Vishwakarma Yojana | ১৭ই সেপ্টেম্বর থেকেই চালু বিশ্বকর্মা সম্মান যোজনা! দেখে নিন এই প্রকল্পের আওতায় কারা, কী কী সুবিধা পাবেন!

Friday, December 15 2023, 11:27 am
highlightKey Highlights

স্বাধীনতা দিবসের দিনই বিশ্বকর্মা সম্মান যোজনা বা বিশ্বকর্মা যোজনার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৭ই সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজোর দিনই এই প্রকল্প চালু করবেন প্রধানমন্ত্রী মোদি।


স্বাধীনতা দিবসের দিনই বিশ্বকর্মা সম্মান যোজনা (Vishwakarma Samman Yojana) বা বিশ্বকর্মা যোজনা (Vishwakarma Yojana) প্রকল্পের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। বিশেষভাবে কারু এবং হস্তশিল্পীদের জন্যই এই প্রকল্প চালু করার সিদ্ধান্ত। জানা গিয়েছে, নতুন এই যোজনা অনুযায়ী ২ লাখ টাকা ঋণের পাশাপাশি শিল্পীদের ১৫,০০০ টাকা দেওয়া ঘোষণা করবে মোদি সরকার। জানুন কবে চালু হবে এই যোজনা।

স্বাধীনতা দিবসের দিনই বিশ্বকর্মা সম্মান যোজনা বা বিশ্বকর্মা যোজনা প্রকল্পের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 
স্বাধীনতা দিবসের দিনই বিশ্বকর্মা সম্মান যোজনা বা বিশ্বকর্মা যোজনা প্রকল্পের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 

কবে কোথায় চালু হবে বিশ্বকর্মা যোজনা বা বিশ্বকর্মা সম্মান যোজনা । When and Where Vishwakarma Yojana or Vishwakarma Samman Yojana will be Launched :

কেন্দ্রীয় সরকার শিল্পী ও কারিগর উৎসাহ দিতে এবং তাদের আর্থিক সাহায্য করতে বিশ্বকর্মা সম্মান যোজনা (Vishwakarma Samman Yojana) বা বিশ্বকর্মা যোজনা (Vishwakarma Yojana) প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্র সরকার। জানা গিয়েছে, আগামী ১৭ই সেপ্টেম্বর চালু হবে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় দ্বারকার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টারে (International Convention and Expo Center) এই প্রকল্পটি চালু করবেন বলে জানা গিয়েছে।

কেন্দ্রীয় সরকার শিল্পী ও কারিগর উৎসাহ দিতে এবং তাদের আর্থিক সাহায্য করতে বিশ্বকর্মা সম্মান যোজনা
কেন্দ্রীয় সরকার শিল্পী ও কারিগর উৎসাহ দিতে এবং তাদের আর্থিক সাহায্য করতে বিশ্বকর্মা সম্মান যোজনা

 কী  সুবিধা পাওয়া যাবে বিশ্বকর্মা যোজনা বা বিশ্বকর্মা সম্মান যোজনাতে? । What are the Benefits of Vishwakarma Yojana or Vishwakarma Samman Yojana?

১৫ই অগাস্ট, স্বাধীনতা দিবসের ভাষণেই নতুন স্কিমের বিষয়ে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, দরিদ্র দেশবাসীর জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করছে সরকার। কারিগরদের কথা মাথায় রেখেই তৈরি বিশ্বকর্মা সম্মান যোজনা (Vishwakarma Samman Yojana) বা বিশ্বকর্মা যোজনা (Vishwakarma Yojana)। এই প্রকল্পে একাধিক সুবিধা পাবেন শিল্পীরা।

এই প্রকল্পের আওতায় থাকা ব্যক্তিরা প্রথম পর্যায়ে, ১ ,০০,০০০ টাকা পর্যন্ত ঋণ পাবেন
এই প্রকল্পের আওতায় থাকা ব্যক্তিরা প্রথম পর্যায়ে, ১ ,০০,০০০ টাকা পর্যন্ত ঋণ পাবেন
  • জানা গিয়েছে এই প্রকল্পের আওতায় থাকা ব্যক্তিরা প্রথম পর্যায়ে, ১ ,০০,০০০ টাকা পর্যন্ত ঋণ -৫ শতাংশ হারে সুদ পাবেন। এই ধাপে ঋণের মেয়াদ ১৮ মাস।
  • দ্বিতীয় পর্বে, ৫ শতাংশ হারে সুদ-সহ ২,০০,০০০ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে সরকারের তরফ থেকে। এই ধাপে ঋণের মেয়াদ ৩০ মাস।
  • দেওয়া হবে স্কিল ট্রেনিংও। বৃত্তি হিসাবে প্রশিক্ষণের সময় প্রতিদিন ৫০০ টাকা দেওয়া হবে।
  • অগ্রিম টুল কিট কেনার জন্য ১৫,০০০ টাকা দেওয়া হবে শিল্পীদের।
  • প্রধানমন্ত্রী বিশ্বকর্মা শংসাপত্র এবং পরিচয়পত্রও দেওয়া হবে তাদের।
  • এছাড়াও ঋণের টাকা ফেরতের ক্ষেত্রে প্রতি ডিজিটাল লেনদেনে ১ টাকা করে ইনসেনটিভ দেবে সরকার।
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা শংসাপত্র এবং পরিচয়পত্রও দেওয়া হবে
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা শংসাপত্র এবং পরিচয়পত্রও দেওয়া হবে

কারা বিশ্বকর্মা যোজনা বা বিশ্বকর্মা সম্মান যোজনার সুবিধা পাবেন? । Who will get the Benefits of Vishwakarma Yojana or Vishwakarma Samman Yojana?

বিশ্বকর্মা সম্মান যোজনা (Vishwakarma Samman Yojana) বা বিশ্বকর্মা যোজনা (Vishwakarma Yojana) প্রকল্পের সুবিধা পাবেন নৌকা তৈরি করেন যাঁরা, লোহার কাজ করেন যাঁরা, তালা তৈরি এবং মেরামতির সঙ্গে যুক্ত যাঁরা। পাশাপাশি স্বর্ণকার, মৃৎশিল্পী, ভাস্করশিল্পী, কাঠমিস্ত্রি, লোহারমিস্ত্রি, কুমোর, জুতোর মিস্ত্রি, চর্মশিল্পী, রাজমিস্ত্রি-সহ নানা পেশার সঙ্গে যুক্ত শিল্পীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। দর্জি, ধোপা, মালা প্রস্তুতকারক , নাপিত, পুতুল এবং খেলনা প্রস্তুতকারক, ঝুড়ি/ মাদুর  প্রস্তুতকারক, রাজমিস্ত্রি, মুচি (চর্মকার)/ জুতোর কারিগর, ভাস্কর (মূর্তিকার, স্টোন কার্ভার), কুমার, স্বর্ণকার,হাতুড়ি এবং টুল কিট প্রস্তুতকারক,কামার, নৌকা নির্মাতা,কাঠমিস্ত্রি প্রভৃতি শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পাবেন।

দরিদ্র দেশবাসীর জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থার জন্য বিশ্বকর্মা সম্মান যোজনা আনা হয়েছে 
দরিদ্র দেশবাসীর জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থার জন্য বিশ্বকর্মা সম্মান যোজনা আনা হয়েছে 

বিশ্বকর্মা যোজনা বা বিশ্বকর্মা সম্মান যোজনার সুবিধা পাওয়ার জন্য কী কী শর্ত মানতে হবে? । What are the Conditions to get the Benefits of Vishwakarma Yojana or Vishwakarma Samman Yojana?

বিশ্বকর্মা সম্মান যোজনা (Vishwakarma Samman Yojana) বা বিশ্বকর্মা যোজনা (Vishwakarma Yojana) এর আওতায় প্রথম ধাপে ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এর সুদের হার হবে সর্বোচ্চ ৫ শতাংশ। এর পরে, দ্বিতীয় পর্যায়ে, যোগ্য কর্মীদের প্রত্যেককে ২ লক্ষ টাকা ছাড় দেওয়া হবে। এছাড়া এই কারিগর ও কারিগরদের প্রধানমন্ত্রী বিশ্বকর্মা সার্টিফিকেট ও পরিচয়পত্রও দেওয়া হবে। আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য ১৫,০০০ টাকা সহায়তাও দেওয়া হবে। তবে এই প্রকল্পের জন্য বেশ কিছু শর্ত মানতে হবে। এই প্রকল্পের অধীনে সুবিধা উপভোগ করার জন্য সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর। এছাড়াও পরিবারের মাত্র একজন সদস্য এই প্রকল্পের সুবিধা পাবেন। আবেদনকারীদের একটি স্ব-ঘোষণা ফর্মও দিতে হবে।

১৭ই সেপ্টেম্বর চালু হবে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা
১৭ই সেপ্টেম্বর চালু হবে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা

দেশের শ্রমিক এবং শিল্পীদের জন্য সরকার এই প্রকল্পের অধীনে পাঁচ বছরের (FY24-28) মেয়াদের জন্য ১৩,০০০ কোটি টাকা অনুমোদন করেছে বলে জানা গিয়েছে। এই প্রকল্পের জন্য অসংখ্য মানুষ উপকার পাবেন বলে আশা মোদি সরকারের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File