West Bengal Weather Report | এবার পুজোতে 'অসুর' হবে না বৃষ্টি! ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া!
পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট নিয়ে বড় আপডেট দিলো হাওয়া অফিস। যে কোনো মুহূর্তে বিদায় নেযে বর্ষা। পুজোতে পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া।
'শরতের নীল আকাশ, আর আকাশ ভর্তি পেঁজা তুলো'...এমন পরিষ্কার আবহেই মা দুগ্গার আগমণ ঘটে। তবে চলতি বছর বর্ষা এবং বৃষ্টির লাগাতার দাপটে শারোদোৎসবে নীল আকাশের দেখা মিলবে কি না তা নিয়ে বেশ সংশয়ে ছিলেন বঙ্গবাসী। তবে গোটা রাজ্যকেই বড় আস্থা দিলো হাওয়া দফতর। কেবল মহালয়াতেই নয়, পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, পুজোতেও পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal। হাওয়া অফিস জানিয়েছে, ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal)। এমনকি পশ্চিমের জেলাগুলিতে ভোরের দিকে ও সন্ধ্যা নামার পর হালকা শীতের অনুভূতিও হতে পারে বলে অনুমান আবহবিদদের। কিছুদিনের মধ্যেই বঙ্গ থেকে বিদায় নেবে বর্ষাও।
উত্তরবঙ্গের আবহাওয়া । Weather in North Bengal :
পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী, উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Cooch Behar), জলপাইগুড়ি (Jalpaiguri)জেলায়। যদিও ক্রমশ বৃষ্টির পরিমাণ ক্রমশই কমবে। সোম, মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গেও। উত্তর ও দক্ষিণ দিনাজপুর (North and South Dinajpur) এবং মালদায় (Malda) আবশ্য আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পরে চতুর্থী পর্যন্ত পাহাড়ে হালকা বৃষ্টি জারি থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া । Weather in South Bengal :
পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, যে কোনো মুহূর্তে দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিতে পারে বর্ষা। ফলে এখন দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনবা নেই বললেই চলে। পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) বলছে,দক্ষিণবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। মহালয়ার দিন, শনিবার মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে দিনভর। জেলায় জেলায় বৃষ্টি হওয়ার সম্ভবনা নেই, শুকনোই থাকবে আবহাওয়া। তবে দু-এক জায়গায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। বাতাসে জলীয়বাষ্প কিছুটা থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। যদিও আজ থেকে জলীয়বাষ্পের পরিমাণ কমতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর সম্পর্কে আরও পড়ুন : মেঘ কাটিয়ে শরতের রোদের দেখা!
শুক্রবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে দক্ষিণবঙ্গ থেকে। এই আবহে শনিবার, মহালয়ার দিনে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব মেদিনীপুর (East Medinipur), হাওড়া (Howrah), কলকাতা (Kolkata), হুগলি (Hooghly), পুরুলিয়া (Purulia), ঝাড়গ্রাম (Jhargram), পশ্চিম মেদিনীপুর (West Midnapore), বাঁকুড়া (Bankura), পশ্চিম বর্ধমান (West Burdwan), পূর্ব বর্ধমান (East Burdwan), বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad) এবং নদিয়ার (Nadia) আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাওই তেমন কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী, আগামী ক'দিন দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘের দেখা মিলবে না। শুধুমাত্র উপকূলবর্তী অঞ্চলের আকাশ মেঘলা থাকতে পারে বলে জানা গিয়েছে। এদিকে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না আগামী কয়েকদিনে। এদিকে বৃষ্টি কম হওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বজায় থাকবে দক্ষিণবঙ্গে।
কলকাতার আবহাওয়া । Weather in Kolkata :
কলকাতায় মেঘমুক্ত পরিস্কার আকাশ থাকবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দিনভর। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ক্রমশ কমবে। কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। জানা গিয়েছে, ১৭ ই অক্টোবর পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর সম্পর্কে আরও পড়ুন : মহালয়া পর্যন্ত পরিষ্কার-শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস! পুজোর আগে কি বঙ্গ থেকে বিদায় নেবে বর্ষা?
পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী, পুজোতে পরিষ্কার থাকবে আকাশ। ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে আবহাওয়া। হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় ঢুকবে আজ, শুক্রবার এবং শনিবার সেটি সমতলের রাজ্যগুলিতে প্রভাব বিস্তার করবে। জানা গিয়েছে, ২০ই অক্টোবর, শুক্রবার, মহাষষ্ঠী থেকে ২২সে অক্টোবর রবিবার মহাষ্টমী পর্যন্ত পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal) থাকবে মনোরম।অন্যদিকে, ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ ও সংলগ্ন উত্তরবঙ্গে। এছাড়াও ত্রিপুরা এবং তামিলনাড়ুতে আরও দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। একটি অক্ষরেখা রয়েছে তামিলনাড়ুর ঘূর্ণাবর্ত থেকে কোমোরিন এলাকা পর্যন্ত। ইতিমধ্যেই বর্ষা বিদায় রেখা রক্সৌল, ডালটনগঞ্জ, বিজাপুরের উপর দিয়ে গিয়েছে। ফলে পরিস্থিতি অনুকূল থাকবে এবং যে কোনও মুহূর্তে পশ্চিমবঙ্গ ও ওড়িশা থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- দক্ষিণবঙ্গ
- উত্তরবঙ্গ
- শহর কলকাতা
- বৃষ্টিপাত
- পুজো ও উৎসব
- দুর্গাপুজো
- দূর্গা পুজো ২০২৩
- রাজ্য