Bihar | ভরা সভায় হিজাবে টান মুখ্যমন্ত্রী নীতীশের! চাকরিতে জয়েনই করলেন না মহিলা চিকিৎসক
Sunday, December 21 2025, 5:38 am
Key Highlightsনিয়োগপত্র পেয়েও শেষ পর্যন্ত চাকরিতে যোগই দিলেন না ওই মহিলা চিকিৎসক।
সোমবার বিহারে এক সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই সময় হিজাব পরিহিতা এক মহিলা ডাক্তার মঞ্চে নিয়োগপত্র নিতে এলে নীতীশ কুমার তাঁর হিজাবের দিকে ইঙ্গিত করেন। কিছু বুঝে ওঠার আগেই চিকিৎসকের হিজাব টেনে খুলে দেন তিনি। এতে অপমানিত বোধ করেন ওই মহিলা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, নিয়োগপত্র পেয়েও শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই আয়ুষ চিকিৎসক ডিউটিতে যোগদান করেননি। চিকিৎসকের ভাই জানিয়েছে, মহিলা চাকরিতে যোগ দিতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
- Related topics -
- রাজ্য
- দেশ
- বিহার
- নীতিশ কুমার
- মুখ্যমন্ত্রী
- হিজাব মামলা
- চিকিৎসক

