Tollywood Hold Outdoor Shooting: তাপপ্রবাহের প্রভাব টলি পাড়ায়, বন্ধ আউটডোর শুটিং

Thursday, April 20 2023, 9:44 am
highlightKey Highlights

গরমের প্রভাব এবার টলি পাড়াতেও। আপাতত আউটডোর শুটিং বন্ধ করার সিদ্ধান্ত। বদল হতে পারে ধারাবাহিকের গল্পেও।


তীব্র গরমে নাজেহাল গোটা বঙ্গবাসী। জারি হয়েছে কমলা সতর্কতাও (Orange Alert)। উপরন্তু আগামী ৪৮ ঘন্টায় প্রবল তাপপ্রবাহ হবে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। ইতিমধ্যেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার গরমে অতিষ্ট হয়ে বড় সিদ্ধান্ত টলি পাড়ার (Tollywood)। প্রচন্ড গরমের কারণে আপাতত বন্ধ আউটডোর শুটিং, বদলানো হতে পারে ধারাবাহিকের গল্পও।

গরমের কারণে আপাতত বন্ধ আউটডোর শুটিং
গরমের কারণে আপাতত বন্ধ আউটডোর শুটিং

বুধবার ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (Federation of Cine Technicians and Workers of Eastern India) জানায়, তীব্র গরমে আপাতত বন্ধ থাকবে বাংলা ধারাবাহিকগুলোর (Serials) আউটডোর শুটিং। সেই মতো বদল করা হতে পারে ধারাববাহিকের গল্পেও। এই বিষয় ভিত্তি করে প্রযোজক গিল্ড ও ইস্টার্ন ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়াশন (The Producers Guild and the Eastern Indian Motion Pictures Association) ওরফে ইম্পাকে (IMPA) মেল করে জানানো হয়েছে বলে খবর। যদিও, ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত জানান, বুধবার বেলা পর্যন্ত কোনও মেলের খবর তাঁর কাছে আসেনি। প্রয়োজন হলে তিনি মেলটি আবার খতিয়ে দেখবেন এবং এই সংক্রান্ত বিষয়ে দরকারি পদক্ষেপ নেবেন। 

Trending Updates
বদল করা হতে পারে ধারাববাহিকের গল্পেও
বদল করা হতে পারে ধারাববাহিকের গল্পেও

ধারাবাহিক প্রযোজকরা জানিয়েছেন, প্রচন্ড তাপে আউটডোর শুটিংয়ে নানা সমস্যা হচ্ছে। তাপপ্রবাহের কারণে অভিনেতা-অভিনেত্রীদের মেকআপ খুব তাড়াতাড়ি ঘামে নষ্ট হয়ে যাচ্ছে। যার ফলে বারংবার করে মেকআপ করতে করতে নাজেহাল হয়ে উঠছেন মেকআপ আর্টিস্টরা। শুটিংয়ের জন্য সেটে এসির ব্যবস্থা রাখা হচ্ছে, বাড়ানো হয়েছে স্ট্যান্ডিং ফ্যানের সংখ্যা, ঠান্ডা জল ও মসলিন টাওয়ালেরও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু তাতেও গরমের সঙ্গে পাল্লা দিয়ে পেরে উঠছেনা টলি পাড়া। 

প্রসঙ্গত, প্রতিদিন সন্ধে হলেই বাংলার ঘরে ঘরে চলে নানান ধারাববাহিক। বেশিরভাগ ধারাবাহিকের দর্শক বাড়ির গৃহিণীরা। সব কাজ ফেলে সন্ধের চায়ে চুমুক দিতে দিতে চলে মন পছন্দের সিরিয়াল। তবে এই সিরিয়াল নিয়ে প্রায়ই ওঠে নানান তর্ক বিতর্ক। বাংলার সিরিয়ালে চরিত্রায়নের ও গল্পের প্রভাব অনেক ক্ষেত্রেই দর্শকদের ওপর পরে। গল্পের মোর বদলাতেই ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের মতো বদল আসে দর্শকদের ওপরও। বিশেষজ্ঞদের মতে ধারাবাহিক যেমন মনোরঞ্জনে সাহায্য করে, চিন্তা দূর করে, কিছুটা মানসিক শান্তি দেয়, মন ভালো রাখে, তেমনই ধারাবাহিক হয়ে উঠতে পারে বিপদও।

ধারাবাহিক হয়ে উঠতে পারে বিপদও
ধারাবাহিক হয়ে উঠতে পারে বিপদও

ধারাবাহিক হয়ে উঠতে পারে বড় নেশা। প্রায় প্রত্যেক ঘরেই দর্শকরা প্রতিদিন সময় মতো লাগাতার সিরিয়াল দেখে থাকেন। যা এক সময় অজান্তেই হয়ে ওঠে নেশা। পাশাপাশি সিরিয়ালে বুদ হয়ে থাকার কারণে বাস্তবতার সঙ্গে যোগ না থাকার ঘটনাও দেখা যায় দর্শকদের মধ্যে। ধারাবাহিকে সকলেই অভিনয় করেন, তা অনেক সময়ই ভুলে গিয়ে থাকেন দর্শক। যার ফলে দেখা যায় ধারাবাহিকের খলনায়কের চরিত্রে অভিনয় করা অভিনেতাদের প্রতি ঘৃণার ঘটনা। অনেক সময় ধারাবাহিকের কোনও ঘটনা হুবহু নকলও করতে দেখা যায় দর্শকদের। এবার এই গরমে আউটডোর শুটিং বন্ধ হওয়ায় বদল হতে পারে সিরিয়ালের গল্পে। ফলে এর প্রভাব দর্শকদের ওপর কেমনভাবে পরে, তা দেখার অপেক্ষা। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File