আবহাওয়া

West Bengal Weather | ফের নিম্নচাপের সম্ভাবনা! দেখুন আগামী দিনে কেমন থাকবে আবহাওয়া!

West Bengal Weather | ফের নিম্নচাপের সম্ভাবনা! দেখুন আগামী দিনে কেমন থাকবে আবহাওয়া!
Key Highlights

২০ এর নিচে নামলো কলকাতার তাপমাত্রার পারদ। দিন কয়েকের মধ্যেই আরও কমবে তাপমাত্রা।

রাজ্য জুড়ে বেশ শীতের আমেজ। দিন দিন কিছুটা করে তাপমাত্রা কমছে। যদিও পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, কলকাতায় চলতি শীতের মরশুমে ২০ এর নিচে নামলো তাপমাত্রার পারদ। এদিকে পশ্চিমের জেলাগুলিতে আরও নামতে চলেছে পারদ

পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী, আগামী কয়েক দিন বঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। রাজ্য জুড়ে আরও বাড়বে শীতের আমেজ। তবে পশ্চিমের জেলাগুলিতে বেশি পড়বে শীত। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১৫-১৮ ডিগ্রির মধ্যে। এই সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা আরও নামবে। পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট (West Bengal Weather Report) বলছে, আগামী চার পাঁচ দিনে পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। 

পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী, পশ্চিমবঙ্গের বহু জেলায় ২০ ডিগ্রির নিচে থাকছে তাপমাত্রা। গতকাল সুন্দরবনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৪ ডিগ্রি, শান্তিনিকেতনে ১৫ ডিগ্রি, পুরুলিয়ায় ১৪.৯ ডিগ্রি, মেদিনীপুরে ১৭.৩, মুর্শিদাবাদে, ১৬.৬, দমদমে ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৬ ডিগ্রি, বাঁকুরায় ১৪.৫ ডিগ্রি, অশোকনগরে ১৬.৩ ডিগ্রি এবং আসানসোলে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস।


এদিকে,২৫ সে নভেম্বর থেকে কলকাতায় আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। এরপর ২৮ সে নভেম্বর কলকাতার সর্বোচ্চ পারদ ফের ৩০ ডিগ্রির গণ্ডি ছুঁতে পারে। অপরদিকে এই ক'দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশে থাকবে। আর ২৭সে নভেম্বর থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ফের একবার ২১ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পার করতে পারে।


অন্যদিকে, হাওয়া অফিস জানিয়েছে, একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যা আগামী সোমবার আরও কিছুটা গভীর হয়ে অতি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। ওই সম্ভাব্য গভীর নিম্নচাপে পরিণত হবে কিনা, সে বিষয়ে অবশ্য ভারতীয় মৌসম ভবনের তরফে আপাতত কিছু জানানো হয়নি। অর্থাৎ তা পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal weather) র ওপর কোনো প্রভাব ফেলবে কি না তা নিয়ে নিশ্চয়তা নেই। তবে আগামী চার-পাঁচদিন পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal weather)


Azizul Haque | প্রয়াত দেশের নকশাল আন্দোলনে প্রথম সারির নেতা আজিজুল হক!
Bangladesh Plane Crash | বাংলাদেশে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯! আহত ১৬৪ জন!
Abhishek Banerjee | ‘আগে বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্মফুল উপড়ে ফেলা হবে’, বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক!
IND vs PAK WCL | পহেলগাঁও নিয়ে কটূক্তি, ধাওয়ান-আফ্রিদি মতবিরোধে ভেস্তে গেলো লেজেন্ডস লিগের ভারত-পাক ম্যাচ
Live-in Partner Murder | পুলিশকে খুন থানায় আত্মসমর্পণ লিভ-ইন পার্টনারের! গুজরাটে ভয়াবহ নৃশংসতা
Balurghat Hospital | মেদিনীপুরের পুনরাবৃত্তি? ইঞ্জেকশন দেওয়ার পরই অসুস্থ ১০ প্রসূতি! রাতেই বালুরঘাট হাসপাতালে পৌঁছলেন CMOH
EMU Local Train | ট্রেন যাত্রীদের জন্য সুখবর! ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চলবে অতিরিক্ত ৫টি ট্রেন!