Cyclone Remal | মে-মাসের শেষে বঙ্গে ঘূর্ণিঝড়ের আতঙ্ক! আমফান-আয়লার থেকেও কি বেশি তান্ডব চালাবে সাইক্লোন রেমাল?
প্রাথমিক পূর্বাভাস অনুসারে, আগামী ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এরপর আগামী ২৪ মে এটি ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। ২৫ মে সন্ধ্যাবেলার পর সেই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের দিকে এগোতে পারে। বঙ্গোপসাগরের বুকে সাইক্লোন জন্ম নিলে সেটার নাম রাখা হবে রেমাল।
মে মাসেই হয়েছিল আমফান। বছর কয়েক পর সেই মে মাসেই পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় (cyclone in west bengal) এর পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মাসের শেষেই একটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। মে মাসের শেষের দিকেই আছড়ে পড়তে পারে এই বড়সর ঘূর্ণিঝড়। আগামী ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘুর্ণিঝড়। যদি বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হয়, তা হলে এটির নাম হবে রেমাল (Cyclone Remal)। এদিকে বৃহস্পতিবার থেকে উধাও হবে বৃষ্টি। সঙ্গে গরম বাড়বে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (west bengal weather news)। আগামী কয়েক দিনে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
কতটা প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় রেমাল?
ঘূর্ণিঝড় আপডেট (cyclone update) অনুযায়ী, মে মাসের দ্বিতীয় ভাগে সমুদ্রে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়। মে মাসের শেষের দিকেই আছড়ে পড়তে পারে সেটি। এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত তৈরি হলে তার নাম হবে রেমাল (Cyclone Remal)। অবশ্য এই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নিয়ে আবহাওয়া দফতর সরকারি ভাবে এখনও কিছু জানায়নি। তবে জানা গিয়েছে, আগামী ২০ই মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে। ২৪সে মে সমুদ্র থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোতে পারে এই ঘূর্ণিঝড়। তবে কোথায়, কত গতিতে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে, তা এখনই বলা যাচ্ছে না। অনুমান করা হচ্ছে, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে কোথাও এটি আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়।
হাওয়া অফিসের রিপোর্টে দাবি করা হয়েছে, ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। সেটি সোজা উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধি করতে পারে। এরপর ২৪ মে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। এরপর ২৫ মে সন্ধ্যার পর সেটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে বলে দাবি করা হয়েছে বলে ঘূর্ণিঝড় আপডেট (cyclone update)। তবে খুব বেশি শক্তিশালী হবে না এই সাইক্লোন বলেই ধারণা আবহাওয়া দফতরের। উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ মে সুন্দরবনে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় আয়লা। সেই ভয়াবহ ঘূর্ণিঝড়েরর ১৫তম বর্ষপূর্তির সন্ধ্যাতেই পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় (cyclone in west bengal) রেমাল ভূভাগে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের জেরে ২৪ মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূল এলাকায়। বৃষ্টি চলতে পারে ২৬ মে পর্যন্ত।
কেমন থাকবে পশ্চিমবঙ্গ আবহাওয়া?
বেশকিছুদিন ধরেই বাংলায় স্বস্তির আবহাওয়া। পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট (west bengal weather report) অনুযায়ী, মঙ্গলবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে পুরো দক্ষিণবঙ্গ। তবে বুধবার কমবে বৃষ্টিপাতের পরিমাণ। বৃহস্পতিবার থেকে উধাও হবে বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকেই রাজ্যে ধীরে ধীরে গরম বৃদ্ধি পেতে শুরু করবে। কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও শুকনোই থাকবে বেশিরভাগ জেলা। বুধবার কেবল দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (west bengal weather news)। তবে বৃহস্পতিবার আর দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রবিবারের মধ্যে একেবারেই বদলে যাবে আবহাওয়া।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বন্ধ হলেও উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুর বাদে বাকি সব জেলাতেই বৃষ্টিপাত হবে সোমবার পর্যন্ত। পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট (west bengal weather report) অনুযায়ী, বৃষ্টিপাতের সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গে। রবিবারের পর থেকে বৃষ্টিপাতের রেশ কমতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ফলে আপাতত স্বস্তিতে থাকবে উত্তরের মানুষেরা।
তবে মে মাসের শেষ দিকেই বঙ্গের আবহাওয়া বদলাতে পারে। কারণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আদর্শ পরিবেশ তৈরি হয়েছে। আগামী ২০ মের মধ্যে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে তা ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। তবে সেই ঝড়ের অভিমুখ কিংবা গতিপথ কোনদিকে হতে পারে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। প্রাথমিক পূর্বাভাস অনুসারে, আগামী ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতেপারে। সোজা উত্তর দিকে সেটি শক্তিবৃদ্ধি করবে। আগামী ২৪ মে এটি ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। ২৫ মে সন্ধ্যাবেলার পর সেই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের দিকে এগোতে পারে। অর্থাৎ মে মাসের শেষেই পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকতে পারে।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- ঘূর্ণিঝড়
- ঘূর্ণিঝড়
- সাইক্লোন