Azizul Haque | প্রয়াত দেশের নকশাল আন্দোলনে প্রথম সারির নেতা আজিজুল হক!
Monday, July 21 2025, 12:57 pm

সোমবার দুপুরে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বেশ কিছুদিন ধরেই পারকিনসনসে আক্রান্ত ছিলেন তিনি।
প্রয়াত বাম চিন্তাবিদ আজিজুল হক। সোমবার দুপুরে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বেশ কিছুদিন ধরেই পারকিনসনসে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার অবস্থার অবনতি হলে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়। তবে জীবনযুদ্ধে পরাজিত হন প্রবীণ বামপন্থী চিন্তাবিদ। দেশের নকশাল আন্দোলনে প্রথম সারির নেতা ছিলেন আজিজুল হক। ১৯৫৯ সালে ছাত্র ফেডারেশনে যোগদান করেন তিনি। ১৭ বছর বয়সে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। হন মহকুমা কৃষক সমিতির সম্পাদক। হয়ে ওঠেন জ্যোতি বসুর ঘনিষ্ঠও। করতেন লেখালিখিও।