আবহাওয়া

Weather WB Update | শনিবার সন্ধ্যে থেকেই বদলাবে কলকাতা ও জেলার আবহাওয়া! সাইক্লোন ‘রেমাল’ নিয়ে আপডেট দিলো হাওয়া অফিস!

Weather WB Update | শনিবার সন্ধ্যে থেকেই বদলাবে কলকাতা ও জেলার আবহাওয়া! সাইক্লোন ‘রেমাল’ নিয়ে আপডেট দিলো হাওয়া অফিস!
Key Highlights

আজ, শনিবার কলকাতা এবং দক্ষিণবঙ্গের একটি জেলায় সন্ধে ৭টার মধ্যে যে কোনও সময় নামতে পারে বৃষ্টি। রবিবার থেকে রাজ্যের একাধিকক জেলায় বৃষ্টির সম্ভবনা। আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে ২০ মের পর।

দিন কয়েক বৃষ্টি বঙ্গে স্বস্তি দিলেও বর্তমানে ফের তাপপ্রবাহে নাজেহাল বঙ্গবাসী। তবে রবিবারই বৃষ্টির আশা দিয়েছে আবহাওয়া দফতর। এর পাশাপাশি পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় (cyclone in west bengal) আসার সম্ভাবনার কথাও শোনা যাচ্চিলো।  পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট (west bengal weather report), অনুযায়ী কলকাতা এবং দক্ষিণবঙ্গের একটি জেলায় সন্ধে ৭টার মধ্যে যে কোনও সময় নামতে পারে বৃষ্টি। সঙ্গে বইতে পারে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও।

রবিবার থেকে বদল দক্ষিণবঙ্গের আবহাওয়া :

শনিবার বিকেল ৪টে ৫০ মিনিটে আলিপুর আবহাওয়া দফতর থেকে জারি করা হয়েছে বৃষ্টির সতর্কবার্তা। তাতে বলা হয়েছে, আগামী দু’-এক ঘণ্টার মধ্যে কলকাতা এবং উত্তর ২৪ পরগনার কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়া বইতে পারে বলেও পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (west bengal weather news)। আবহাওয়া দফতর তাই কলকাতা এবং উত্তর ২৪ পরগনা— দুই জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে। পরামর্শ দিয়েছে দুর্যোগের সময় বাড়ির ভিতরে বা নিরাপদ আশ্রয়ে থাকার। বলা হয়েছে বাড়তি সাবধানতাও অবলম্বন করার কথাও। তবে একই সঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে, এই বৃষ্টির তীব্রতা বেশি হবে না।

কেবল শনিবারই নয়, পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট (west bengal weather report) অনুযায়ী রবিবার থেকে বঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। থাকবে বজ্রপাতের সতর্কতা। সোম ও মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও বজ্রপাতের সতর্কতা থাকছে। বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উল্লেখ্য, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৪৩ শতাংশ।

উত্তরবঙ্গের আবহাওয়া :

উত্তরবঙ্গের জেলাগুলিতে গরম বাড়বে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (west bengal weather news)। মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে শনিবার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে।

সাইক্লোন ‘রেমাল’-র আপডেট :

সম্প্রতি পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় (cyclone in west bengal) আসার কথা শোনা গিয়েছে। ঘূর্ণিঝড় আপডেট (cyclone update) সম্পর্কে জানা গিয়েছে, এই মাসের শেষের দিকেই একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ হয়ে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় সেক্ষেত্রে তার মুখ হতে চলেছে উত্তর ও উত্তর পূর্ব দিক। আর এর জেরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর গতি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে অনুমান করছেন আবহবিদরা। আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে ২০ মের পর। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ৫০ শতাংশ। আর যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাই তার নাম রেমাল (Cyclone Remal)। এই নামটি ওমানের দেওয়া।

আবহাওয়াবিদদের আশঙ্কা,ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে সর্বাধিক ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রক বলছে, দক্ষিণ আন্দামান সাগরে ২২ মে তৈরি হয়েছে এক নিম্নচাপ বলয়। প্রথমে তার গতি উত্তর-পূর্বমুখী থাকবে। এই বলয় মধ্য-বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি করবে। ক্রমে এর শক্তি বাড়বে। এখনও পর্যন্ত এটির ঘূর্ণিঝড় তৈরির সম্ভবনা অন্তত ৬০ শতাংশ। এরপর ১৯ মে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি ও কলকাতা বাদে গোটা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।  ১৯ মে দক্ষিণবঙ্গের পুরুলিয়া-ঝাড়গ্রাম, হাওড়া-হুগলি ও কলকাতা বাদে সারা দক্ষিণবঙ্গেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিন মালদা ও দুই দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টি। অবশিষ্ট উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। ১৯ মে উত্তরবঙ্গের উপরের সব জেলায় ভারী বৃষ্টি এবং সঙ্গে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে। 

এরপর ২০ মে মালদা এবং উত্তর দিনাজপুর বাদে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে রাজ্যের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে ৪০ বা ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। জানা গিয়েছে,২১ এবং ২২ মে গোটা রাজ্যে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি। দার্জিলিং ও কালিম্পং জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি। সঙ্গে সর্বাধিক ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। ২৩ এবং ২৪ মে রাজ্যের সব জেলায় হালকা বা মৃদু বৃষ্টি  হতে পারে। তবে আইএমডি বা আলিপুর আবহাওয়া দফতরের তরফে এই ঝড়ের গতি প্রকৃতি সম্পর্কে স্পষ্ট করে কিছুই বলা হয়নি। 


Centralised Referral System | জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে রাজ্যে পরীক্ষামূলকভাবে কেন্দ্রীয় রেফারেল পদ্ধতি চালু করলো স্বাস্থ্য ভবন
Pangong Lake | প্যাংগং লেকের নিয়ন্ত্রণরেখার অঞ্চলে অসংখ্য ইমারত তৈরী করেছে চিন, যুদ্ধকালীন পরিস্থিতির জন্য এই ব্যবস্থা?
Kojagari Laxmi Puja | বুধবার নাকি বৃহস্পতিবার! তিথি অনুযায়ী কবে করবেন কোজাগরী লক্ষ্মীপুজো?
Ratan Tata | বিলিয়ে দিয়েছেন নিজের সম্পত্তির ৬৫ শতাংশই, ছিলেন মাটির মানুষ, জানুন কীভাবে রতন টাটা হয়ে উঠলেন ভারতের 'রতন'
R G Kar Case Live Update | আরজিকর কাণ্ডে সিবিআইয়ের উপর চাপ বাড়াতে ফের CGO কমপ্লেক্স অভিযান!
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য