West Bengal Weather News | দীপাবলির আগে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় বদল! সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস বেশ কয়েক জেলায়!
পশ্চিমবঙ্গের আবহাওয়া অনুযায়ী, ফের বদলাতে চলেছে আবহাওয়া। শীতের আমেজ কাটিয়ে বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস। দেখুন পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর।
এক সময়ে বেশ অনুভব হচ্ছে শীতের আমেজ, আবার কয়েক ঘন্টার মধ্যে দরদরিয়ে হচ্ছে ঘাম। এদিকে আকাশ দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি জমিয়ে নামবে বৃষ্টি। বর্তমানে এমনই খামখেয়ালি রূপ পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)র। দুর্গাপুজো কাটতেই দক্ষিণবঙ্গে বেশ কমেছিল তাপমাত্রার পারদ। সকাল ও রাতের দিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় ভালোরকমের ঠান্ডা পড়ছিলো। তবে আগেই হাওয়া অফিস জানিয়েছিল, পরিবর্তন হবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal)। বাড়বে গরম।
আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department) পূর্বাভাস সত্যি করেই ফের বদলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)। নভেম্বর মাস পড়তেই বেড়েছে তাপমাত্রার পারদ। সকাল থেকেই আগের দিনগুলির তুলনায় বেশি গরম ও আদ্রতা জনিত অস্বস্তি অনুভব হচ্ছে। পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী, পশ্চিমের ও উপকূলের ছয় জেলাতে হালকা বৃষ্টি সম্ভাবনাও থাকছে। বৃষ্টির পূর্বাভাস থাকছে পার্বত্য জেলাতেও।
আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Today)র রিপোর্ট অনুযায়ী, বিকেল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হতে পারে বৃষ্টি। বিকেল থেকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে বলে খবর। যদিও কলকাতা সংলগ্ন এলাকায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কেবল বুধবারই নয়,পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী আগামিকাল শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় শুক্রবার বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে। অর্থাৎ, আগামিকাল দক্ষিণের প্রায় সব জেলাই ভিজতে পারে। এরপর পরশু, শনিবার ফের বৃষ্টি কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। সেদিন হালকা বৃষ্টির সম্ভাবনা আছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে। এই সময় আবহাওয়া শুষ্ক থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal)র খবর অনুযায়ী, সপ্তাহ শেষে অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি থেমে যাবে বলে খবর। সপ্তাহান্তে ফের শুষ্ক হয়ে যাবে আবহাওয়া। পূর্বাভাস অনুযায়ী, রবিবার শুধুমাত্র পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেদিন আবহাওয়া শুষ্ক থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, রুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। অর্থাৎ দক্ষিনবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও আপাতত যে পূর্বাভাস, তা এই সপ্তাহের জন্যই।
অন্যদিকে, উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতে। তবে আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Today) অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দার্জিলিং এবং কালিম্পং- এর কিছু এলাকায়। বাকি জেলা আংশিক মেঘলা থাকবে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৪-৫ দিন তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও রাতে ও ভোরের দিকে শীতের আমেজ অনুভূত হবে।
হেমন্তের আবহাওয়ায় বঙ্গে তাপমাত্রার ওঠানামা চলবে আগামী বেশ কিছুদিন। তবে আগামী মঙ্গলবার থেকে আবারও তাপমাত্রা কমতে পারে বলে খবর। জানা গিয়েছে, পুবের হাওয়া চলবে আগামী কয়েক দিন। সঙ্গে রাজ্যে ঢুকবে জলীয় বাষ্প। তাই আগামী কয়েকদিন উপকূল ও তার সংলগ্ন জেলাগুলিতে কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও মেঘলা আকাশ থাকবে। এই কারণেই একাধিক জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টির পর মেঘ কেটে গেলে আবারও তাপমাত্রা নামতে চলেছে বঙ্গে। উল্লেখ্য, চলতি সপ্তাহে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর লাদাখ এবং মুজাফফরাবাদে। পাশাপাশি থাকছে দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও। তামিলনাডু কড়াইকাল পন্ডিচেরিতে ভারী বৃষ্টি হতে পারে বলে হাওয়া দফতর সূত্রে খবর।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- দক্ষিণবঙ্গ
- উত্তরবঙ্গ
- শহর কলকাতা
- বৃষ্টিপাত
- ভারত
- শীত ঋতু
- রাজ্য