Nipah Virus | নিপা আক্রান্ত ব্যক্তির পাশে বসলেই ‘হাই রিস্ক’! কী কী করতে হবে? গাইডলাইন প্রকাশ স্বাস্থ্য দফতরের
Sunday, January 18 2026, 3:42 pm

Key Highlightsনিপা আক্রান্ত বা নিপার উপসর্গ থাকা রোগীর রক্ত, ফ্লুইড, হাঁচি কাশি বা ড্রপলেটের সংস্পর্শে আসা ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে ‘হোম কোয়ারেন্টাইন’ করতে হবে।
নিপার উপসর্গ থাকা রোগীর সঙ্গে থাকা ব্যক্তি ও শুশ্রুষা করা স্বাস্থ্যকর্মীদের জন্য আলাদা গাইডলাইন প্রকাশ করেছে স্বাস্থ্য দফতরের ৫ সদস্যের চিকিৎসক দল। নিপা আক্রান্ত বা উপসর্গ থাকা ব্যক্তির সঙ্গে বদ্ধ জায়গায় থাকা মানেই ‘হাই রিস্ক’ বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের গাইডলাইন অনুযায়ী, নিপা আক্রান্ত বা নিপার উপসর্গ থাকা রোগীর রক্ত, ফ্লুইড, হাঁচি কাশি বা ড্রপলেটের সংস্পর্শে আসা ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে ‘হোম কোয়ারেন্টাইন’ করতে হবে। আক্রান্ত ব্যক্তিদের দিনে দুইবার চিকিৎসা করার নির্দেশ দেওয়া হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা কর্পোরেশন
- নিপা ভাইরাস
- ভাইরাস
- স্বাস্থ্য
- স্বাস্থ্য মন্ত্রী
- স্বাস্থ্যদপ্তর
- স্বাস্থ্য সচিব
- স্বাস্থ্যকেন্দ্র
- স্বাস্থ্য কর্মী
- স্বাস্থ্যভবন
- স্বাস্থ্যমন্ত্রক
- মানসিক স্বাস্থ্য
- স্বাস্থ্য সাথী'
- স্বাস্থ্য দফতর
- রাজ্য
- চিকিৎসা


