Will Smith: অস্কার খোয়াতে পারেন উইল স্মিথ? অ্যাকাডেমিতে দ্বন্দ্ব

Friday, April 8 2022, 8:07 am
highlightKey Highlights

অস্কারের মঞ্চে ঘটে যাওয়া ঘটনার ফলে অ্যাকাডেমির সদস্যপদ থেকে ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন স্মিথ। এর পরেই অভব্য আচরণের শাস্তি হিসেবে স্মিথের অস্কার কেড়ে নেওয়ার প্রসঙ্গে আলোচনা শুরু হয়।


স্ত্রীকে নিয়ে রসিকতা মেনে নিতে না পেরে অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে উঠে সটান অনুষ্ঠানের সঞ্চালক ক্রিস রককে চড় মেরে বসেছিলেন উইল স্মিথ। নেটমাধ্যমের হাত দিয়ে মুহূর্তের মধ্যে সেই ঘটনা গোটা বিশ্বে ছড়িয়ে পরে। এই ঘটনার জেরে ক্ষমাপ্রার্থনা করেও রেহাই পাননি এ বছরের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ।

 সঞ্চালক ক্রিস রক
 সঞ্চালক ক্রিস রক

শাস্তি স্বরূপ এ বার কি কেড়ে নেওয়া হবে তাঁর পুরস্কার? সিদ্ধান্ত হতে পারে শুক্রবারই। এই সিদ্ধান্ত নিতে অ্যাকাডেমির বোর্ড সদস্যরা নিজেদের মধ্যে দু’ভাগ হয়ে গেছেন।

'কিং রিচার্ড' সিনেমার পোস্টার
'কিং রিচার্ড' সিনেমার পোস্টার

বর্তমানে ২৫ জন মহিলা সদস্য নিয়ে অ্যাকাডেমির বোর্ডের মোট সদস্যসংখ্যা হল ৫৪ জন। ফলে এই ৫৪ জনই সিদ্ধান্ত নেবে। দফায় দফায় আলোচনা, ভিডিয়ো কনফারেন্সের পরে এক দল চাইছেন স্মিথের অস্কার কেড়ে নেওয়া হোক। অন্য দলের বক্তব্য এতটা কঠিন শাস্তি না দেওয়াই ভাল।

অস্কার পুরস্কারের মঞ্চে চূড়ান্ত অনভিপ্রেত আচরণের পরেই ‘কিং রিচার্ড’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পান স্মিথ। পুরস্কার মঞ্চে দাঁড়িয়েই মেজাজ হারিয়ে ক্রিসকে চড় মারার জন্য ক্ষমাপ্রার্থনা করেন অভিনেতা। তাতে মন গলেনি অ্যাকাডেমির। তাঁদের দাবি, শুধু চড় নয়, ক্রিসকে গালিগালাজও করেছেন স্মিথ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File