US-India | শুল্ক যুদ্ধের মাঝে বাণিজ্য বিভ্রাট, ভারত সফর বাতিল মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের
Sunday, August 17 2025, 4:03 am
Key Highlightsভারত সফর বাতিল করল মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল। ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক খাঁড়ার মাঝেই এই বাণিজ্য বৈঠক ভারতের জন্য ছিল আশার আলো।
২৫ আগস্ট মার্কিন সহকারি বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে এক বাণিজ্য দলের ভারতে আসার কথা ছিল। ৩০ আগস্ট পর্যন্ত ভারত এবং আমেরিকা দ্বিপাক্ষিক বৈঠক হতো। শনিবার আনুষ্ঠানিকভাবে সফর বাতিল করে মার্কিন দলটি। ফলের দুই দেশের দুগ্ধ ও কৃষিজ পণ্যের মতো ক্ষেত্রগুলির বাণিজ্য এবং বর্ধিত হারে শুল্ক সম্পর্কে যে আশঙ্কার কালো মেঘ ছেয়েছে, তা আরও গাঢ় হলো। উল্লেখ্য, রাশিয়ার থেকে তেল কেনার ফলে ভারতের ওপর ৫০% শুল্ক চাপিয়েছে ট্রাম্প। যদিও ভারত স্পষ্ট জানিয়েছে, তাঁরা তেল কেনা বন্ধ করবে না।
- Related topics -
- দেশ
- ভারত
- নরেন্দ্র মোদি
- মার্কিন যুক্তরাষ্ট্র
- আমেরিকা
- ব্যবসা বাণিজ্য
- শুল্ক
- donald trump
- ডোনাল্ড ট্রাম্প

