ODI Cricket World Cup 2023 | বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড 'ম্যাড ম্যাক্সে'র '! এখনও পর্যন্ত সর্বাধিক রানের তালিকার শীর্ষে কোহলি!

Wednesday, October 25 2023, 2:30 pm
highlightKey Highlights

ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ রেকর্ড গড়লেন অজি তারকা। আজ বিশ্বকাপ ম্যাচের দল অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন গ্লেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিল ও সর্বাধিক রানের তালিকায় শীর্ষে দেশ।


কয়েক দিন আগে এই মাঠেই বিশ্বকাপের দ্রুততম শতরানের ইনিংস খেলার নজির গড়েছিলেন এইডেন মারক্রাম (Aiden Markram)। তার এক মাস কাটতে না কাটতেই সেই রেকর্ড ভেঙে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটিই দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। আজ বিশ্বকাপ ম্যাচের দল (Today World Cup match Team) হিসেবে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস। সেখানেই ওয়ান ডে ফর্ম্যাটে তিনটি শতরান করলেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপে তাঁর দ্বিতীয় শতরান এটি। নিজের শতরান করার পথে ৮টি বাউন্ডারি ও ৯টি ছক্কা হাঁকান তারকা অলরাউন্ডার।

ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন গ্লেন ম্যাক্সওয়েল
ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন গ্লেন ম্যাক্সওয়েল

ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (ODI Cricket World Cup 2023) ম্যাচে এদিন শুরুটাই দাপটের সঙ্গে করেন অজিরা। প্রথম উইকেট দ্রুত পড়লেও ডেভিড ওয়ার্নারকে এদিন অপ্রতিরোধ্য মনে হচ্ছিল। মাত্র ৯৩ বলে ১০৪ রানের ইনিংস খেলে মঞ্চ গড়েন ডেভিড ওয়ার্নার। এটি চলতি বিশ্বকাপে অর্থাৎ ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (ODI Cricket World Cup 2023) মঞ্চে অজি ওপেনারের ষষ্ঠ সেঞ্চুরি এবং বিশ্বকাপে তাঁর সপ্তম সেঞ্চুরি। ওয়ার্নারের সঙ্গে জুটি বেঁধে অর্ধশতরান করেছেন স্টিভ স্মিথ (Steve Smith) এবং মার্নস লাবুশানেও (Mearns Labuschagne)। তবে এদিন যিনি রেকর্ড ভেঙে সকলের নজর কেড়েছেন তিনি ম্যাক্সওয়েল। ৬ নম্বরে ব্যাটিং করতে নেমে তিনি রীতিমতো তাণ্ডব চালান। মাত্র ৪৪ বলে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেললেন ম্যাক্সওয়েল। মাত্র ৪০ বলে সেঞ্চুরি হাঁকান তিনি। যা বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত দ্রুততম। ১০৬ রানের ইনিংসে ৮টি ছক্কা এবং ৯টি বাউন্ডারি মারলেন তিনি। ম্যাক্সির ইনিংসে ভর করেই আজ বিশ্বকাপ ম্যাচের অপর দল (Today World Cup match Team) নেদারল্যান্ডের সামনে ৩৯৯ রানের বিশাল ইনিংস গড়েছে অস্ট্রেলিয়া।

Trending Updates

উল্লেখ্য, বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক রানের তালিকায় সবার ওপরে রয়েছেন বিশ্বকাপ ২০২৩ টিম ইন্ডিয়া (World Cup 2023 Team India)র ব্যাকবোন বিরাট কোহলি (Virat Kohli)। চলতি টুর্নামেন্টে একটি সেঞ্চুরিও রয়েছে তাঁর। ৫ ইনিংসে ৩৫৪ রান করেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন বিশ্বকাপ ২০২৩ টিম ইন্ডিয়া (World Cup 2023 Team India) ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। ৫ ইনিংসে তাঁর সংগ্রহ ৩১১ রান। পাকিস্তানের মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। ৫ ইনিংস খেলে এখনও পর্যন্ত ৩০২ রান করেছেন তিনি। এছাড়াও এই তালিকায়  ৫ ইনিংস খেলে ২৪৯ রান করে রয়েছেন নিউজিল্য়ান্ডের তারকা ওপেনার ডেভন কনওয়ে, রয়েছেন নিউজিল্যান্ডের তরুণ অলরাউন্ডার রচিন রবীন্দ্র ৫ ইনিংসে মোট ২৯০ রান করে, ৪ ম্যাচে ২৬৮ রান করে তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার ড্যারেল মিচেল, ৪ ইনিংসে ২৩০ রান করে রয়েছেন শ্রীলঙ্কার  ব্যাটার সাদিরা সমরাবিক্রমা,  ৪ ইনিংসে ২৩৩ রান করে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা উইকেট কিপার ব্য়াটার কুইন্টন ডি কক, ৫ ইনিংস খেলে ২৪৯ রান করে রয়েছেন নিউজিল্য়ান্ডের তারকা ওপেনার ডেভন কনওয়ে, ৪ ইনিংসে ২৫৫ রান করে রয়েছেন পাকিস্তানের তরুণ ব্যাটার আব্দুল্লাহ শাফিক।

বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিলে শীর্ষে দেশ ও এখনও পর্যন্ত সর্বাধিক রানের তালিকার শীর্ষে কোহলি
বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিলে শীর্ষে দেশ ও এখনও পর্যন্ত সর্বাধিক রানের তালিকার শীর্ষে কোহলি

বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিল (World Cup 2023 Points Table) অনুযায়ী এখনও পর্যন্ত শীর্ষস্থানে রয়েছে ভারত। এরপর দ্বিতীয়স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, তৃতীয়স্থানে রয়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিল (World Cup 2023 Points Table) অনুযায়ী চতুর্থ-পঞ্চম-ষষ্ঠস্থানে যথাক্রমে রয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আফগানিস্তান। সপ্তমস্থানে রয়েছে নেদারল্যান্ডস, অষ্টম নবম এবং দশম স্থানে যথাক্রমে রয়েছে শ্রীলঙ্কা-ইংল্যান্ড এবং বাংলাদেশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File