Russia-Ukraine War: ইউক্রেন দখলের ডেডলাইন বেঁধে দিলেন পুতিন!

Friday, March 25 2022, 1:01 pm
highlightKey Highlights

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ইউক্রেন দখলের ডেডলাইন বেঁধে দিলেন পুতিন!


Russia-Ukraine War: গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ঢুকে পড়েছিল রুশ সেনাবাহিনী। দেখতে দেখতে ১ মাস পূর্ণ হয়েছে যুদ্ধের। কবে থামবে এই লড়াই? এই নিয়ে নানা গুঞ্জনের মাঝেই ইউক্রেনের (Ukraine) সংবাদমাধ্যম ‘দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট’-এর দাবি, রুশ সেনাবাহিনীকে মস্কো প্রশাসনের নির্দেশ, যে করেই হোক ৯ই মে, ২০২২-এর মধ্যেই ইউক্রেনকে হারিয়ে দিতেই হবে।

জেলেনস্কি এবং পুতিন 
জেলেনস্কি এবং পুতিন 

কিন্তু ৯ই মে আসতে এখনও ঢের দেরি। কিসের জন্য এতদিন অপেক্ষা করছেন পুতিন। আসলে ওইদিনই (৯ই মে) নাৎসি জার্মানিকে পরাজিত করেছিল ইউক্রেন। সেই ইতিহাসের মাইল ফলককে মাথায় রেখেই তার মধ্যেই এবারের যুদ্ধও শেষ করতে চান পুতিন।

Trending Updates

উল্লেখ্য, গত ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। মুখে পুতিন বাহিনীকে হুঁশিয়ারি দিলেও সরাসরি যুদ্ধক্ষেত্রে ফৌজ পাঠাতে অস্বীকার করে মার্কিন যুক্তরাষ্ট্র (America) এবং ন্যাটো (NATO) । তাদের আশঙ্কা ইউক্রেনে সেনা পাঠালে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে ন্যাটো। অর্থাৎ যুদ্ধের ময়দানে জেলেনস্কিকে একাই বিশাল রুশ বাহিনীর সঙ্গে লড়াই করতে হচ্ছে। আর ইউক্রেনের সেনার জন্য পরিস্থিতি যে ক্রমে জটিল হয়ে উঠছে তা স্পষ্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File