21 July TMC | ডবল-ডবল ডিম! সঙ্গে আলুর তরকারি, খিচুড়ি! একুশের সভায় যাওয়ার আগে কর্মীদের জন্য ‘এলাহি’ আয়োজন তৃণমূলের!

Monday, July 21 2025, 6:45 am
highlightKey Highlights

ধর্মতলায় একুশের সভায় যাওয়ার আগে কর্মীদের জন্য ‘এলাহি’ আয়োজন করলো তৃণমূল কংগ্রেস!


ধর্মতলায় একুশের সভায় যাওয়ার আগে কর্মীদের জন্য ‘এলাহি’ আয়োজন করলো তৃণমূল কংগ্রেস! বীরভূম থেকে আগত এক তৃণমূল কর্মী বললেন, ‘এখানে ওষুধ দিচ্ছে, জল দিচ্ছে, স্নানের জায়গা করে দিয়েছে। সকালে ডিম খাইয়েছে। একটা নয়, ডবল ডবল। যত চাইছে তত পাচ্ছে।’ অন্যদিকে, কসবা গীতাঞ্জলি স্টেডিয়ামে তৃণমূল কর্মীদের জন্য সেদ্ধ ডিম, সঙ্গে আলুর তরকারি ও এক থালা ভাতের ব্যবস্থা করা হয়। শিয়ালদহ স্টেশনে ভোরের ট্রেন ধরে আগত তৃণমূল কর্মীদের জন্যও খিচুড়ি ও ডিমের ব্যবস্থা করা হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File