Santiniketan Paush Fair | রাত পোহালেই শুরু পৌষ উৎসব, নিরাপত্তার চাদরে ঢেকেছে শান্তিনিকেতন মেলা প্রাঙ্গন

Sunday, December 21 2025, 4:48 pm
highlightKey Highlights

বোলপুর-শান্তিনিকেতনের হোটেল, লজ, রিসোর্ট ও হোমস্টেগুলিতে পর্যটকদের ভিড় উপচে পড়েছে। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক প্রশাসন।


কাল থেকে শুরু হচ্ছে শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী পৌষউৎসব। বিশ্বভারতী সূত্রে খবর, ২৩ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। এই উৎসবে প্রথা মেনে অংশ নেবেন ছাত্রছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, প্রাক্তনী, প্রবীণ আশ্রমিক সহ অন্যরা। উৎসব উপলক্ষ্যে কড়া নিরাপত্তা শান্তিনিকেতন চত্বরে। বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল জানান, “অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও ও ডিএসপি পদমর্যাদার আধিকারিকদের নেতৃত্বে প্রায় ২৫০০ পুলিশ কর্মী মোতায়েন থাকবেন। থাকছেন মহিলা পুলিশ, র‍্যাফ, সাদা পোশাকের পুলিশ, অ্যান্টি ক্রাইম টিম ও বিশেষ উদ্ধারকারী দল।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File