Public Provident Fund | ১৫ বছরের পরেও বৃদ্ধি করতে পারবেন পিপিএফ-র মেয়াদ! করতে পারবেন বিনিয়োগও!

Friday, December 15 2023, 11:27 am
highlightKey Highlights

পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদ ১৫ বছর পর পূর্ণ হয়ে যায়। তবে এই মেয়াদ কিছু বিকল্পে বৃদ্ধি করা যায়। যাতে আপনি চাইলে বিনিয়োগও করতে পারবেন।


সরকারি পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (Public Provident Fund) বিনিয়োগ (Investment) করে দীর্ঘমেয়াদে পাওয়া যায় বড় তহবিল (Fund)। এই প্রভিডেন্ট ফান্ড স্কিমে বিনিয়োগ করতে পারেন যে কোনও ক্ষেত্রের কর্মচারীরা। মাত্র ৫০০ টাকা থেকে শুরু হয় এই স্কিমের বিনিয়োগ। অসংখ্য  মানুষ পি পিএফে (PPF) বিনিয়োগ করে থাকেন। তবে অনেকেই জানেন না, এই স্কিমের পরিপূর্ণতার সময়কাল ১৫ বছর হলেও স্কিমের মেয়াদ বৃদ্ধি করা যায়। 

১৫ বছরের পরেও বৃদ্ধি  করা যায় পিপিএফ-র মেয়াদ
১৫ বছরের পরেও বৃদ্ধি  করা যায় পিপিএফ-র মেয়াদ

পিপিএফ কী ? What is PPF?

পিপিএফ অ্যাকাউন্ট বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম হল সবচেয়ে জনপ্রিয় দীর্ঘমেয়াদী সঞ্চয়-সহ-বিনিয়োগ পণ্যগুলির মধ্যে একটি। এই স্কিম বেশ জনপ্রিয় প্রধানত এর নিরাপত্তা, রিটার্ন এবং ট্যাক্স সঞ্চয়ের সমন্বয়ের কারণে। পিপিএফ প্রথম জনসাধারণের জন্য ১৯৬৮ সালে অর্থ মন্ত্রকের জাতীয় সঞ্চয় ইনস্টিটিউট (National Savings Institute) দ্বারা আবির্ভূত। তারপর থেকে এটি বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। পিপিএফে বিনিয়োগকারীরা এটি তাদের অবসর গ্রহণের পর একটি আর্থিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকেন। পিপিএফের মেয়াদ ১৫ বছরে পূর্ণ হয়।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম হল সবচেয়ে জনপ্রিয় দীর্ঘমেয়াদী সঞ্চয়-সহ-বিনিয়োগ পণ্যগুলির মধ্যে একটি
পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম হল সবচেয়ে জনপ্রিয় দীর্ঘমেয়াদী সঞ্চয়-সহ-বিনিয়োগ পণ্যগুলির মধ্যে একটি

কীভাবে পিপিএফের মেয়াদ বৃদ্ধি করা যায়? । How to Extend PPF Tenure? 

পিপিএফের নিয়ম অনুযায়ী যদি একজন ব্যক্তি ২০বছর বয়সে একটি  পিপিএফের অ্যাকাউন্ট খোলেন, তাহলে তার অ্যাকাউন্টের ম্যাচুরিটি ৩৫ বছর বয়সে পূর্ণ হবে। কিন্তু যদি তিনি মেয়াদপূর্তির পরেও এই অ্যাকাউন্টে বিনিয়োগ চালিয়ে যেতে চান, তাহলে সেই অ্যাকাউন্টটি ৫-৫ বছরের জন্য বাড়াতে পারেন। এক্ষেত্রে কিছু বিকল্প রয়েছে। দেখে নিন কোন কোন বিকল্পে পিপিএফের মেয়াদ বৃদ্ধি করতে পারবেন।

পিপিএফের মেয়াদ ১৫ বছরে পূর্ণ হয়
পিপিএফের মেয়াদ ১৫ বছরে পূর্ণ হয়

১.  নতুন আমানত ছাড়াই অ্যাকাউন্ট প্রসারিত করুন । Expand Account Without New Deposit : 

পিপিএফ অ্যাকাউন্টের পরিপক্কতার পরে এর মেয়াদ বৃদ্ধি করতে পারেন। তবে এই মেয়াদ অনির্দিষ্টকালের জন্য পাঁচ বছরের ব্যবধানে বাড়ানো যেতে পারে। বর্ধিত মেয়াদ জুড়ে আপনাকে নতুন আমানত করতে হবে না। এমনকি আপনি কিছু শর্ত সাপেক্ষে পিপিএফ থেকে আংশিক উত্তোলনও করতে পারেন। তবে মনে রাখবেন এরপরে কোনও অতিরিক্ত অবদান গ্রহণ করা যাবে না। পরবর্তী পাঁচ বছরের জন্য, ব্যালেন্স প্রযোজ্য সুদ অর্জন করতে থাকবে। বর্ধিত সময়ের মধ্যে, আপনি প্রতি অর্থ বছরে শুধুমাত্র একটি আংশিক প্রত্যাহার করতে পারবেন। তবে এক বছরের বেশি সময় ধরে আমানত ছাড়া অ্যাকাউন্টটি চালু থাকলে গ্রাহক পাঁচ বছরের ব্লক মেয়াদের জন্য ডিপোজিট -হ অ্যাকাউন্টটি চালিয়ে যাওয়ার সুবিধা পাবেন না।

এই মেয়াদ অনির্দিষ্টকালের জন্য পাঁচ বছরের ব্যবধানে বাড়ানো যেতে পারে
এই মেয়াদ অনির্দিষ্টকালের জন্য পাঁচ বছরের ব্যবধানে বাড়ানো যেতে পারে

২. নতুন আমানত সহ অ্যাকাউন্টের মেয়াদ বাড়ান। Extend Account With New Deposits : 

পিপিএফের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই অর্থাৎ ১৫ বছর শেষ হওয়ার আগে আপনাকে অবশ্যই ফর্ম এইচ (Form H) পূরণ করে অ্যাকাউন্ট অফিসকে লিখিতভাবে অবহিত করতে হবে। আপনি যদি এই ফর্ম ব্যতীত অ্যাকাউন্টে অর্থ জমা করেন, তবে আপনি অতিরিক্ত জমাকৃত অর্থের উপর কোনও সুদের সুবিধা পাবেন না। এর সঙ্গে আপনি আয়করের ধারা ৮০সি (80C ) এর অধীনে ছাড়ের সুবিধা পাবেন না।

   ১৫ বছর শেষ হওয়ার আগে ফর্ম এইচ পূরণ করে অ্যাকাউন্ট অফিসকে লিখিতভাবে অবহিত করতে হবে  
   ১৫ বছর শেষ হওয়ার আগে ফর্ম এইচ পূরণ করে অ্যাকাউন্ট অফিসকে লিখিতভাবে অবহিত করতে হবে  

যদি কেউ অবদান না করেই তাদের অ্যাকাউন্টের প্রসারণ বেছে নেয়, তাহলে প্রতি অর্থবছরে একবার তাদের ব্যালেন্স থেকে যেকোন পরিমাণ অর্থ উত্তোলনের অনুমতি দেওয়া হয়। যদি কেউ একটি অবদানের সাথে অ্যাকাউন্টটি বাড়ানোর সিদ্ধান্ত নেন, তবে একটি ফর্ম সি (Form C) আবেদন জমা দেওয়ার মাধ্যমে এক্সটেনশন সময়কালে শুধুমাত্র একটি আংশিক প্রত্যাহারের অনুমতি দেওয়া হয়। তবে এক্ষেত্রে শর্ত অনুযায়ী, পাঁচ বছরের ব্লক সময়ের মধ্যে মোট অর্থ তোলার পরিমাণ বর্ধিত সময়ের শুরুতে ক্রেডিট ব্যালেন্সের ৬০ শতাংশকে বেশি হতে পারবে না। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File