আবহাওয়া

West Bengal Weather | ফের নিম্নচাপের সম্ভাবনা! দেখুন আগামী দিনে কেমন থাকবে আবহাওয়া!

West Bengal Weather | ফের নিম্নচাপের সম্ভাবনা! দেখুন আগামী দিনে কেমন থাকবে আবহাওয়া!
Key Highlights

২০ এর নিচে নামলো কলকাতার তাপমাত্রার পারদ। দিন কয়েকের মধ্যেই আরও কমবে তাপমাত্রা।

রাজ্য জুড়ে বেশ শীতের আমেজ। দিন দিন কিছুটা করে তাপমাত্রা কমছে। যদিও পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, কলকাতায় চলতি শীতের মরশুমে ২০ এর নিচে নামলো তাপমাত্রার পারদ। এদিকে পশ্চিমের জেলাগুলিতে আরও নামতে চলেছে পারদ

পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী, আগামী কয়েক দিন বঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। রাজ্য জুড়ে আরও বাড়বে শীতের আমেজ। তবে পশ্চিমের জেলাগুলিতে বেশি পড়বে শীত। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১৫-১৮ ডিগ্রির মধ্যে। এই সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা আরও নামবে। পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট (West Bengal Weather Report) বলছে, আগামী চার পাঁচ দিনে পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। 

পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী, পশ্চিমবঙ্গের বহু জেলায় ২০ ডিগ্রির নিচে থাকছে তাপমাত্রা। গতকাল সুন্দরবনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৪ ডিগ্রি, শান্তিনিকেতনে ১৫ ডিগ্রি, পুরুলিয়ায় ১৪.৯ ডিগ্রি, মেদিনীপুরে ১৭.৩, মুর্শিদাবাদে, ১৬.৬, দমদমে ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৬ ডিগ্রি, বাঁকুরায় ১৪.৫ ডিগ্রি, অশোকনগরে ১৬.৩ ডিগ্রি এবং আসানসোলে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস।


এদিকে,২৫ সে নভেম্বর থেকে কলকাতায় আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। এরপর ২৮ সে নভেম্বর কলকাতার সর্বোচ্চ পারদ ফের ৩০ ডিগ্রির গণ্ডি ছুঁতে পারে। অপরদিকে এই ক'দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশে থাকবে। আর ২৭সে নভেম্বর থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ফের একবার ২১ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পার করতে পারে।


অন্যদিকে, হাওয়া অফিস জানিয়েছে, একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যা আগামী সোমবার আরও কিছুটা গভীর হয়ে অতি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। ওই সম্ভাব্য গভীর নিম্নচাপে পরিণত হবে কিনা, সে বিষয়ে অবশ্য ভারতীয় মৌসম ভবনের তরফে আপাতত কিছু জানানো হয়নি। অর্থাৎ তা পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal weather) র ওপর কোনো প্রভাব ফেলবে কি না তা নিয়ে নিশ্চয়তা নেই। তবে আগামী চার-পাঁচদিন পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal weather)


Dust Allergy | ধুলোর সংস্পর্শে আসতেই শুরু হাঁচি? ডাস্ট অ্যালার্জি থেকে মুক্তি পেতে মেনে চলুন এই কয়েকটি বিষয়!
Cyclone Remal | মে-মাসের শেষে বঙ্গে ঘূর্ণিঝড়ের আতঙ্ক! আমফান-আয়লার থেকেও কি বেশি তান্ডব চালাবে সাইক্লোন রেমাল?
Mrinal Sen | তাঁর ছবিতে বার বার ফুটে উঠেছে নিম্নবিত্ত-মধ্যবিত্ত শ্রেণির সংগ্রাম! বাংলা চলচিত্র জগতে নতুন ধারার প্রবর্তন করেন কিংবদন্তি মৃণাল সেন!
Router WiFi | রাউটার হ্যাক হয়ে হচ্ছে ব্যক্তিগত তথ্য চুরি! সতর্ক করলো কেন্দ্রীয় সংস্থা CERT-IN! WiFi সুরক্ষিত রাখতে কী করবেন?
IPL 2024 | বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে ইডেনের মুম্বই-কলকাতার ম্যাচ! খেলা না হলে প্রথম দল হিসাবে প্লে-অফ পাকা করতে পারবে কেকেআর?
Electronics | বাজ পড়ে নষ্ট হয়ে যেতে পারে এসি, টিভি, ফ্রিজ এমনকি মোবাইলও! জানুন কীভাবে বিপদ এড়িয়ে সুরক্ষিত রাখবেন বৈদ্যুতিন যন্ত্রপাতি!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla