West Bengal Weather Report | গোটা পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বদল! পুজোয় কি ভিজতে চলেছে বঙ্গ? বড় আপডেট দিলো হাওয়া অফিস!

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

বৃহস্পতিবার থেকেই শুরু মণ্ডপের উদ্বোধন। এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আসতে চলেছে বদল। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, শীঘ্রই বর্ষা নিচ্ছে বিদায়। পড়ুন পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর এক নজরে।


কাল বাদে পরশু, শনিবার মহালয়া। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষর সূচনা। মণ্ডপ শিল্পীদের থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই পুজোর শেষ প্রস্তুতি নিচ্ছেন। এখন ইউকেন্ড বা কাজের ফাঁকে একটু সময় থাকা মানেই কেনাকাটা। এমতো অবস্থায় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে চিন্তায় সকলেই। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) বলছে, এখন পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal) নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। এমনকি আবহাওয়া নিয়ে এমনই সুখবর দিলো হাওয়া অফিস।

পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আসতে চলেছে বদল
পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আসতে চলেছে বদল

দক্ষিণবঙ্গের আবহাওয়া । Weather in South Bengal :

Trending Updates

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। মহালয়ার দিন শনিবারও আকাশ পরিষ্কার থাকবে। উইকেন্ডে শুকনো আবহাওয়ার পূর্বাভাস। দু-এক জায়গায় আংশিক মেঘলা আকাশ হতে পারে। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব মেদিনীপুর (East Midnapore), হাওড়া (Howrah), কলকাতা (Kolkata), হুগলি (Hooghly), পুরুলিয়া (Purulia), ঝাড়গ্রাম (Jhargram), পশ্চিম মেদিনীপুর (West Midnapore), বাঁকুড়া (Bankura), পশ্চিম বর্ধমান (West Burdwan), পূর্ব বর্ধমান (East Burdwan), বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad) এবং নদিয়ার (Nadia) আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী বেশ কয়েকদিন তেমন কোনও বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। মঙ্গলবারও পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal)র খুব একটা হেরফের হবে না বলেই পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)।

দক্ষিণবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ
দক্ষিণবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ

উত্তরবঙ্গের আবহাওয়া । Weather in North Bengal :

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, উত্তরের জেলাগুলোতেও আবহাওয়ার পরিবর্তন হবে। পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) বলছে, দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ার (Alipurduar) এবং কোচবিহারে (Cooch Behar) হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের বাকি তিনটি জেলা, উত্তর দিনাজপুর (North Dinajpur), দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) এবং মালদাতেও (Malda)আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়ে হাওয়া অফিস। পাহশাপাশি শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি ছ'টি জেলা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর বলছে,  উত্তরের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে
পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর বলছে,  উত্তরের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে

কলকাতার আবহাওয়া । Weather in Kolkata :

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report)  অনুযায়ী, কলকাতার আবহাওয়া এখন পরিষ্কারই থাকবে। মাঝের মধ্যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কিছুদিন অস্বস্তিকর তাপও থাকবে শহরে। হাওয়া অফিস সূত্রে খবর, শহরে বৃষ্টির আপাতত কোনও পূর্বাভাস নেই। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি।

প্রসঙ্গত, কিছুদিন আগেই লাগাতার বর্ষণে ভিজেছে গোটা পশ্চিমবঙ্গ। সূর্যের কোনো দেখা মিলছিলোনা বললেই চলে। ফলে স্বাভাবিকভাবেই পুজোর আবহাওয়া নিয়ে বেশ প্রশ্ন তৈরী হয়েছে ব্যঙ্গবাসীর মনে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, রাজ্যে আপাতত কোনও দুর্যোগের আশঙ্কা নেই। পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal)। এমনকি আগামী ১০-১২ দিন বাংলায় কোনও দুর্যোগ হবে না বলেই পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)।

আগামী ১০-১২ দিন বাংলায় কোনও দুর্যোগ হবে না
আগামী ১০-১২ দিন বাংলায় কোনও দুর্যোগ হবে না

আজ, বৃহস্পতিবার থেকেই পুজোর উদ্বোধন শুরু বাংলায়। এই অবস্থায় আবহাওয়া নিয়ে কম বেশি চিন্তায় সকলে। তবে আপাতত মৌসম ভবন যে রিপোর্ট দিচ্ছে, তাতে এ আশঙ্কা একেবারেই নেই পুজোতে। দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গে থাকবে ঝলমলে আকাশ। অর্থাৎ দিনে-রাতে প্যান্ডেল হপিংয়ে বৃষ্টিঅসুরের দাপটের সম্ভাবনা নেই। মৌসম ভবনের সাপ্তাহিক রিপোর্ট অনুযায়ী , আগামী ১০ থেকে ১২ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। পাশাপাশি বর্তমানের তীব্র গরম থেকেও মিলবে মুক্তি। কিছুটা কমবে তাপমাত্রার পারদ।

একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ ও সংলগ্ন উত্তরবঙ্গে
একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ ও সংলগ্ন উত্তরবঙ্গে

আবহাওয়াবিদরা বলছেন, এই সুখবর তাঁরা দিতে পারছেন, কারণ বঙ্গোপসাগর এখনও শান্ত। সেখানে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। উল্টে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা শুকনো হাওয়া ঢুকবে। উত্তর ভারত থেকে হাওয়া ঢুকবে, ফলে বঙ্গোপসাগর থেকে হাওয়া প্রবেশের পরিমাণও কমবে। ফলে ভ্যাপসা গরম যেমন কমবে, বৃষ্টির সম্ভাবনাও একেবারেই নেই। যদিও জানা গিয়েছে, একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ ও সংলগ্ন উত্তরবঙ্গে। এছাড়াও রায়েলসীমা এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে আরো ২টি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামিকাল পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। বর্ষা বিদায় রেখা রক্সৌল ডালটনগঞ্জ বিজাপুরের উপর দিয়ে গিয়েছে। আগামী ২৪ ঘন্টায় বর্ষা বিদায় নেবে বিহার, ঝাড়খন্ড, ছত্তীসগঢ়, কর্নাটকের আরো কিছু অংশ থেকে। আগামী দুদিনের মধ্যে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে বলাই চলে, পুজোতে এবার নির্বিঘ্নে ঘুরতে পারবে বঙ্গবাসী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File