Virat Kohli 50th Century | 'ভগবানে'র সামনেই 'বিরাট' স্বপ্নপূরণ! মাস্টার-ব্লাস্টার সচিনের ৫০তম শতরানের রেকর্ড ভাঙলেন কোহলি!
ভারত বনাম নিউজিল্যান্ড আইসিসি বিশ্বকাপের সেমিফাইনালে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি। ৫০তম সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় লিখলেন নিজের নাম। বিরাটকে অভিনন্দন জানিয়ে আবেগপ্রবণ পোস্ট করলেন সচিন।
ভারতের ক্রিকেটের 'ভগবানে'র সামনে তাঁরই 'বিরাট' রেকর্ড ভাঙলেন 'ভক্ত' কোহলি! এই কথা বললে ভুল কিছু হবে না। আইসিসি বিশ্বকাপের সেমিফাইনাল (ICC World Cup Semi-Final) এর ম্যাচে ৫০তম সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরের রেকর্ড (Sachin Tendulkar Records) ভাঙলেন বিরাট কোহলি (Virat Kohli)। ৫০তম সেঞ্চুরি করতেই প্রথমেই দর্শকস্থানে থাকা 'ভগবান' সচিন তেন্ডুলকরকে কার্যত প্রণাম জানালেন কোহলি। প্রমাণ করলেন, ক্রিকেটের মাঠেই নয়, মানুষ হিসেবেও 'বিরাট' তিনি!
নিজের ৩৬তম জন্ম দিনে ইডেন গার্ডেন্সে ৪৯তম শতরান করে সচিন তেন্ডুলকর রেকর্ড (Sachin Tendulkar Records) প্রায় ছুঁয়ে ফেলেছিলেন কোহলি। ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর মাঠেই বিরাট কোহলি ৫০তম সেঞ্চুরি (Virat Kohli 50th Century) করবেন এই প্রত্যাশা রেখেছিলেন অধিকাংশ ভারতীয়। ১৫ই নভেম্বর, ভাইফোঁটা উৎসবের দিনে ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) সেমি ফাইনাল ম্যাচে সকলের প্রত্যাশা পূরণ করলেন বিরাট। বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৫০তম শতরান হাঁকালেন বিরাট। এক দিনের ক্রিকেট তৈরি হল নতুন বিশ্বরেকর্ড।
এদিন ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) ম্যাচে ওয়াংখেড়েতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দল (World Cup 2023 Indian Team)। শুরুতে ওপেনিং জুটির কাঁধে ভর দিয়ে ভালোই এগোচ্ছিল ভারত, কিন্তু ৪৭ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় অধিনায়ক রোহিত শর্মাকে। এরপর বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দল (World Cup 2023 Indian Team) এর হাল ধরতে নামেন কোহলি। মাঠে নেমেই ঠান্ডা মাথায় টার্গেটের দিকে এগিয়ে চলেন। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি বিশ্বকাপের সেমিফাইনাল (ICC World Cup Semi-Final) ১১৩ বলে ১১৭ রান করেন কোহলি। বিরাট কোহলি ৫০তম সেঞ্চুরি করতেই গ্যালারিতে দাঁড়িয়ে হাততালি দিয়ে বিরাটের সাফল্য উদযাপন করলেন খোদ সচিন তেন্ডুলকার। বিরাটও নতজানু হয়ে শ্রদ্ধা জানালেন তাঁকে। বিরাট ৫০তম সেঞ্চুরি করে তাঁর রেকর্ড ভাঙার পর সচিন সোশ্যাল মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেন বিরাটকে অভিনন্দন জানানোর উদ্দেশ্যে। যা চোখের পলকেই ছড়িয়ে পরে নেট দুনিয়ায়। 'ভগবান' তেন্ডুলকার লেখেন, তিনি প্রথম বিরাটকে দেখেছিলেন ড্রেসিংরুমে। তখন টিমের বাকিরা বিরাটের সঙ্গে প্র্যাঙ্ক করছিল। সচিনও হেসেছিলেন তাতে। তবে তারপরেই খুব তাড়াতাড়ি, বিরাটের প্যাশন আর স্কিল জিতে নিয়েছিল সচিনের মন। 'বিরাট' খেলোয়াড় হয়ে উঠলো সেই ছেলেটি। সচিন আরও লেখেন, তিনি ভীষণ খুশি। একজন ভারতীয় তাঁর রেকর্ড ভাঙল, এর চেয়ে বড় সুখ আর কী-ই বা হতে পারে! তাও আবার বিশ্বকাপের সেমিফাইনালের মতো বড় মঞ্চে।
অন্যদিকে, স্ত্রী অনুষ্কাও বিরাটের দিকে ছুড়ে দিলেন অসংখ্য 'ফ্লাইং কিস'। অভিনেত্রী অনুষ্কার হাসি এবং উচ্ছাসই বলে দিচ্ছিলো স্বামী বিরাটের প্রতি কতটা গর্বিত তিনি। উল্লেখ্য, ওয়াংখেড়েতে ভারত-নিউ জ়িল্যান্ড সেমিফাইনাল ম্যাচ দেখতে এসেছেন ডেভিড বেকহ্যাম (David Beckham)। সচিন তেন্ডুলকরের সঙ্গেই রয়েছেন তিনি। দুই দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে দেখা গেল বেকহ্যামকে। সচিন এবং বেকহ্যাম একসঙ্গে মাঠে নামেন। তার পর দুই দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলান। ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার বেকহ্যাম বুধবার ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল দেখতে এসেছেন ইউনিসেফের দূত হিসাবে। বেকহ্যাম মানেই বাঁকানো শটে গোল আর সচিন মানে নিখুঁত স্ট্রেট ড্রাইভ। এক জনের পায়ে বল পড়লে ভয় পেতেন ডিফেন্ডারেরা। আর সচিন ব্যাট করতে নামা মানে বোলারদের ঘুম উড়ে যাওয়া। এই দুই ভিন্ন খেলার দুই অন্যতম সেরা খেলোয়াড়ই ওয়াংখেড়েতে নতুন ইতিহাসের সাক্ষী হলেন। বিরাটের ৫০তম সেঞ্চুরি করার পর উচ্ছসিত হয়ে পড়েন ডেভিড বেকহ্যামও।
তবে বুধবার কেবল সচিনের সব থেকে বেশি অর্ধশতরানের রেকর্ডই নয়, কোহলি ভাঙেন আরও রেকর্ড। বিরাট কোহলি ৫০তম সেঞ্চুরি (Virat Kohli 50th Century) করার পর সচিনের এক বিশ্বকাপে সর্বোচ্চ ৬৭৩ রানের বিশ্বরেকর্ড ভাঙলেন। সব মিলিয়ে বুধবার সচিনের তিনটি রেকর্ড ভেঙে দিলেন কোহলি। এর আগে ৮০ রান করার সঙ্গে সঙ্গে এক বিশ্বকাপে সচিনের সব থেকে বেশি রান করার রেকর্ডও ভেঙে দেন তিনি। ২০০৩ সালের বিশ্বকাপে সচিন করেছিলেন ৬৭৩ রান। এ দিনই বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসাবে এক বিশ্বকাপে ৬০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। সচিন, ম্যাথু হেডেন, ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা এবং শাকিব আল হাসানের এই কৃতিত্ব ছিল। তবে এবারের বিশ্বকাপে অষ্টম বার ৫০ রানের গন্ডি পেরোলেন কোহলি। তার মধ্যে দু’টি ইনিংসে শতরান হয়েছে। বাকিগুলির মধ্যে প্রায় তিন বার শতরানের কাছে এসেও থেমে গিয়েছেন। বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে কোহলি করেছিলেন ৮৫ রান। পরের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৫৫ রান করেন। পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ১০৩ রানে অপরাজিত থাকেন। পরের ম্যাচে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৯৫ রান করেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ওয়াংখেড়েতেই ৮৮ রান করেন। এর পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে অপরাজিত ১০১ রান করেন। রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫১ রানে ফিরে যান।
প্রসঙ্গত, ভারত এবারের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর থেকেই একটি তথ্য নিয়ে বারবার আলোচনা হচ্ছ। আর সেটা হল ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনাল। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত নিউজিল্যান্ড। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে ১৮ রানে হেরে ভারতের স্বপ্নভঙ্গ হয়েছিল। তার পর চার বছর কেটে গিয়েছে। তবে এবার সুযোগ। ২০১৯ সেমিফাইনালে নিউজিল্য়ান্ডের কাছে সেই হারের ক্ষত মেটাতে যেন রোহিত শর্মার নেতৃত্বে ইন্ডিয়া টিম মাঠে নেমেছে। ফলে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে সকলেই। এদিন বিরাটের রেকর্ড ছাড়াও ৭০ বলে ১০৫ রান করেছেন শ্রেয়স আইয়ার। ভারত মোট ৩৯৮ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে নিউজিল্যান্ডের দিকে।