Madhyamgram Blast | প্রেমের টানেই সচ্চিদানন্দ মধ্যমগ্রামে আসে? বিস্ফোরণ কাণ্ডে বিস্ফোরক তথ্য এলো পুলিশের হাতে

Tuesday, August 19 2025, 3:31 am
highlightKey Highlights

প্রেমের টানেই মৃত যুবক সচ্চিদানন্দ মধ্যমগ্রামে আসে? সোমবার দিনের শেষে সাংবাদিক বৈঠকে সেই ইঙ্গিত দিলেন বারাসত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া।


রবিবার গভীর রাতে মধ্যমগ্রাম বয়েজ স্কুল সংলগ্ন ‘রবীন্দ্র মুক্ত মঞ্চ’ এলাকায় প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই দুর্ঘটনার নমুনা সংগ্রহ করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তদন্তকারীদের অনুমান, বিস্ফোরণে কম তীব্রতাসম্পন্ন আইইডি ব্যবহার করা হয়েছে। বিস্ফোরণে অভিঘাতে অভিযুক্ত যুবক সচ্চিদানন্দের বাঁ হাত, এবং পা উড়ে গিয়েছে। সোমবার পুলিশ সুপার জানিয়েছেন, ”মৃতের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে প্রাথমিকভাবে জানা গিয়েছে, এখানের কোনও তরুণীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল।” আশঙ্কা প্রেমের টানেই মৃত মধ্যমগ্রামে আসে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File