বদল করা হল পাভলভ হাসপাতালের সুপার! কোচবিহার যক্ষ্মা হাসপাতালে পাঠানো হল আগের সুপার গণেশকে

Thursday, December 21 2023, 2:33 pm
বদল করা হল পাভলভ হাসপাতালের সুপার! কোচবিহার যক্ষ্মা হাসপাতালে পাঠানো হল আগের সুপার গণেশকে
highlightKey Highlights

পাভলভ হাসপাতালের সুপারকে শোকজ করে স্বাস্থ্য দফতর। জবাবি চিঠিতে সুপারের বক্তব্য সন্তোষজনক ছিল না জানা যাচ্ছে।


পাভলভ মানসিক হাসপাতালের সুপার গণেশ প্রসাদকে সরাল রাজ্য স্বাস্থ্য দফতর। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন চিকিৎসক মৃগাঙ্ক মৌলী কর। হাওড়া ডিএমসিএইচও-তে বর্তমানে কর্মরত তিনি। গণেশকে পাঠানো হল কোচবিহারের জেডি যক্ষ্মা হাসপাতালে।

পাভলভ মানসিক হাসপাতালে রোগীদের অস্বাস্থ্যকর পরিবেশে বন্দি করে রাখা হয়েছে। দেওয়া হয় নিম্ন মানের খাবার— সম্প্রতি এমনই নানা অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তাঁকে শোকজ করা হয়। মঙ্গলবার হাসপাতালের সুপার গণেশকে তলব করে স্বাস্থ্য দফতর। ডাক পেয়ে স্বাস্থ্য দফতরে হাজিরা দেন সুপার। তিন পাতার চিঠিতে শোকজের জবাবও দেন।

স্বাস্থ্য দফতরের পর্যবেক্ষণ রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, হাসপাতালের অন্ধকার এবং স্যাঁতসেঁতে দু’টি মাত্র ঘরে ১৩ জন রোগীকে বন্ধ করে রাখা হয়েছিল। ঘর দু’টির অবস্থাও বিপজ্জনক। এর প্রেক্ষিতে সুপার জানান, ওই ঘরগুলি সংস্কারের জন্য আগেই বলা হয়েছিল। সম্প্রতি তার অনুমোদন পাওয়া গিয়েছে। শীঘ্রই সংস্কারের কাজ শুরু করবে পিডব্লিউডি। জবাবি চিঠিতে সুপার এ-ও উল্লেখ করেন, যে সব রোগী চর্মরোগে আক্রান্ত, তাঁরা চর্মরোগ বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রয়েছেন। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File