টুইটার চুক্তিতে নয়া টুইস্ট ইলন মাস্কের! এখনই কিনছেন না টুইটার, কিন্তু কেন? জানেন কি
টুইটারে কতগুলো ভুয়ো/স্প্যাম অ্যাকাউন্ট আছে তাঁর কোনো হিসেব আছে কী? জানা গিয়েছে সেই গণনার কাজ শেষ না হওয়া পর্যন্ত টুইটার কিনছেন না ইলন মাস্ক।
৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে টুইটার সংস্থা কেনার চুক্তি চূড়ান্ত হয়ে গেলেই নিজেকে সিইও হিসাবে নিয়োগ করতে পারেন ইলন মাস্ক। তবে সূত্রের খবর অনুযায়ী এই পদে তিনি চিরস্থায়ী হবেন না, সাময়িকভাবে এই ব্যবস্থা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
ভুয়ো/স্প্যাম অ্যাকাউন্ট গণনা শেষ না হওয়া পর্যন্ত ডিল স্থগিত ইলন মাস্ক
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার কেনার পর থেকেই নিয়মিত আলোচনায় রয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। কিছুদিন আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে আগামী সময়ে টুইটার বিনামূল্যে ব্যবহার করা যাবে না। এটি ব্যবহার করার জন্য টাকা খরচ করতে হবে ব্যবহারকারীদের।
আপাতত টুইটার কিনছেন না ইলন মাস্ক। টেসলার কর্ণধার নিজেই টুইটারে বলেছেন, ‘স্প্যাম বা ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা সত্যিই টুইটারের মোট ব্যবহারকারীরপাঁচ শতাংশের কম, সেটা গণনার স্বপক্ষে নথি না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে টুইটার কেনার চুক্তি স্থগিত থাকবে।’
- Related topics -
- টেকনোলজি
- ইলন মাস্ক
- টুইটার
- টুইটার আধিকারিক