EMU Local Train | ট্রেন যাত্রীদের জন্য সুখবর! ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চলবে অতিরিক্ত ৫টি ট্রেন!

Thursday, July 17 2025, 1:22 pm
highlightKey Highlights

ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় ট্রেন যাত্রীদের জন্য সুখবর দিলো রেল কর্তৃপক্ষ। এবার এই দুই শাখায় অতিরিক্ত আরও ৫ টি ট্রেন চালানো হবে।


ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় ট্রেন যাত্রীদের জন্য সুখবর দিলো রেল কর্তৃপক্ষ। এবার এই দুই শাখায় অতিরিক্ত আরও ৫ টি ট্রেন চালানো হবে। রেল সূত্রে খবর, ভোর ৫ টায় সোনারপুর থেকে ছাড়বে একটি ডায়মন্ড হারবার লোকাল। যা গন্তব্যে পৌঁছবে ৬ টা বেজে ৫ মিনিটে। এরপর সকাল ৬.৩০ টায় ডায়মন্ড হারবার থেকে চলবে একটি বালিগঞ্জ লোকাল, যা বালিগঞ্জ পৌঁছবে ৭টা বেজে ৫৬ মিনিটে। সকাল ৬ টা বেজে ২৫ মিনিটে বারাসত থেকে ছাড়বে বসিরহাট লোকাল, পৌঁছবে সাড়ে সাতটায়। বসিরহাট থেকে ৭ বেজে ৩৫ মিনিটে ছাড়বে বারাসত পর্যন্ত আরেকটি ট্রেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File