Tiger 3 Movie | দীপাবলির আবহে 'টাইগারে'র কাম ব্যাক! দেশে মুক্তি পাওয়ার আগের দিন বিদেশে মুক্তি পাবে 'টাইগার ৩'!
উৎসবের মরশুমে দর্শকদের চমক দিতে বড় পর্দায় আসতে চলেছে টাইগার ৩। সলমন খানের বিদেশের ভক্তদের জন্য একদিন আগেই সেখানে মুক্তি পাবে টাইগার ৩ সিনেমা।
দীপাবলিতে জন সাধারণকে বড় উপহার দিতে চলেছেন সলমন খান (Salman Khan) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) । শীঘ্রই মুক্তি পেতে চলেছে বলিউডের বিখ্যাত ও জনপ্রিয় সিনেমা টাইগার-র সিক্যুয়েল টাইগার ৩ (Tiger 3)। তবে এবার কেবল দেশেই নয়, দেশের বাইরেও মুক্তি পেতে চলেছে এই সিনেমা। এমনকি ভারতে টাইগার ৩ মুক্তির তারিখ (Tiger 3 Release Date) এর একদিন আগেই দেশের বাইরে মুক্তি পাচ্ছে এই অ্যাকশন ঘরানার ছবি।
'টাইগারে'র বড় পর্দায় ফেরার অপেক্ষায় সলমন ভক্ত থেকে শুরু করে বলিউড সিনেমা প্রেমীরাও। আর সলমন খান মানেই দেশ-বিদেশ জুড়ে ভাইজান ভক্ত। ফলে স্বাভাবিকভাবেই কেবল দেশ নয় বিদেশেও ছড়িয়ে পড়েছে টাইগার ৩ (Tiger 3) নিয়ে উন্মাদনা। ফলে ভারতে টাইগার ৩ মুক্তির তারিখ (Tiger 3 Release Date) ১২ই নভেম্বর হলেও বিদেশে তা একদিন আগে অর্থাৎ ১১ই নভেম্বর মুক্তি পাচ্ছে। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সমস্ত পাশ্চাত্যের বাজারে, টাইগার ৩ সিনেমা (Tiger 3 Movie) মুক্তি পাবে ১১ই নভেম্বর ভারতীয় সময় রাত ৯টায়। এশিয়া, প্যাসিফিক এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বাজার চালু হবে ১২ নভেম্বর। এদেশে 'টাইগার ৩' প্রদর্শনী শুরু হবে ভারতের মতোই ১২ই নভেম্বর সকাল ৭টা থেকে। জানা গিয়েছে ৫ই নভেম্বর থেকে শুরু হবে অ্যাডভান্স বুকিং।
'যশ রাজ ফিল্মস'-এর 'YRF স্পাই ইউনিভার্স'-এর পঞ্চম ছবি হিসেবে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে টাইগার ৩ সিনেমা (Tiger 3 Movie)। উল্লেখ্য, এর আগেও টাইগাররের দুটি সিনেমা 'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়' মুক্তি পেয়েছিলো। এই সিনেমার সিক্যুয়ালই 'টাইগার ৩'। এই সিনেমায় খলনায়কের চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। মণীশ শর্মা পরিচালিত এই ছবিতে ফের অ্যাকশন অবতারে দেখা যাবে সলমন-ক্যাটরিনাকে। এই ছবিটি প্যান ইন্ডিয়ায় রিলিজ করতে চলেছে। হিন্দি, তামিল, তেলুগুতে মুক্তি পাবে ছবিটি। টাইগার ৩ এর বাজেট (Tiger 3 Budget) ৩০০ কোটি টাকা। ফলত বোঝাই যাচ্ছে এবার দর্শকদের মন জয় করতে বিশেষ ধামাল আনতে চলেছেন সলমন-ক্যাটরিনা জুটি। পাশাপাশি ছয় বছর পর ফের একবার টাইগার হয়ে বড় পর্দায় প্রত্যাবর্তন করছেন সলমান খান।
প্রত্যেক বারের মতো এবারও ভাইজানের সিনেমার জন্য উন্মাদ ভক্তরা। যার ফলে অগ্রিম বুকিং চালু হচ্ছে ৫ই নভেম্বর থেকে। এমনকি ভক্তদের কথা ভেবেই ১২ই নভেম্বর সকাল ৭টায় একটি শো রাখার কথা চিন্তাভাবনা করছেন নির্মাতারা। একটি বিবৃতিতে জানানো হয় এই 'টাইগার ৩' দর্শকের জন্য একাধিক প্রিমিয়াম ফর্ম্যাটে দেখার সুযোগ করে দেওয়া হবে যেমন 2D, IMAX 2D, 4DX 2D, PVR P[Xl], DBOX, ICE এবং 4DE মোশন।
বছরের শুরুতেই মুক্তি পেয়েছিলো শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত 'পাঠান' ছবি। সেখানে যেমন সলমনের ক্যামিও ছিল, তেমনই 'টাইগার ৩' ছবিতেও 'পাঠান' কিং খানকে দেখতে পাওয়া যাবে। এছাড়াও শাহরুখ খানের সম্প্রতি মুক্তি পাওয়া ৩০০ কোটি টাকার ছবি 'জওয়ান' বেশ জনপ্রিয়তা লাভ করে। সিনেমা হলেও চলে বেশ দীর্ঘ সময় ধরে। বাজেটের থেকে আয়ও হয় বহুগুন বেশি। টাইগার ৩ এর বাজেট (Tiger 3 Budget) ও ৩০০ কোটি ফলে এই সিনেমাও দর্শকদের মন জয় করে বাজেটের থেকে বেশি আয় করতে পারে কি না সেইদিকেই তাকিয়ে নির্মাতারা।