T20 World Cup 2026 | বিশ্বকাপে নেই বাংলাদেশ, ভারত-পাক মহারণের দায়িত্বে ২ বাংলাদেশি আম্পায়ার!

Friday, January 30 2026, 3:06 pm
T20 World Cup 2026 | বিশ্বকাপে নেই বাংলাদেশ, ভারত-পাক মহারণের দায়িত্বে ২ বাংলাদেশি আম্পায়ার!
highlightKey Highlights

বিশ্বকাপে বাংলাদেশ না থাকলেও দু’জন বাংলাদেশি আম্পায়ার থাকবেন ম্যাচ পরিচালনার জন্য।


শুরু হচ্ছে বিশ্বকাপ। ইতিমধ্যেই রেফারিদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। আইসিসি’র প্রকাশিত তালিকায় ২৪ জন আম্পায়ার ও ৬ জন রেফারির নাম রয়েছে। সুপার এইট ও নকআউট পর্যায়ের ম্যাচ পরিচালকদের নাম জানানো হয়নি। ভারতীয়দের মধ্যে ম্যাচ রেফারিদের তালিকায় নাম রয়েছে জাভাগল শ্রীনাথের। আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে নীতীন মেনন, জয়রামন মদনগোপাল ও কেএনএ পদ্মনাভন। আম্পায়ারের তালিকায় থাকছেন বাংলাদেশের শরফুদ্দৌলা সৈকত ও গাজি সোহেল। আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে নীতীন মেনন, জয়রামন মদনগোপাল ও কেএনএ পদ্মনাভনকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File