Swami Vivekananda | অন্ধকারে আলোর দিশা দেখাবে স্বামী বিবেকানন্দের এই মন্ত্র!
Monday, January 12 2026, 2:59 pm

Key Highlightsস্বামী বিবেকানন্দ ছিলেন এক আধুনিক চিন্তাবিদ ও সমাজ সংস্কারক।
স্বামী বিবেকানন্দ ছিলেন এক আধুনিক চিন্তাবিদ ও সমাজ সংস্কারক। তাঁর বলে যাওয়া বেশ কিছু বাণী জীবনে এগিয়ে চলার পথ দেখায়। স্বামীজি বলতেন, “যিনি নিজেকে বিশ্বাস করেন না, তিনি নাস্তিক।” স্বামীজি সমাধান দিয়েছিলেন “একটি চিন্তা গ্রহণ করো। সেই চিন্তাটিকে তোমার জীবন বানিয়ে তোলো সেটিকে নিয়ে চিন্তা করো, সেটির স্বপ্ন দেখো এবং সেটির ওপর ভিত্তি করেই বেঁচে থাকো।” স্বামীজি শিখিয়েছেন, “নিজের ওপর বিশ্বাস রাখো, সমস্ত শক্তি তোমার ভেতরেই আছে। তুমিই তোমার ভাগ্যের নির্মাতা।” তিনি বলতেন, “শতবার আছাড় খেলেও আবার উঠে দাঁড়াও।”
- Related topics -
- সাহিত্য
- স্বামী বিবেকানন্দ
- অন্যান্য


