Gaganyaan Mission | শীঘ্রই ৩ মহাকাশচারীকে নিয়ে পাড়ি দেবে 'গগনযান'! প্রকাশ্যে এলো নভোচরদের প্রস্তুতির ভিডিও!

Monday, October 16 2023, 11:44 am
highlightKey Highlights

প্রথম মানব মিশন পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরো। গগনযান মিশনের প্রথম ট্রায়াল নতুন বছরের শুরুতেই। গগনযানের জন্য প্রস্তুতি নিচ্ছেন বিমানবাহিনীর দুই সদস্য।


ফের প্রাণ ফিরে না পেলেও সফল হয়েছে চন্দ্রযান-৩ মিশন (Chandrayaan-3)। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ইতিহাস গড়েছে চন্দ্রযান-৩। এরপর সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে আদিত্য এল ১ (Aditya L1) ও। এবার ভারতের প্রথম মানব মিশন পরিচালনার দিকে ঝাঁপাচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (Indian Space Research Organization) বা ইসরো (ISRO)। গগনযান মিশন (Gaganyaan Mission) এর মাধ্যমে মহাকাশে মানুষ পাঠাতে চলেছে ইসরো। ইতিমধ্যেই এই নিয়ে প্রস্তুতিও নেওয়া শুরু করে দিয়েছেন মহাকাশচারীরা।

গগনযান মিশন-এর মাধ্যমে মহাকাশে মানুষ পাঠাতে চলেছে ইসরো
গগনযান মিশন-এর মাধ্যমে মহাকাশে মানুষ পাঠাতে চলেছে ইসরো

সম্প্রতি গগনযান (Gaganyaan) এর জন্য দুই মহাকাশচারীর প্রস্তুতির ভিডিও সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, গগনযান (Gaganyaan) এ চেপে মহাকাশে যাবেন ভারতীয় বিমানবাহিনীর দুই সদস্য। বাহিনীর তরফ থেকেই তাদের প্রস্তুতির ভিডিও প্রকাশ করা হয়েছে। আগামী ৮ই অক্টোবর ভারতীয় বিমানবাহিনীর ৯১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হবে। তার আগে বাহিনীর সদস্য দুই মহাকাশচারীর ভিডিয়ো ক্লিপটি প্রকাশ্যে আনা হয়। এই ভিডিওতে দেখা যায়, গগনযান মিশন (Gaganyaan Mission) এর জন্য শারীরিক কসরত করছেন দুজন।

গগনযান মিশন কী? । What is Gaganyaan Mission ?

গগনযান (Gaganyaan), ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো দ্বারা তৈরি করা হচ্ছে। এই গগনযান মিশন (Gaganyaan Mission) ক্রুযুক্ত অর্থাৎ এই মহাকাশযান দ্বারা মানব মহাকাশে পাঠানো হবে। গগনযান (Gaganyaan) দুটি অংশ নিয়ে গঠিত হবে, ক্রু মডিউল (CM) এবং সার্ভিস মডিউল (SM), যা একসঙ্গে অরবিটাল মডিউল গঠন করবে। ক্রু মডিউল একটি ছেঁটে যাওয়া শঙ্কুর মতো আকৃতির হবে এবং যা তিনজন মহাকাশচারীকে বহন করার ক্ষমতা রাখবে । ক্রু মডিউল সার্ভিস মডিউলের ওপরে বসবে, এতে নৈপুণ্যের প্রপালশন এবং পাওয়ার সিস্টেম থাকবে। পুনঃপ্রবেশের পর ক্রু মডিউল, সার্ভিস মডিউলের থেকে আলাদা হবে। গগনযান (Gaganyaan) শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (Satish Dhawan Space Center in Sriharikota) থেকে হিউম্যান রেটেড লঞ্চ ভেহিকেল (HRLV), ভারতের সবচেয়ে শক্তিশালী রকেটের একটি সংস্করণ, লঞ্চ ভেহিকেল মার্ক থ্রি (LVM3) এর উপরে উৎক্ষেপণ করা হবে।

এই মহাকাশযান দ্বারা মানব মহাকাশে পাঠানো হবে
এই মহাকাশযান দ্বারা মানব মহাকাশে পাঠানো হবে

গগনযান মিশন (Gaganyaan Mission) এর  চূড়ান্ত পর্বের আগে বেশ কয়েকটি ট্রায়াল পর্ব রয়েছে বলে জানিয়েছে ইসরো। মহাকাশচারীদের সুরক্ষার কথা মাথায় রেখে বেশ কয়েকবার আগে পরীক্ষা-নিরীক্ষা করে নেওয়া হবে। চলতি মাসের শেষের দিকেই ইসরো 'গগনযান'-র টেস্ট ভেহিকেল উৎক্ষেপণ করবে বলে জানা গিয়েছে। চারটি 'অ্যাবর্ট' মিশনে নামবে তারা। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার এক আধিকারিক জানিয়েছেন যে মাঝ আকাশে কোনও যান্ত্রিক গোলযোগ দেখা দিলে মহাকাশচারীরা যাতে সুস্থ শরীরে ফিরে আসতে পারে, তারই পরীক্ষা করে দেখা হবে এর আগের পরীক্ষাগুলিতে। জানা গিয়েছে, এক্ষেত্রে ক্রু মডিউলটি 'টেস্ট ভেহিকেল' নামে একটি মিনি-রকেটের উপরে মাউন্ট করা হবে। যা ১১ থেকে ১৪ কিলোমিটার উচ্চতায় উৎক্ষেপন করা হবে। এই মিশনের দ্বিতীয় আনক্রুড টেস্ট ফ্লাইটটি ব্যোমিত্রকে বহন করবে। ব্যোমিত্র হলো নারী বৈশিষ্ট্য-সহ একটি মানবিক রোবট, যা গ্রাউন্ড কন্ট্রোলারের সঙ্গে কথা বলতে পারে এবং মহাকাশযানের যন্ত্র প্যানেল পড়তে এবং তা কন্ট্রোল করতে পারে।

গনযান মিশন-র জন্য প্রস্তুতি নিচ্ছেন  বিমানবাহিনীর দুই সদস্য
গনযান মিশন-র জন্য প্রস্তুতি নিচ্ছেন বিমানবাহিনীর দুই সদস্য

গগনযান লঞ্চের তারিখ । Gaganyaan Launch Date :

গগনযান লঞ্চের তারিখ (Gaganyaan Launch Date) সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা না গেলেও এই মিশন নিয়ে বড় ঘোষণা করেছেন ইসরো প্রধান এস সোমনাথ (S Somnath)। গগনযান লঞ্চের তারিখ (Gaganyaan Launch Date) সম্পর্কে তিনি জানিয়েছেন, পরের বছর শুরুর দিকে গগনযানের অধীনে প্রথম মানববিহীন মিশনটি চালু করা হবে।

গগনযান দুটি অংশ, ক্রু মডিউল এবং সার্ভিস মডিউল নিয়ে গঠিত হবে
গগনযান দুটি অংশ, ক্রু মডিউল এবং সার্ভিস মডিউল নিয়ে গঠিত হবে

প্রসঙ্গত, গত জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) তার আমেরিকা সফরের সময় মহাকাশ গবেষণা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (US President Joe Biden) সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ২০২৪ সালে ভারতীয় মহাকাশচারীদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) স্থাপনের জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। সেক্ষেত্রে, গগনযান মিশন (Gaganyaan Mission) এ অংশগ্রহণকারী ভারতীয় মহাকাশচারীরা আমেরিকার টেক্সাসের জনসন স্পেস সেন্টারে (Johnson Space Center in Texas) গিয়ে প্রশিক্ষণ নিতে পারেন বলেও মনে করা হচ্ছে। 

দ্বিতীয় আনক্রুড টেস্ট ফ্লাইটটি নারী বৈশিষ্ট্য-সহ একটি মানবিক রোবট ব্যোমিত্রকে বহন করবে
দ্বিতীয় আনক্রুড টেস্ট ফ্লাইটটি নারী বৈশিষ্ট্য-সহ একটি মানবিক রোবট ব্যোমিত্রকে বহন করবে

উল্লেখ্য, এই মিশনের জন্য প্রাথমিকভাবে চারজন বিমানবাহিনীর সদস্যকে মনোনীত করা হয়েছিল। এরপর চলে বাছাই পর্ব। সেখান থেকেই দু'জনকে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ইসরোর চূড়ান্ত মনোনীত দুই মহাকাশচারী বিমানবাহিনীর ফাইটার প্লেন চালক। মিশনে উপযুক্ত করে তোলার জন্য চলছে তাদের প্রশিক্ষণ। মহাকাশচারীদের রাশিয়ার গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে (Russia's Gagarin Cosmonaut Training Center) এক রাউন্ড প্রশিক্ষণ শেষ হয়েছে। বর্তমানে তারা সিমুলেটর এবং তাত্ত্বিক প্রশিক্ষণ নিচ্ছেন ভারতেই। এই মিশন সফল হলে সোভিয়েত ইউনিয়ন (পরবর্তীতে রাশিয়া), মার্কিন যুক্তরাষ্ট্রের পর ভারত চতুর্থ দেশ হবে যা নিজস্ব মানবযুক্ত মহাকাশযান পাঠাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File