আবহাওয়া

West Bengal Weather | বিপরীত ঘূর্ণাবর্তর জেরে বৃষ্টির পূর্বাভাস! ইডেনে ভারতের ম্যাচ ভেস্তে দেবে বৃষ্টি? সোমবারের পর আবারও আবহাওয়ার পরিবর্তন!

West Bengal Weather | বিপরীত ঘূর্ণাবর্তর জেরে বৃষ্টির পূর্বাভাস! ইডেনে ভারতের ম্যাচ ভেস্তে দেবে বৃষ্টি? সোমবারের পর আবারও আবহাওয়ার পরিবর্তন!
Key Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরী হওয়া বিপরীত ঘূর্ণাবর্তের জেরে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বঙ্গে। বৃষ্টির মেঘ কাটলে ফের বদলাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া।

শীতের আমেজেই বর্ষার পূর্বাভাস। দিন কয়েক আগেই বর্ষার পর্ব মিটেছে বঙ্গে। তারপরই কমেছে তাপমাত্রার পারদ। দুদিন আগেই বেশ শীত অনুভব হচ্ছিলো দক্ষিণবঙ্গে। তবে আবারও বদল পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)। বৃষ্টির ভ্রুকুটি বঙ্গে। পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News), বঙ্গোপসাগরে ফের তৈরী হয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। যার ফলে বাংলার হাওয়ায় মিশতে শুরু করেছে জলীয় বাষ্প। এর কারণেই একদিকে যেমন বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গে, তেমনই অন্যদিকে বাড়তে শুরু করেছে তাপমাত্রা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া :

মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান জানিয়েছেন, পূবালি হাওয়ার কারণেই পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)তে পরিবর্তন এসেছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি কমবে তাপমাত্রার পারদও। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, এই সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Today) বলছে, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। তাপমাত্রা বেড়েছে পশ্চিমাঞ্চলেও। এদিকে, শুক্রবার ও শনিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায়। যদিও এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হবে না পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। পাশাপাশি রবিবার পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় এদিন তেমন বৃষ্টি হবে না বলেই খবর। এছাড়া সোমবার দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে।

বৃষ্টির কারণে ইডেনে ভারতের ম্যাচ কি ভেস্তে যাবে?

প্পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) ফের বদলের কারণে বেশ চিন্তিত ক্রিকেট প্রেমীরা। কারণ আগামী রবিবার, ৫ই নভেম্বর ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেনসে (Eden Gardens) ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর সূচি অনুযায়ী ভারতের খেলা রয়েছে। সেদিন টিম ইন্ডিয়া মুখোমুখি হবে সাউথ আফ্রিকার সঙ্গে। ফলে সেদিন কলকাতায় বৃষ্টি হলে ভেস্তে যেতে পারে খেলা। তবে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী, দক্ষিণবঙ্গে ২ দিন ধরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত শনিবার পর্যন্তই বৃষ্টির সম্ভবনা বেশি থাকছে। আলিপুরের সর্বশেষ আপডেট অনুযায়ী, রবিবার আবহাওয়া শুষ্ক থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। অর্থাৎ ৫ই নভেম্বর ইডেনে নির্বিঘ্নেই হতে পারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ।

উত্তরবঙ্গের আবহাওয়া :

বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Today) অনুযায়ী, বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের চারটি জেলা - দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। যদিও হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। তবে শুষ্ক থাকবে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া। শুক্রবার ছাড়াও শনিবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। কোথাও কোথা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা। শনিবার দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। রবিবার এবং সোমবার অবশ্য উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না বলে খবর।

বৃষ্টির পূর্বাভাসের মধ্যে এখন বঙ্গবাসীর একটাই প্রশ্ন, কবে পড়বে শীত? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টি মেঘ কাটলে আপাতত রাজ্যে ঠান্ডা তেমন বাড়বে না। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সোমবার পর্যন্ত তাপমাত্রার হেরফের হবে না। তবে দক্ষিণবঙ্গে শীতের আমেজ কমলেও অন্যদিকে উত্তরবঙ্গে এইমুহূর্তে মনোরম আবহাওয়া বজায় থাকবে। কনকনে উত্তুরে হাওয়া ঢুকছে রাজ্যের পার্বত্য জেলাগুলিতে। মঙ্গলবার থেকে শীতের আমেজ কিছুটা অনুভব হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। এই সময়ে তাপমাত্রাও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।