Ultadanga Auto Strike: উল্টোডাঙ্গা থেকে শহরের সাত রুটে অটো ধর্মঘটে দুর্ভোগ যাত্রীদের

Monday, May 23 2022, 8:36 am
highlightKey Highlights

শুক্রবার সকালে আঞ্চলিক পরিবহণ অফিস কর্তৃক জারি করা নতুন পারমিটের প্রতিবাদে অটোরিকশাগুলি সেই রুটে চলাচল বন্ধ করে দেওয়ার পরে শত শত যাত্রীরা শুক্রবার সকালে উল্টাডাঙ্গা এবং বাগুইআটির মধ্যে আটকে পড়েছিলেন৷


পুলিশের বিরুদ্ধে রুট ঘোরানোর অভিযোগে অটোচালকেরা অটো চালানো বন্ধ রেখেছেন। শুক্রবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয় উল্টোডাঙা থেকে লেকটাউন, উল্টোডাঙা থেকে বাগুইআটি ও উল্টোডাঙা থেকে সল্টলেক রুটের অটো। এর জেরে সপ্তাহের প্রথম কাজের দিন সকালে চূড়ান্ত দুর্ভোগে পড়েন যাত্রীরা।

উল্টোডাঙা থেকে শোভাবাজার (Sovabazar), জোড়াবাগান (Jorabagan), বাগুইহাটি (Baguihati) , সল্টলেক(Salt Lake) , করুণাময়ী (Karunamoyee Ultadanga), সেক্টর ফাইভ সহ একাধিক রুটের অটো বন্ধ। শহরতলি থেকে বহু মানুষ বিধাননগর স্টেশনে নেমেই কলকাতার বিভিন্ন গন্তব্যস্থলে অটোর মাধ্যমেই পৌঁছন। দিনের ব্যস্ত সময়ে এতগুলো রুটে অটো বন্ধ থাকায় চরম দুর্ভোগ। অগত্যা উপায় না থাকায় বাসে বাদুরঝোলা ভিড়। সুযোগ বুঝে ট্যাক্সি থেকে ক্যাবে দ্বিগুণ ভাড়া।

কিন্তু স্থানীয় থানার পুলিশের বক্তব্য, উল্টোডাঙা ১৫ নম্বর বাসস্ট্যান্ড থেকে অটো ঘোরাতে গেলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ফলে উল্টোডাঙা থেকে যাত্রী ছাড়াই মুচিবাজার হয়ে আবার উল্টোডাঙ্গা এসে যাত্রী তুলতে হচ্ছে।

অটোচালকদের দাবি অনুযায়ী, শুধুই যে পুলিশ রুট বদল করছে তা নয়; পাশাপাশি গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে কিন্তু অটো রুটের ভাড়া বৃদ্ধি নতুন করে বৃদ্ধি করা হয়নি। ফলে তাদের বাড়তি ক্ষতি হচ্ছে। তাদের আরও অভিযোগ অটো চালিয়ে গ্যাসের খরচা তুলতে পারা যাচ্ছে না ভালো করে। সেই কারণেই অটো ইউনিয়নের পক্ষ থেকে সমস্ত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ব্যস্ততম একটি জায়গা উল্টোডাঙ্গা সেখান থেকে মানুষ বিভিন্ন গন্তব্যস্থলে পৌঁছায় ফলে তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File