West Bengal Weather | মেঘ কাটিয়ে শরতের রোদের দেখা! শুক্রবার বিকেল থেকেই দক্ষিণে আবহাওয়ার উন্নতি! ফের কি বর্ষণে ভিজবে বঙ্গ?

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়া আপডেট অনুযায়ী, শুক্রবার বিকেল থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে ফের ঘুরিয়ে বৃষ্টি হবে কি না তা নিয়ে এখনও আশঙ্কা। দেখুন এই প্রসঙ্গে কী বললো হাওয়া অফিস।


বেশ কয়েকদিন পর রোদ ঝলমলে আকাশ দেখা গেলো শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পুজোর আর কয়েকদিন বাকি, এমত অবস্থায় লাগাতার বর্ষণে বিরক্তিতে বঙ্গবাসী। এছাড়াও বৃষ্টিতে কার্যত ধুয়ে যাওয়ার অবস্থায় কুমারটুলি। রোদের দেখা না মেলায় শুকাচ্ছে না প্রতিমাও। ফলে মাথায় হাত শিল্পীদের। তবে আজ, শুক্রবার, সকাল থেকেই বেশ রোদ দক্ষিণবঙ্গে। আকাশে দেখা যাচ্ছে শরতের মেঘও। তবে সাম্প্রতিক আবহাওয়ার খামখেয়ালিপনা দেখে এখন সকলেরই প্রশ্ন, বৃষ্টি কি এবার বিদায় নিলো? নাকি আবার ঘুরে বর্ষণে ভিজতে চলেছে বঙ্গ? পাশাপাশি এবার কি পুজোতেও চলবে এরকম বৃষ্টি? কেমন থাকবে পশ্চিমবঙ্গর আবহাওয়া (West Bengal Weather), দেখুন এক নজরে!

বেশ কয়েকদিন পর রোদ ঝলমলে আকাশ দেখা গেলো শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে
বেশ কয়েকদিন পর রোদ ঝলমলে আকাশ দেখা গেলো শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

দক্ষিণবঙ্গের আবহাওয়া । Weather in South Bengal :

টানা এক সপ্তাহ উত্তর-দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পর অবশেষে শুক্রের আকাশে দেখা দিল ঝলমলে রোদ। সেই দেখে বৃষ্টি বন্ধের আশা জেগেছে বঙ্গবাসীদের মধ্যে। পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) আপডেট অনুযায়ী,  শুক্রের বিকেল থেকে আবহাওয়ার উন্নতি হতে চলেছে।  শনিবার থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের আশ্বাস দিয়েছে আবহাওয়া দফতর। এমনকি আগামীকাল, শনিবার থেকে ঝলমলে রোদের দেখা পাওয়ার আশাও রয়েছে। অর্থাৎ ইউকেন্ডে এবার জমিয়ে শপিং করতে পারবে বঙ্গবাসী।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department ) সূত্রে খবর, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমতে চললেও বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস রয়েছে।

শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমতে চললেও বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা 
শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমতে চললেও বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা 

কলকাতার আবহাওয়া । Weather in Kolkata :

পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) আপডেট অনুযায়ী, আজ শহরের আকাশ সাধারণত মেঘলা থাকতে পারে। কলকাতা এবং শহরতলিতে আজ বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। অপরদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা কি না স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামিকাল এবং পরশু বৃষ্টির পরিমাণ আরও কমবে কলকাতাতেও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের সোমবার থেকে দুর্যোগের কালো মেঘ পুরোপুরি কেটে যেতে পারে কলকাতায়। অর্থাৎ নয়া সপ্তাহ থেকেই কলকাতায় শরতের রোদ ঝলমলে দেখা দিতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা কমার সঙ্গে বাড়বে তাপমাত্রার পারদ।

আগামী সপ্তাহের সোমবার থেকে দুর্যোগের কালো মেঘ পুরোপুরি কেটে যেতে পারে কলকাতায়
আগামী সপ্তাহের সোমবার থেকে দুর্যোগের কালো মেঘ পুরোপুরি কেটে যেতে পারে কলকাতায়

উত্তরবঙ্গের আবহাওয়া । Weather in North Bengal :

সিকিমের দুর্যোগপূর্ণ অবস্থার প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। বুধের পর বৃহস্পতিবারও বিপর্যস্ত ছবি উত্তরবঙ্গে। কালিম্পঙের তিস্তা বাজার ও মেল্লি এলাকায় ধস নামায় পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। তাসের ঘরের মতো ভেঙে গেছে বাড়ি, জলের তোড়ে ভাসছে রাস্তা। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জিটিএ চেয়ারম্যান অনীত থাপা (GTA Chairman Aneet Thapa)। জলের তলায় ডুবে রয়েছে জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের বাসুসুবা গ্রাম-সহ একাধিক এলাকা। এর মাঝেই পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) আপডেট অনুযায়ী, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন আলিপুরদুয়ার ও কোচবিহারের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরের বাকি ছ'টি জেলা - দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শনিবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে খবর। উত্তরবঙ্গে ৬ তারিখ থেকে বৃষ্টিপাত কমবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কোচবিহার, আলিপুরদুয়ার এই দিকগুলিতে। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। ৭ তারিখ থেকে উত্তরবঙ্গে অনেকটাই কমে যাবে বৃষ্টিপাত।

সিকিমের দুর্যোগপূর্ণ অবস্থার প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও
সিকিমের দুর্যোগপূর্ণ অবস্থার প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও

পশ্চিমবঙ্গ আবহাওয়া সম্পর্কে আরও পড়ুন : ১ লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি!পুজোর মরশুমে বন্যার আশঙ্কা!

 আর হাতেগোনা দিন বাদেই পুজো। তবে বৃষ্টির জেরে পুজোর বাজার খারাপ। সফল ব্যবসায়ী, শিল্পীদের থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেরই প্রশ্ন, পুজোতেও কি বৃষ্টি হবে? এই প্রশ্নের উত্তরে সেভাবে খোলাসা করে কিছু বলেনি হাওয়া অফিস। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, দুর্বল হওয়া নিম্নচাপ পুরোপুরি বিলীন না হলে কিছু বলা অসম্ভব। আসলে উত্তর প্রদেশের পূর্বভাগ এবং মধ্যপ্রদেশের পূর্বভাগ ও মহারাষ্ট্রের কিছু অংশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হচ্ছে। উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল থেকে বিদায় নিয়েছে বর্ষা। ফলে উত্তরে হাওয়ার শক্তি বৃদ্ধি পাচ্ছে। আর সেই উত্তরে হাওয়ার জেরেই ফের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফিরে আসে নিম্নচাপ। আর তাতেই বর্ষণে ভিজছে বঙ্গ। যদি এবার শক্তি কমিয়ে নিম্নচাপটি সম্পূর্ণ রূপে বিলীন হয় এবং আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া ফেরে, তাহলে তারপরই পরিস্থিতি দেখে বলা যাবে বর্ষা বিদায় নিয়েছে কিনা এবং পুজোতে বৃষ্টি হবে কি না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File