ODI Cricket World Cup 2023 | সেমিফাইনালের দৌড়ে নিউজ়িল্যান্ড-পাকিস্তান-আফগানিস্তান! কোন দলের পথ কেমন? ফের বিক্রি হবে ফাইনাল-সেমিফাইনালের টিকিট!

Thursday, November 9 2023, 10:24 am
highlightKey Highlights

আইসিসি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে নিউজ়িল্যান্ড-পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে। ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল-সেমিফাইনালের জন্য ফের টিকিট বিক্রি করবে বিসিসিআই।


শেষ পর্যায়ে চলে এসেছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023) এর খেলা। আইসিসি বিশ্বকাপের সেমিফাইনাল (ICC World Cup Semi-Final) এ ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং অবশ্যই বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দল (World Cup 2023 Indian Team)। এখন কেবল সেমিফাইনালে আরেক স্থান দখল করার জন্য লড়াই চলছে নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে। এদের মধ্যে কোন দল ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩ পয়েন্ট টেবিল (ODI World Cup 2023 Points Table) এর শেষ চারে উঠবে তা নির্ভর করছে আগামী কয়েক গুরুতপূর্ণ ম্যাচের ওপর। ইতিমধ্যেই, আজ, ৯ই নভেম্বর, বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি নিউজ়িল্যান্ড ও শ্রীলঙ্কা (NZ vs SL)।

আইসিসি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে নিউজ়িল্যান্ড-পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে
আইসিসি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে নিউজ়িল্যান্ড-পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে

নিউজিল্যান্ডের সমীকরণ :

Trending Updates

বর্তমানে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩ পয়েন্ট টেবিল (ODI World Cup 2023 Points Table) এ চার নম্বরে রয়েছে নিউজ়িল্যান্ড। তবে চার নম্বরেই স্থান বজায় রাখতে শ্রীলঙ্কাকে হারাতেই হবে তাদের। অন্যদিকে, শ্রীলঙ্কা শিবিরও ২ পয়েন্টের জন্য মরিয়া। আপাতত ৪ পয়েন্ট নিয়ে তালিকায় ৯ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। যদি নিউজ়িল্যান্ডকে হারানো যায়, তাহলে পয়েন্ট টেবিলের প্রথম সাত দল হয়ে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করবে কুশল মেন্ডিসরা (Kusal Mendis)।ফলে এদিনের ম্যাচের ওপর নির্ভর করছে সেমিফাইনালের অঙ্ক। 

উল্লেখ্য, সেমিফাইনালের লড়াইয়ে তিন দলের মধ্যে নেট রান রেটে সবার চেয়ে এগিয়ে আছে নিউজিল্যান্ড, তাদের গড় দশমিক তিন নয় আট। কিন্তু সাম্প্রতিক ফর্ম নিউজিল্যান্ডেরই সবচেয়ে খারাপ, টানা চার ম্যাচে হেরেছে দলটি। তবে নেট রান রেটে এগিয়ে থাকার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে একটা জয়ই যথেষ্ট হতে পারে নিউজিল্যান্ডের জন্য সেমিতে যেতে। কিন্তু নিউজিল্যান্ড যদি হেরে যায় তখন আর কিছুই কেইন উইলিয়ামসনদের হাতে থাকবে না। সেক্ষেত্রে পাকিস্তান-ইংল্যান্ড ও আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। ফলে নিউজ়িল্যান্ডকে যে সেমিফাইনালের টিকিটের জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে পাকিস্তান এবং আফগানিস্তান হেরে গেলে নিউজিল্যান্ডের সমান আট পয়েন্ট নিয়ে নেট রান রেটে সেমিফাইনালে চলে যাবে। সেক্ষেত্রে ৯ ম্যাচের পাঁচটিতে হেরেও নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠে যাবে। তবে ব্যাঙ্গালোরে যদি বৃষ্টির কারণে বা যে কোনও কারণে খেলা পরিত্যক্ত হয় সেক্ষেত্রে নিউজিল্যান্ডের জন্য একই সমীকরণ থাকবে। পাকিস্তান অথবা আফগানিস্তান কোনও দল নিজেদের ম্যাচে জিতে গেলেই পয়েন্ট হবে ১০, আর নিউজিল্যান্ডের হবে ৯। বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। 

আইসিসি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে শ্রীলঙ্কাকে হারাতে হবে নিউজ়িল্যান্ডকে 
আইসিসি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে শ্রীলঙ্কাকে হারাতে হবে নিউজ়িল্যান্ডকে 

পাকিস্তানের সমীকরণ : 

 অন্যদিকে, ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে পাকিস্তান। শেষ ম্যাচে ইডেনে (Eden) শনিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ইংল্যান্ড। সেই ম্যাচে জিততে পারলে শেষ চারের দরজা খুলে যেতে পারে বাবর আজ়মদের জন্য। পাকিস্তানের নেট রান রেট আফগানিস্তানের চেয়ে বেশি নিউজিল্যান্ডের থেকে কম। সেক্ষেত্রে নিউজিল্যান্ড যদি শ্রীলঙ্কার বিপক্ষে কোনও কারণে দুই পয়েন্ট তুলতে না পারে, তাহলে পাকিস্তান ইংল্যান্ডের বিপক্ষে জিতলেই কেবল আইসিসি বিশ্বকাপের সেমিফাইনাল (ICC World Cup Semi-Final)এ  যাওয়ার জন্য একটা রাস্তা খুলে যাবে।  তবে নিউজিল্যান্ড শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও পাকিস্তানকে শুধু ইংল্যান্ডকে হারালেই হবে না, জয়ের ব্যবধানও হতে হবে বড়। সমীকরণ বলছে নিউজিল্যান্ড যদি শ্রীলঙ্কার বিপক্ষে এক রানেও জয় পায়, সেক্ষেত্রে পাকিস্তানকে অন্তত ১৩০ রানে ইংল্যান্ডকে হারাতে হবে।

ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে পাকিস্তান 
ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে পাকিস্তান 

আফগানিস্তানের সমীকরণ :

এবার আসা যাক আফগানিস্তানের বিষয়ে। ২০২৩ এর ক্রিকেট বিশ্বকাপে সেরা পারফর্ম করে চলেছে তারা। গোটা বিশ্বকেই অবাক করেছেন আফগান ক্রিকেট খেলোয়াড়রা। তবে নেট রান রেটে আফগানিস্তান বেশ দুর্বল জায়গায় আছে। তাই আফগানিস্তানের জন্য প্রয়োজন নিউজিল্যান্ড ও পাকিস্তান উভয় দলের নিজ নিজ ম্যাচে হার। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলেই আফগানিস্তান সেমিফাইনালে চলে যাবে। তবে নিউজিল্যান্ড যদি হেরে যায় আর পাকিস্তান ইংল্যান্ডের বিপক্ষে জয় পায় সেক্ষেত্রে আফগানিস্তানকে অন্তত ১৪০ রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে। তবে নিউজিল্যান্ড যদি জয় পায় আর সেক্ষেত্রে নিউজিল্যান্ডের যে নেট রান রেট হবে সেটা টপকাতে হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের অন্তত ২৭৩ রানের জয় প্রয়োজন হবে।

ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩ পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে থাকলেও ভালো পারফর্ম করেছে আফগানিস্তান 
ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩ পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে থাকলেও ভালো পারফর্ম করেছে আফগানিস্তান 

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর সেমিফাইনালে ওঠার দৌড়ে এই তিন দলের হাড্ডাহাড্ডি লড়ায়ের মাঝেই দর্শকদের জন্য সুখবর। মাঠে বসে বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনাল দেখার সুযোগ এসেছে আবার। ৯ই নভেম্বর, বৃহস্পতিবার রাত ৮টা থেকে ফের পাওয়া যাবে বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট। প্রসঙ্গত, আইসিসি বিশ্বকাপ ২০২৩ টিকিটের মূল্য (ICC World Cup 2023 Ticket Price) ও টিকিট পাওয়া নিয়ে বেশ সমালোচনার মধ্যে পড়তে হয়েছে বিসিসিআইকে (BCCI)। যে ওয়েবসাইটে টিকিট কাটা যাচ্ছিল সেখানে ‘সোল্ড আউট’ দেখালেও ম্যাচের দিন স্টেডিয়াম ছিল ফাঁকা। ভারতের ম্যাচও এই ঘটনার ব্যতিক্রম হয়নি। এই বিষয়ে ইডেনে ভারতের ম্যাচের টিকিট ঘিরে সেই ওয়েবসাইটের কর্তা, সিএবি সভাপতি এবং খোদ বোর্ড সভাপতিকেও তলব করা হয়। তবে বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দল (World Cup 2023 Indian Team) সেমিফাইনালে ওঠায় স্বাভাবিক ভাবেই উৎসাহ আরও বেড়েছে। এমনকী সেমিফাইনালে ভারত বনাম পাকিস্তান হওয়ার সম্ভাবনাও রয়েছে। সেই উৎসাহ বুঝেই আইসিসির তরফে টিকিট ছাড়া হচ্ছে বলে খবর ।জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে আবার টিকিট ছাড়া হবে তিনটি ম্যাচের জন্যে। টিকিট কেটে মাঠে বসে খেলা দেখার সুযোগ থাকছে। সেই টিকিট কাটা যাবে https://tickets.cricketworldcup.com লিঙ্কে গিয়ে। উল্লেখ্য, প্রথম সেমিফাইনাল হবে ১৫ই নভেম্বর, দ্বিতীয় সেমিফাইনাল হবে ১৬ই নভেম্বর এবং ফাইনাল হবে ১৯সে নভেম্বর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File