West Bengal Weather Report | দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরী হচ্ছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’! কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের আবহাওয়ার ওপর?

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

জাকিয়ে শীত পড়ার আগেই নিম্নচাপের ভ্রুকুটি। পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরী হচ্ছে নিম্নচাপ, যা পরিণত হবে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’এ। যার প্রভাবে তাপমাত্রা বাড়তে চলেছে বঙ্গে।


যখন বঙ্গবাসী হাড় কাঁপানি শীতের অপেক্ষায়, তখন  ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের পূর্বাভাস দিলো হাওয়া অফিস। পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট (West Bengal Weather Report) সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ থাইল্যান্ড সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এদিকে সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনাও রয়েছে। পরবর্তী দু’দিনে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ‘মিগজাউম’ নাম নিয়ে তা পরিবর্তিত হবে ঘূর্ণিঝড়ে।

শীতের মধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ-ঘূর্ণিঝড়ের সম্ভাবনা 
শীতের মধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ-ঘূর্ণিঝড়ের সম্ভাবনা 

পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী, সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরী হবে নিম্নচাপ, যা ক্রমশ শক্তি বাড়িয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে বদলে যেতে পারে। মৌসম ভবন জানিয়েছে, আগামী ১২ ঘন্টায় নিম্নচাপ হবে। পরবর্তী দু’দিনে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। জানা গিয়েছে, প্রাথমিকভাবে এর অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূল।‌ এরপর এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গতিপথ পরিবর্তন করতে পারে। তখন উত্তর বঙ্গোপসাগরের দিকে অভিমুখ হতে পারে বলে অনুমান আবহবিদদের। যদিও নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা তা নিয়ে নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘মিগজাউম’। উল্লেখ্য, এই নাম মায়ানমারের দেওয়া।

Trending Updates

পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী, গতকালই দক্ষিণ আন্দামান সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। যা আজ, ২৭ সে নভেম্বর, সোমবার আরও কিছুটা শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার কথা। এই সিস্টেমটি ক্রমেই পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। যখন এটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে এসে পৌঁছবে, তখন শক্তি বাড়িয়ে এই সিস্টেমটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এই নিম্নচাপের প্রভাব কতটা পড়বে পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal) এর ওপর?

পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েকদিন আকাশ মেঘলা থাকতে পারে
পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েকদিন আকাশ মেঘলা থাকতে পারে

পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, এই নিম্নচাপের অভিমুখ মূলত পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে থাকায় আপাতত অন্ধ্রে এর প্রভাব বেশি পড়বে। আপাতত পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal)এ সরাসরি কোনও প্রভাব পড়বে না এই নিম্নচাপের। গতকাল পর্যন্ত সিস্টেমটি থাইল্যান্ডের দক্ষিণে অবস্থান করছিল। এদিকে এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের প্রভাবে আজ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে আগামী পাঁচদিন পশ্চিমবঙ্গের উপর সেই সম্ভাব্য নিম্নচাপের প্রত্যক্ষ কোনও প্রভাব পড়বে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। এমনকি মঙ্গলবার ভিজতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং। ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সাগরে যেতে বারণ করা হয়েছে।

 হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন কলকাতার আকাশ মেঘলা থাকতে পারে। কিছুটা বাড়তে পারে তাপমাত্রাও। জানা গিয়েছে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে এবং ২০ ডিগ্রির আশপাশে থাকতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়াও শুষ্ক থাকবে। তবে নিম্নচাপ অঞ্চলের কারণে আগামী দু’দিন রাজ্যের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে হাওয়া অফিস জানিয়েছে। তবে জাকিয়ে শীত পড়তেও আর বেশি দেরি নেই বলেও ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই হাড় কাঁপানি শীত পড়তে পারে বাংলায়।

পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর অনুযায়ী, নিম্নচাপ অঞ্চলের কারণে আগামী দু’দিন রাজ্যের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে 
পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর অনুযায়ী, নিম্নচাপ অঞ্চলের কারণে আগামী দু’দিন রাজ্যের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে 

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় আমফান আছড়ে পড়ার পর থেকে আরব সাগর এবং বঙ্গোপসাগর, অর্থাৎ উত্তর ভারত মহাসাগরে তৈরি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য একটি তালিকা প্রস্তুত করার সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক আবহাওয়া দফতর বা ওয়ার্ল্ড মেটিয়োরোলজিক্যাল ডিপার্টমেন্ট (World Meteorological Department)। ২০২০ সালে মৌসম ভবনের তরফে ১৬৯টি ঘূর্ণিঝড়ের সেই তালিকা দেওয়া হয়েছিল। আগামী শুক্রবার সাগরে যদি ঘূর্ণিঝড় তৈরি হয়, তা হলে তালিকা অনুযায়ী তার নাম হবে ‘মিগজাউম’। ‘মিগজাউম’ নামটি মায়নমারের দেওয়া। যদিও এখনও পর্যন্ত সরকারি ভাবে ঘূর্ণিঝড়ের নাম ঘোষণা করা হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File