Aditya L1 Mission | গভীর রাতে আরও এক কক্ষপথ পার করলো আদিত্য এল-১! দিন কয়েক বাদেই পৃথিবীর টান ছেড়ে বেরিয়ে যাবে 'আদিত্য'!

Wednesday, October 11 2023, 7:39 am
highlightKey Highlights

বৃহস্পতিবার আরও এক কক্ষপথ পার করলো আদিত্য এল-১ মিশন। আগামী ১৯ তারিখ আরও এক ধাপের প্রস্তুতি নিচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা।


আরও এক ধাপ এগিয়ে গেলো আদিত্য এল ১ (Aditya-L1)। সূর্যের দিকে পাড়ি দেওয়ার পর চতুর্থ বার কক্ষ বদল করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (Indian Space Research Organization) বা ইসরোর (ISRO) প্রথম সৌরযান আদিত্য এল ১ (Aditya-L1)। স্বাভাবিকভাবে পরিকল্পনা মাফিক চলছে আদিত্য এল ১ মিশন (Aditya L1 Mission)।কয়েকদিন পরেই ফের কক্ষপথ বদল করবে ভারতের প্রথম সৌরযান।

Trending Updates

গত ২রা সেপটেম্বর অন্ধ্রপ্রদেশে শ্রীহরিকোটা (Sriharikota, Andhra Pradesh) থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল বা পিএসএলভি-সি৫৭ (PSLV-C57) রকেটে চেপে সূর্যের দিকে পাড়ি দেয় আদিত্য এল ১ (Aditya-L1)। এরপর চন্দ্রযান-৩ (Chandrayaan-3) মতো ক্রমশ গতি বৃদ্ধি করে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ শুরু করে আদিত্য এল ১ (Aditya-L1)। এর আগে ৩, ৫ এবং ১০ সেপ্টেম্বর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথ সফলভাবে বদলে ছিল সৌরযান। এরপর বৃহস্পতিবার গভীর রাতে আরও একটি কক্ষপথ বদলে ফেলেছে আদিত্য এল ১ মিশন (Aditya L1 Mission)। পঞ্চম কক্ষপথে পা রেখেছে আদিত্য এল ১ (Aditya-L1)।

পঞ্চম কক্ষপথে পা রেখেছে আদিত্য এল ১ 
পঞ্চম কক্ষপথে পা রেখেছে আদিত্য এল ১ 

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডলে জানিয়েছে, সৌরযান সফল ভাবে চতুর্থ কক্ষপথ বদলে ফেলেছে। মরিশাস, বেঙ্গালুরু, সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র এবং পোর্ট ব্লেয়ারের ইসরোর গ্রাউন্ড স্টেশন থেকে সৌরযানের উপর নজর রাখা হচ্ছে। ইসরো আরও জানিয়েছে, আদিত্য-এল১ এই মুহূর্তে ২৫৬ কিমি X ১,২১,৯৭৩ কিমি কক্ষপথে অবস্থান করছে। এর অর্থ হল, বর্তমান কক্ষপথটিতে পাক খেতে খেতে আদিত্য-এল১ যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসবে, তার দূরত্ব হবে ২৫৬ কিলোমিটার। সবচেয়ে দূরে গেলে দূরত্ব হবে ১,২১,৯৭৩ কিলোমিটার।

আদিত্য-এল১ এই মুহূর্তে ২৫৬ কিমি X ১,২১,৯৭৩ কিমি কক্ষপথে অবস্থান করছে
আদিত্য-এল১ এই মুহূর্তে ২৫৬ কিমি X ১,২১,৯৭৩ কিমি কক্ষপথে অবস্থান করছে

ইসরোর তরফ থেকে জানানো হয়, পরবর্তী কক্ষপথ আদিত্য এল ১ মিশন (Aditya L1 Mission) পার করবে আগামী ১৯সে সেপ্টেম্বর, রাত ২টো নাগাদ। পৃথিবীর টান অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি কাটাতে সেটিই হবে সৌরযান আদিত্য এল ১-র শেষ ধাপ। এই ধাপ পেরিয়ে গেলেই পৃথিবীর মাধ্যাকর্ষণের বাইরে পাঠিয়ে দেওয়া যানটিকে। পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের টান কাটিয়ে ফেলার পর পৃথিবী এবং সূর্যের মধ্যে ল্যাগরেঞ্জ পয়েন্ট (এল১ পয়েন্ট)-এ পৌঁছতে আরও ১১০ দিন লাগবে আদিত্যের। সেখানে পৌঁছে সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে সে।

সূর্যের মধ্যে ল্যাগরেঞ্জ পয়েন্ট-এ পৌঁছতে আরও ১১০ দিন লাগবে আদিত্যের
সূর্যের মধ্যে ল্যাগরেঞ্জ পয়েন্ট-এ পৌঁছতে আরও ১১০ দিন লাগবে আদিত্যের

উৎক্ষেপণের ১২৫ দিন পর ল্যাগ্রেঞ্জ পয়েন্ট এল-১-এ পৌঁছনোর কথা ভারতের সৌরযানের। মহাশূন্যে সূর্য এবং পৃথিবীর মতো দুই বস্তুর পারস্পরিক আকর্ষণ এবং বিকর্ষণের ফলে যে স্থিতিশীল অঞ্চল গড়ে ওঠে, তাকেই বলে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট (Lagrange Point)। এই ল্যাগ্রেঞ্জ পয়েন্টকে মহাকাশযানের পার্কিং স্পটও (Parking Spot) বলা হয়। কারণ সেখানে কম জ্বালানি খরচ করে, মহাজাগতিক কর্মকাণ্ডের উপর নির্বিঘ্নে নজরদরি চালানো যায়। ইসরো জানিয়েছে, ল্যাগ্রেঞ্জ পয়েন্ট এল১ থেকে কোনও রকম বাধা-বিঘ্ন ছাড়াই সূর্যকে পর্যবেক্ষণ করতে পারবে আদিত্য এল ১।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File