ChatGPT | Googleকে টক্কর OpenAIর! 'চ্যাটজিপিটি সার্চ ইঞ্জিন' নিয়ে আসলো মার্কিন এআই সংস্থা
সংস্থার তরফে দাবি করা হয়েছে, চ্যাটজিপিটির যে 'এআই চ্যাটবট' আছে, তাতে সার্চ ইঞ্জিনের বৈশিষ্ট্য যোগ করা হয়েছে।
গুগুলকে টক্কর দিতে 'চ্যাটজিপিটি সার্চ ইঞ্জিন' নিয়ে আসলো ওপেন এআই! এই সংস্থার তরফে দাবি করা হয়েছে, চ্যাটজিপিটির যে 'এআই চ্যাটবট' আছে, তাতে সার্চ ইঞ্জিনের বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীকে যা খুঁজতে চাইবেন তা নিমেষের মধ্যে পেয়ে যাবেন। নেট দুনিয়ায় যা যা টাটকা তথ্য আছে, তা চ্যাটজিপিটির সার্চ ইঞ্জিনে পাওয়া যাবে। আপাতত শুধুমাত্র যে গ্রাহকরা টাকা দিচ্ছেন, তাঁরাই সেই সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারবেন। তারপর ধাপে ধাপে সবাই সুবিধা পাবেন।