতিমধ্যে প্রকাশ্যে আসা ছবির ট্রেলার ও গান, যথেষ্ট হিট হয়েছে। নেটিজেন থেকে তারকারা মেতেছেন 'তুই বলব না তুমি' গানের ট্রেন্ডে।  এবার সেই ট্রেন্ডে দেবের সঙ্গে সামিল হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তাঁর পুত্র তৃষাণজিৎ চট্টোপাধ্যায়।

প্রথমবার পিতা-পুত্রকে একসাথে নাচতে দেখা গেল 'তুই বলব না তুমি' র তালে

এই প্রথমবার চট্টোপাধ্যায় বাড়ির দুই প্রজন্মকে একসঙ্গে নাচতে দেখে, দারুণ খুশি অনুগামীরা। দুই সুপারস্টার দেব ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভক্তদের জন্য নববর্ষের আগে এটা যেন এক উপরি পাওনা। এই রিলসটি শেয়ার করে দেব লিখেছেন, "একই গানে প্রসেনজিৎ তুমি এবং তৃষাণজিৎ তুই- এই দুই প্রজন্মকে একসঙ্গে পাওয়া মানে 'তুই বলব না তুমি' হিট আছে।" 

Trending Updates

পর্দার টিনটিন-রোহিণী ওরফে দেব ও রুক্মিণী ম্যাজিক এবার কতটা সফল হয়, তা দেখার অপেক্ষায় দর্শকেরা। ছবি মুক্তির আগে জোরকদমে চলছে প্রস্তুতি। মেট্রো রেল থেকে শুরু করে শপিং মল, সর্বত্র পৌঁছে যাচ্ছে টিম 'কিশমিশ'। নিত্য নতুন কায়দায় চলছে প্রোমোশন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File