বিজ্ঞান ও প্রযুক্তি

Aditya L1 Mission | শনিবার রাতে 'আদিত্য'র বড় পরীক্ষা! সূর্যের আরও কাছে এগোবে ইসরোর প্রথম সৌরযান 'আদিত্য এল ১'!

Aditya L1 Mission | শনিবার রাতে 'আদিত্য'র বড় পরীক্ষা! সূর্যের আরও কাছে এগোবে ইসরোর প্রথম সৌরযান 'আদিত্য এল ১'!
Key Highlights

শনিবার রাতে কক্ষপথের তৃতীয় ধাপ পেরোবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরোর প্রথম সৌরযান 'আদিত্য এল ১'। জানুন আদিত্য এল ১ মিশনের বড় আপডেট।

চন্দ্রযান ৩ (Chandrayaan 3) এর পর মহাকাশ বিজ্ঞানে আরও একবার ইতিহাস গড়তে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (Indian Space Research Organization) বা ইসরোর (ISRO) প্রথম সূর্যযান, আদিত্য এল ১ (Aditya-L1)। এখনও পর্যন্ত সুস্থ্য স্বাভাবিকভাবেই চলছে আদিত্য এল ১  মিশন (Aditya L1 Mission) । এমনকি নিজের গন্তব্যের দিকে গুটি গুটি পায়ে এগোনোর সময় পৃথিবী এবং চাঁদের ছবিও পাঠিয়েছে সে। চন্দ্রযান ৩ এর মতোই আদিত্য এল ১-ও (Aditya-L1) পৃথিবীকে বেশ কয়েকবার প্রদক্ষিণ করে মাধ্যাকর্ষণ শক্তির টান থেকে বেরিয়ে যাবে সৌরযানটি। এবার এই প্রক্রিয়ায় আদিত্য এল ১ মিশন (Aditya L1 Mission) আজ, শনিবার পেরোতে চলেছে বড় ধাপ। 

গত ৫ই সেপ্টেম্বর  দ্বিতীয়বার কক্ষপথ পরিবর্তন করেছিল ইসরোর সৌরযান আদিত্য এল ১ (Aditya-L1)। সেদিনই ভারতের মহাকাশ গবেষণা সংস্থা, ইসরোর তরফে জানানো হয়েছিল, আপাতত সৌরযানের হাল হকিকত সব ঠিকই রয়েছে। অর্থাৎ স্বাভাবিকভাবে পরিকল্পনা মাফিকই চলছে আদিত্য এল ১  মিশন (Aditya L1 Mission)। ভালো অবস্থাতে রয়েছে সৌরযানের সব যন্ত্রাংশও। ধাপে ধাপে পৃথিবী থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে এই সৌরযান। এগোচ্ছে নির্দিষ্ট গন্তব্যের দিকে।

উল্লেখ্য, গত ২রা অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা (Sriharikota, Andhra Pradesh) থেকে আদিত্য এল ১ (Aditya L1)সৌরযানের উৎক্ষেপণ হয়। সূর্যের দিকে পাড়ি দেয় আদিত্য-এল১। উৎক্ষেপণের পর প্রথম দুইবার নির্বিঘ্নেই কক্ষপথ পরিবর্তন ধাপ পাশ করেছে ভারতের প্রথম সৌরযান। আদিত্য এল ১ (Aditya-L1) প্রথমবার কক্ষপথ পরিবর্তন করে ৩রা সেপ্টম্বর রবিবার সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ। তখন ইসরোর তরফে জানানো হয়, সাফল্যের সঙ্গে বেঙ্গালুরুর ISTRAC থেকে প্রথম কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। এরপর ৫ই সেপ্টেম্বর ভোর-রাত ৩টের সময় ফের সফল ভাবে কক্ষপথ বদলায় ভারতের সৌরযান আদিত্য এল ১ (Aditya-L1)। বর্তমানে ২৮২ কিলোমিটার X ৪০,২২৫ কিলোমিটার কক্ষপথে অবস্থান করছে আদিত্য এল ১ (Aditya-L1)।

 তবে আজ রাত অর্থাৎ শনিবার গভীর রাতে তৃতীয়বার কক্ষপথ বদলের প্রক্রিয়া সম্পন্ন করবে আদিত্য এল ১  মিশন (Aditya L1 Mission)। ইসরো জানিয়েছে, শনিবার মধ্য়রাত আড়াইটের সময় তৃতীয়বার কক্ষপথ পরিবর্তন করবে আদিত্য এল ১ (Aditya-L1)। ১ হাজার ৪৮০ কেজির ওজনের মহাকাশযানটি আরও কয়েকদিন পৃথিবীকে প্রদক্ষিণ করবে ডিম্বাকার কক্ষপথে। এরপর ধীরে ধীরে নিজের কক্ষপথ বদলাতে থাকবে সে। তারপর সেটি নিজের গন্তব্য ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এর (Lagrange point 1) দিকে ধেয়ে যাবে। গন্তব্যে পৌঁছতে মহাকাশযানটির মোটামুটি সময় লাগবে চার মাস।

প্রসঙ্গত, সূর্য-পৃথিবী সিস্টমের হ্যালো অরবিটের ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এ পৌঁছতে 'আদিত্য'কে মহাকাশে পাঠানো হয়েছে। পৃথিবী থেকে এই স্থান ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে। এই অবস্থান থেকে সূর্যের একাধিক অজানা তথ্য আদিত্য এল ১ সংগ্রহ করতে পারবে বলে আশা ব্যক্ত করেছেন বিজ্ঞানীরা। এই ল্যাগরেঞ্জ পয়েন্ট-১ থেকে গ্রহণ-বিহীন ভাবে সূর্যের উপর নজরদারি চালাতে পারবে আদিত্য।

আদিত্য এল ১  মিশন (Aditya L1 Mission) চলবে প্রায় ৫ বছর ধরে। অর্থাৎ পাঁচ বছর ধরে মহাকাশ থেকে সূর্য সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করবেন ইসরোর বিজ্ঞানীরা। সূর্যের উচ্চ বায়ুমণ্ডলীয় গতিবিদ্যা নিয়ে গবেষণা করবে ইসরোর আদিত্য। ক্রোমোস্ফিয়ার ও করোনা কীভাবে উত্তপ্ত হয়, তা নিয়ে গবেষণা করা হবে এই অভিযানে। সেইসঙ্গে আংশিকভাবে আয়োনাইজড প্লাজমার পিছনে কী বিজ্ঞান লুকিয়ে আছে, তা নিয়েও তথ্য অন্বেষণ আদিত্য-এল১ মিশনে। খতিয়ে দেখা হবে বিভিন্ন সৌর বিস্ফোরণের ঘটনা। 


Myanmar Update | ভূমিকম্পে মৃত্যুপুরী মায়ানমার, তছনছ জনজীবন, গৃহযুদ্ধে বিরতি ঘোষণা সরকার বিরোধী পক্ষের
Gold Rate | পয়লা বৈশাখের আগেই শিখর ছুঁই ছুঁই সোনার দাম! বেড়েছে রুপোলি ধাতুর দরও
Amazon-Flipkart | মিক্সার গ্রাইন্ডার থেকে গিজার সবই নকল! আমাজন ও ফ্লিপকার্টের গুদাম অভিযানে চক্ষু ছানাবড়া পুলিশের
Adani-Bangladesh | বকেয়া টাকা মেটাচ্ছে ইউনূসের সরকার, ফের বাংলাদেশে পুরোদস্তুর বিদ্যুৎ সরবরাহ শুরু করলো আদানি গোষ্ঠী!
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
ক্রিকেট খেলার খুঁটিনাটি, ইতিহাস, নিয়ম কানুন | Everything about Cricket, game rules, history, details in Bengali [ With PDF Download]
বিশ্বভারতীর অফলাইন ক্লাস শুরু হচ্ছে, তবে এখনই সমস্ত পড়ুয়ারা ক্লাস করতে পারবে না