ICC World Cup Semi-Final | সেমিফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড! ম্যাচ টাই হলে কোন সমীকরণে এগোবে খেলা?

Monday, November 13 2023, 3:26 pm
highlightKey Highlights

আইসিসি বিশ্বকাপের সেমিফাইনাল প্রথমটি হবে মুম্বইয়ে ভারত-নিউজিল্যান্ড এবং দ্বিতীয়টি ইডেন গার্ডেন্স কলকাতায় অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে। বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দল বনাম নিউজিল্যান্ড ম্যাচ টাই হলে জানুন কী হবে।


অন্তিম পর্যায়ে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023)। আইসিসি বিশ্বকাপের সেমিফাইনাল (ICC World Cup Semi-Final) আগেই একটা নিশ্চিত হয়ে গিয়েছিলো। এবার শনিবার নিশ্চিত হলো আরও এক সেমিফাইনাল। আগামী ১৫ নভেম্বর, অর্থাৎ বুধবার প্রথম সেমিফাইনালে খেলতে চলেছে  বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দল (World Cup 2023 Indian Team) ও নিউ জিল্যান্ড (New Zealand)। এই ম্যাচ হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium in Mumbai)। তার ঠিক পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার ইডেন গার্ডেন্স কলকাতা (Eden Gardens Kolkata)তে অস্ট্রেলিয়া  খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ।

আইসিসি বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩ পয়েন্ট টেবিলের প্রথম চার ভারত-দক্ষন আফ্রিকা-অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড 
আইসিসি বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩ পয়েন্ট টেবিলের প্রথম চার ভারত-দক্ষন আফ্রিকা-অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড 

চলতি বিশ্বকাপ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ হতে চলেছে বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দল (World Cup 2023 Indian Team) ও নিউ জিল্যান্ডের মধ্যে। উল্লেখ্য, এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলেছে ভারত এবং সবকটিতেই জিতে এখনও পর্যন্ত ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩ পয়েন্ট টেবিল (ODI World Cup 2023 Points Table) এর সবথেকে ওপরে আছে দল। অন্যদিকে, ৯টি ম্যাচের মধ্যে ৫টিতে জিতে ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩ পয়েন্ট টেবিল (ODI World Cup 2023 Points Table) এর চতুর্থস্থানে রয়েছে  নিউ জিল্যান্ড। আগামী ১৫ তারিখ এই দুই দল মুখোমুখি হবে। তবে অনেকের প্রশ্ন, যদি এই ম্যাচ টাই হয়?

Trending Updates

এখন যদি এই বিশ্বকাপে কোনও ম্যাচ টাই হয়ে যায়, তাহলে বাউন্ডারি কাউন্টের মতো বিতর্কিত নিয়ম আর লাগু করা হবে না।  আগে নিয়ম অনুসারে, যে দল ম্যাচে সবথেকে বেশি বাউন্ডারি হাঁকিয়েছে, তাদেরই বিজয়ী ঘোষণা করা হত। কিন্তু, এবার আর সেই নিয়মের পুনরাবৃত্তি হবে না। যদি আইসিসি বিশ্বকাপের সেমিফাইনাল (ICC World Cup Semi-Final) ম্যাচ কোনও কারণে টাই হয়ে যায়, তাহলে সুপার ওভারের আয়োজন করা হবে। সেক্ষেত্রেও যদি ম্যাচ টাই হয়, তাহলে আবারও সুপার ওভার আয়োজন করা হবে। ইতিপূর্বে বাউন্ডারি কাউন্ট নিয়মটি যথেষ্ট বিতর্কের জন্ম দিয়েছিল। সেকারণেই এবার ওই নিয়মটা আর রাখা হয়নি।

আইসিসি বিশ্বকাপের সেমিফাইনাল প্রথমটি হবে মুম্বইয়ে  ভারত-নিউজিল্যান্ডের মধ্যে
আইসিসি বিশ্বকাপের সেমিফাইনাল প্রথমটি হবে মুম্বইয়ে ভারত-নিউজিল্যান্ডের মধ্যে

প্রসঙ্গত, গত বারের বিশ্বকাপের পুনরাবৃত্তি হতে চলেছে এ বারও। গত বার ভারত রাউন্ড রবিনে শীর্ষস্থানে ছিল। চতুর্থ স্থানে ছিল নিউ জ়িল্যান্ড। এ বারও তার ব্যতিক্রম হল না। পাকিস্তানকে ছিটকে দিয়ে নিউ জ়িল্যান্ড শেষ চারের টিকিট জিতে নিল। গত বার রাউন্ড রবিনে ভারত অপ্রতিরোধ্য থেকেও সেমিফাইনালে হেরে গিয়েছিল নিউ ‌জ়‌িল্যান্ডের কাছে। এ বার ভারত রাউন্ড রবিন পর্বেই নিউ জ়িল্যান্ডকে হারিয়েছে। তবে দল হিসাবে নিউ জ়‌িল্যান্ড যে কোনও দিন বেগ দিতে পারে। তাই রোহিত শর্মার দলকে সতর্ক থাকতে হবে।

উল্লেখ্য, এবারের এই মেগা টুর্নামেন্টে টিম ইন্ডিয়া যথেষ্ট শক্তিশালী ভারতের হয়ে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল এবং কেএল রাহুল সহ দলের প্রায় প্রত্যেক ব্যাটারই প্রতিটা ম্যাচে পারফর্ম করে যাচ্ছেন। অন্যদিকে বল হাতে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব 'কামাল' দেখাচ্ছেন। সেক্ষেত্রে সেমিফাইনাল ম্যাচে নিউ জিল্যান্ডের পক্ষে জেতাটা বেশ কঠিন হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আইসিসি বিশ্বকাপের সেমিফাইনালের দ্বিতীয়টি ইডেন গার্ডেন্স কলকাতায় অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে
আইসিসি বিশ্বকাপের সেমিফাইনালের দ্বিতীয়টি ইডেন গার্ডেন্স কলকাতায় অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে

অন্যদিকে, বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল অর্থাৎ ইডেন গার্ডেন্স কলকাতা (Eden Gardens Kolkata)তে যে দুই দল মুখোমুখি হবে, তারা শেষ মুখোমুখি খেলেছিল ২৪ বছর আগে। ১৯৯৯ সালে বিশ্বকাপের সেই সেমিফাইনালে অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ২১৩ রান তুলেছিল। দক্ষিণ আফ্রিকা রান তাড়া করে একই রান তোলে। কিন্তু জয়ের রান নিতে গিয়ে রান আউট হয়ে যান অ্যালান ডোনাল্ড। রান রেটে ফাইনালে উঠে যায় অস্ট্রেলিয়া। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File